কবি শশিভূষণ দাশগুপ্ত – জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার বরিশাল জেলার চন্দ্রহার গ্রামে। পিতা
কালীপ্রসন্ন দাশগুপ্ত ও মাতা সারদাসুন্দরী দেবী।

বরিশাল ব্রজমোহন কলেজ থেকে আই.এ. পাশকরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে বি.এ.
পাশ করে ১৯৩৫ সালে বাংলা সাহিত্যে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম শ্রেণীতে। তান্ত্রিক বুদ্ধিজম্ নিয়ে
গবেষণার জন্য ১৯৩৯ সালে তিনি পি.এইচ.ডি. লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৫৫ সালে তিনি
কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিড়ী অধ্যাপক পদে নিযুক্ত হন।

তিনি বাংলা সাহিত্যের কৃতী অধ্যাপক এবং বরেণ্যে সমালোচক ছিলেন।

তাঁর কাব্যগ্রন্থ “এপারে ওপারে” (১৯৪১), নাটক “হাবা হলধর” (১৯৬২), শিশু গল্পগ্রন্থ “ছুটির দিনে মেঘের গল্প”।

তাঁর লেখা
“Obscure Religious Cults of Bengal as background to the study of Bengali Literature” (১৯৪৬),
“শ্রীরাধার
 ক্রমবিকাশ”  (১৯৫২),  “ভারতের  শক্তিসাধনা  ও  শাক্তসাহিত্য” (১৯৬০)  এবং  “উপনিষদের
পটভূমিকায় রবীন্দ্রমানস” (১৯৬১) এই চারটি গ্রন্থে ভারতীয় ধর্ম ও দর্শনের পটভূমিতে বাংলা সাহিত্যের
বিচারের তাত্ত্বিক কাঠামো তিনি নির্মাণ করেছেন। এছাড়া বহু প্রবন্ধ-গ্রন্থ তাঁর মনস্বিতার উজ্জ্বল সাক্ষর বহন
করে। তাঁর পাণ্ডিত্য এবং তথ্য বিশ্লেষণী ক্ষমতার সঙ্গে যুক্ত হয়েছিল সৃজনী কল্পনা যা আমরা তাঁর গল্প
কবিতা নাটকের মধ্যে দেখতে পাই।

তাঁর “ভারতের শক্তিসাধনা ও শাক্তসাহিত্য” গ্রন্থের জন্য ১৯৬১ সালে তিনি "সাহিত্য আকাদেমি" পুরস্কারে
ভূষিত হন। তিনি শিশু সাহিত্য সংসদের পরিচালনমণ্ডলীর সদস্য ছিলেন।

আমরা
মিলনসাগরে  কবি শশিভূষণ দাশগুপ্তর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে  পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।


উত্স
  • শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাঙালি চরিতাভিধান", ১ম ও ২য় খণ্ড, ২০১০।


কবি শশিভূষণ দাশগুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


২টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৩০.১১.২০১৩।
আরও ৩টি কবিতা ও জনাব আরিফুর রহমানের পাঠানো ছবির প্রকাশ - ২৩.৪.২০২১।  

...