কবি শংকর চক্রবর্তী -জন্ম জন্মগ্রহণ করেন ঢাকায়। কবি ইঞ্জিনিয়ারিং পড়ার পর বাংলায় স্নাতক
হয়েছেন। তিনি ভারত সঞ্চার নিগমের অবসরপ্রাপ্ত প্রযুক্তিবিদ।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “এক আকাশে”, “এ অস্থির জাগরণে”, “দেবশিশু”, “বৃষ্টিহীন দেখে
মেঘ পাহাড়ের দিনগুলি”, “একটি কমলালেবুর শীত”, “নির্বাচিত কবিতা”, “ছ’টা পঁচিশের স্মৃতিকথা”, “একবাটি
দুধের পাশে ঘুম”, “হে বৃষ্টির জাদুফোঁটা”, “গড়িয়াহাঠ থেকে পাঁচ মিনিট”, “চিরুনিতল্লাশি” প্রভৃতি | এছাড়া
রয়েছে  ছোটদের জন্য বই “ভালোপাহাড়ের গোয়েন্দাগিরি”, গদ্যগ্রন্থ “শিলঙের ডায়েরি”।

কবির সম্পাদিত পত্রিকা “শতাব্দী”, “উমিয়াম”। এখন সম্পাদনা করেন গল্পের পত্রিকা “নতুন গল্পপত্র” | এছাড়া
“কবিসম্মেলন” পত্রিকার সম্পাদনার সাথেও তিনি যুক্ত রয়েছেন।

কবি শংকর চক্রবর্তী বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে “লেখক সম্প্রীতি পুরস্কার”, “অমিতেশ
মাইতি স্মারক সম্মান”, “ত্রিবৃত্ত পুরস্কার”, “অরণি সাহিত্য পুরস্কার”, ঢাকা থেকে পাওয়া “রূপসী বাংলা
পুরস্কার” প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি শংকর চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।


উত্স - আমাদের সাইটের পক্ষ থেকে কবির সাথে যোগাযোগ করেন মানস গুপ্ত ২০শে ডিসেম্বর ২০১৩
তারিখে।     

কবি শং চক্রবর্তীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ৯.১.২০১৪  

...