সত্যিমিথ্যে
কবি শঙ্খ ঘোষ
সবকিছুতেই খেলনা হয় থেকে নেওয়া

কোন্ টা যে ওর সত্যি কথা
কোন্ টা বলে মিথ্যে
সেটাই যদি জানতে তবে
অনেক কথাই শিখতে !

কপাল যখন শক্ত থাকে
ভুরু টানও পষ্ট
তখন দূরে তফাৎ থেকো
নিদেন শতেক হস্ত

কারণ তখন রোখ চেপেছে
বলবে সবই সত্যি
এদিক ওদিক রাখবে না আর
কিছুই ঝরতিপড়তি

কিন্তু যখন ফুরফুরে ঠোঁট
ভুরুর কোণে ভাংচি---
দু-হাত জুড়ে বোলো, সবই
মানছি বাবা মানছি |

কারণ তখন চোখের আড়ে
ঝিলিক দেবে মিথ্যে
বুঝবে যে সে দাঁড়িয়ে আছে
সৃষ্টি করার তীর্থে |

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
কবি শঙ্খ ঘোষের কবিতা
setstats
*
সীতার দুঃখ
কবি শঙ্খ ঘোষ
সবকিছুতেই খেলনা হয় থেকে নেওয়া

গন্ধমাদন পর্বতে
ফলত না কি বরবটি ?

এই-না ভেবে জাম্ববান্
কিষ্কিন্ধ্যায় গম বানান |

সীতা ছিলেন দুঃখিনী
কেননা কী কুক্ষণে

সমস্ত বরবাদ হলো
হিঞ্চে খাবার সাধ হলো |

লঙ্কাতে কি হিঞ্চে নেই ?
ওসব ওজর শুনছি নে |

বলতে বলতে লঙ্কারাজ
দেখতে গেল কুচকাওয়াজ |

খেপলে কিন্তু সত্যি সে
মারবে ছুঁড়ে শক্তিশেল

ফুটিয়ে দেবে জোরসে হুল
দেখবি চোখে সর্ষে ফুল

সর্ষে হলে ধানগাছে
করবে না আর দাঙ্গা সে |

খান না চিনি গুড় সীতা
শাকের শোকে মূর্ছিতা

কাজেই তখন সবাই ধায়
চাষ করতে অযোধ্যায় |

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
মোক্ষদা
কবি শঙ্খ ঘোষ
সবকিছুতেই খেলনা হয় থেকে নেওয়া

ছারপোকারা তক্তপোশে
কিসের জন্য রক্ত পোষে ?


প্রশ্ন করো মোক্ষদাকে
প্রশ্ন করো মোক্ষদাকে |

ঠুকরিয়ে খায় আরশোলাটা
কারই-বা গুড় ? কার ছোলাটা ?

টিকটিকিরও লক্ষ্যটা কে ?
প্রশ্ন করো মোক্ষদাকে |

কামড়াল কি জোঁক খোকাকে ?
প্রশ্ন করো মোক্ষদাকে |

ব্যাপারটা যে অলক্ষুনে
সেই কথাটা বলুক খুলে |

উচ্চিংড়ের মন তো ভোঁতা
জানতে তুমি অন্তত তা---

কিন্তু কেন মত্ত এসে
নাচায় আমায় কথ্বকে সে ?

প্রশ্ন করো প্রশ্ন করো
প্রশ্ন করো মোক্ষদাকে |

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
সুলতান
কবি শঙ্খ ঘোষ
সবকিছুতেই খেলনা হয় থেকে নেওয়া

টুপি               খুলছেন
টিপু               সুলতান
কিছু               ভাবছেন
কিছু               বলছেন
আর               কলকেয়
দিয়ে              ভুল টান
কেশে             মরছেন
টিপু               সুলতান |

হুঁকো              বরদার
বলে               ‘সর্দার
ওরা               বজ্জাত
যত                গর্জাক
নেই               আপনার
কিছু              ভাবনার
দেশ               উলটান’ –

শুনে              হাসছেন
আর              কাশছেন
দিয়ে             ভুল টান
মহা               সুলতান
নেই               ঢাক-ঢাক
ক’রে             হাঁক ডাক
দেশ              পালটান
দেশ              উলটান
আর              মূলতান    
গান               সুলতান |

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
কাণ্ড শোনো
কবি শঙ্খ ঘোষ
সবকিছুতেই খেলনা হয় থেকে নেওয়া

কাণ্ড শোনো হেডস্যারের
নাম শোনেননি বেডসারের !

হার্ভে হানিফ ফজল মে
চেনেন না এই কজন কে |

গিব্ স্  রামাধীন ইম্ তিয়াজ
জানো এ নাম তিনটি  আজ ?

জপ করো হে দীনদয়াল
বল হাতে ওই লিণ্ডওয়াল !

হাটন হ্যামন্ড  ব্রাডমানের
রান কি তবু বাঁধ মানে ?

রেকর্ড হলো সোবার্সের
একশো করল কবার সে ?

ফ্রাঙ্ক ওরেল, আর, উরিব্বাস
বথাম জাহির রড্ নি-মার্শ |

এদিক ওদিক সেদিক চাও
ইন্ডিয়া কি নেই কোথাও ?

সবাই দিচ্ছে সাবাস কার ?
বিশ্বনাথ আর গাভাসকার |

ক্যাপ্টেনেরা চুপ থেকে
গুপ্ত রাখেন গুপ্তেকে |

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
এলাটিন বেলাটিন
কবি শঙ্খ ঘোষ
আমন যাবে লাট্টু পাহাড় থেকে নেওয়া

এলাটিন বেলাটিন তেলাটিন চোর
আমার যে ছড়া ছিল আজ সেটা তোর |

আইকম বাইকম তিনকম চার
আমনকে ডাক দেবে এমন কে আর !

সব পোকা সব মশা সব মাছি আয়
সল্টলেক থেকে আয় বেলগাছিয়ায় |

বেলগাছিয়ার মশা কোথা যাবে তবে
তারা যাবে আমনের জন্মোত্সবে |

হেলাটিন ফেলাটিন তেরোটিন তেল
ঢেলে দিলে তবে তার শেষ হবে খেল্ |

আইকম বাইকম তিনকম দুই
কিছুই বুঝি না বাবা কী বলিস তুই !

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
শিমুলতলা
কবি শঙ্খ ঘোষ
আমন যাবে লাট্টু পাহাড় থেকে নেওয়া

শিমুলতলায় যায়নি যারা
জানবে না তো তারা
ধানের ক্ষেতের মধ্যে আমার
ঘরটা কেমন খাড়া |
হাত বুলিয়ে দেখতে পারি
বাছুর ছাগল হরিণ
ইচ্ছে হলেই ধরতে পারি
ছটফটানো ফড়িং |
বিকেলবেলায় ছুটতে পারি
দিব্যি একা একাই
মজার কাঁটা চোর কাঁটা, তাই
মাম্মাম্ কে দেখাই |
অনেক দূরে দেখতে পারি
মস্ত মাঠের শেষে
আকাশ এসে কেমন করে
মাঠের সঙ্গে মেশে |
যায়নি যারা শিমুলতলায়
জানবে কি আর তারা
একটু হলেই ছুঁয়ে দিতাম
আকাশভরা তারা !

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
ভ্রমণকথা
কবি শঙ্খ ঘোষ
আমন যাবে লাট্টু পাহাড় থেকে নেওয়া

নিজেদের                দুয়ার ছেড়ে
চেনা ঘর                 দুয়ার ছেড়ে
দেখে নিই                ডুয়ার্সেরে
দেখি এই                 ডুয়ার্সেরে !

ধূপগুড়ি                  ময়নাগুড়ি
তারপর                  কাঁঠালগুড়ি
দু-পাতায়                একটা কুঁড়ি |


ও কুঁড়ি                 কিসের কুঁড়ি ?
চা পাতা                তুলছে বুড়ি
দু-পাতা                 একটা কুঁড়ি
আমি তার             সামনে ঘুরি |

একদিন                 জোছনারাতে
চা-বাগান               আবছায়াতে
বুনো কোন্             গন্ধে মাতে---
নেমে যাই              আমরা তাতে |

পিছনে                  একলা পাহাড়
কোলে তার            বাগান বাহার
ভিতরে                 আমরা তাহার
কিছুতেই                মানছি না হার

চলেছি                  চলেইছি তো
না-গরম                নেই তো শীতও—
চিতাবাঘ               শব্দে ভীত
না হলে                 দেখাই দিত !

ম্যানেজার             যতই রাগান
কথা নেই              করছি না গান
চুপচাপ                 চায়ের বাগান
এর নাম                নিদামবাগান |

দেখে প্রাণ             মন জুড়োল
চোখে ঘুম            পুঞ্জ হলো
বাতাসের              গুঞ্জরনে
ঘুমোলাম              চায়ের বনে ||

.        ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
ভাত-রুটি
কবি শঙ্খ ঘোষ
আমন যাবে লাট্টু পাহাড় থেকে নেওয়া

ভাত খাব না রুটি ?
এই নিয়ে খুনশুটি |
রুটিই ? না কি ভাত ?
ভাবতে ভাবতে কাৎ !
আচ্ছা, না হয় রুটি
সঙ্গে ভাতও দুটি |
না না, শুধুই ভাত
তা-ই খাব দিনরাত |
কিন্তু কোথায় চাল ?
আনব কিনে কাল |
এই নিয়ে যাও আটা |
বাই-বাই ভাই, টা-টা !
রইল ফাঁকা পাত---
নেই রুটি নেই ভাত |

.     ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*
মনামের কাণ্ড
কবি শঙ্খ ঘোষ
আমন যাবে লাট্টু পাহাড় থেকে নেওয়া

মনাম কী করেছিল, শোনো সেই কথা |
মা তো দিল ছানা খেতে, আর রুটিকটা---
পড়ার টেবিলে সেটা খেয়ে নেবে পরে
এই বলে নিয়ে এল নিজেদের ঘরে |
তা বলে কি অতসব খাওয়া যায় না কি ?
ভাবে সে কীভাবে মাকে দেওয়া যায় ফাঁকি |
ঘরে কেউ নেই তাই জানছে কে আর
এমনকী জানলেও করি না কেয়ার—
এইসব ভেবে শেষে অতি অবহেলে
জানলার ফাঁক দিয়ে দেয় সব ফেলে |
তিনতলা থেকে দলা পড়ে গেল ঝুপ—
কেউ কিছু জানল না | সব দিক চুপ |

এদিকে তো কাজে রত মাম্মাম্ ঘোরে---
হঠাৎ সিঁড়ি বেয়ে ওঠে জোরে জোরে  ?
দরজায় কারা এত গর্জায় খালি ?
খুলে দেখে টাকমাথা বাগানের মালি |
হাইমাই করে মালি রেগেমেগে বলে—
‘আমি কি মানুষ নই ? কেন সক্কলে
যা খুশি তা করে যাবে--- কারো নেই মানা ?
তেতলার থেকে কেন টাকে পড়ে ছানা ?
পড়ে যদি তবে কেন মুখে পড়ে না তা ?
ভেবেছে কি ডাস্টবিন আমাদের মাথা ?’

থতমত মাম্মাম্ বলে শুধু,  ‘মানে ?’
মালি বলে, ‘সে তো ওই মেয়েটাই জানে |’

মেয়েটা অবাক হয়ে ভাবে হায় হায়
একটা কথাও যদি চেপে রাখা যায় !

.         ******************     
.                                                                               
সূচিতে . . .     



মিলনসাগর
*