কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর - মৃণাল বন্দ্যোপাধ্যায় শিল্পী -সুধীন সরকার
শোন’ শোন’ শোন সবাই ‘সাতের পাঁচালী’ সংখ্যা সাতের কেরামতির কথাই শুধু বলি . শোন’ ‘সাতের পাঁচালি’ ||
সাত পুরুষের ভাগ্য ভালো যদি ঘরের বউ সাত চড়ে ‘রা’ নাহি কাড়ে মুখে ঝড়ে মউ সাত জন্মের পাপের বোঝা যদি সে হয় দশ ভূজা সাতপাকের ঐ সাথী যদি স্বভাবে হয় ‘মা কালী . শোন’ ‘সাতের পাঁচালি’ ||
সাত-সকালে ঘুমের থেকে উঠেই সপ্তসুরে গিন্নী যখন বিসমিল্লার সানাই দেন জুড়ে ‘বাজারে যাও’ -------লাগায় তাড়া তখন ভাবি, ‘হে মা তারা’ ভুল করে হায় কেন আমায় ‘স্বামী’ করে পাঠালি ? . শোন’ ‘সাতের পাঁচালি’ ||
সাতের রাজার ধন একটি মানিক ঘরে যদি আসে শূন্য ঘরে চাঁদের আলো ঝিলিক্ দিয়ে হাসে সাতেও নেই পাঁচেও নেই তবু তো রেহাই নেই সাত-সতেরো না ভেবে এই করে গেলাম হেঁয়ালী . শোন’ ‘সাতের পাঁচালি’ ||
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী -কিশোর কুমার
সংলাপ - প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র . ঝরিয়ে চলে যায়॥
প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর কখনো জীবনে ফুল ফোটায় কাঁদিয়ে যায় সে দূর ||
প্রেম যেন নদী ভাঙে আর গড়ে জীবনের দু’টি কূল ঘিরে ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে মিলনের গান গায় বিরহের কান্নায় হৃদয়ে বাজায় নূপুর || ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে কখনো যে সুর বিধূর ||
প্রেম যেন নারী আলো আর ছায়া জীবনের নীলাকাশ ঘিরে কখনো সে মায়া কখনো আলেয়া মায়াবিনী দু’টি আঁখি-তীরে ছায়াছবি এঁকে যায় সুখে দুখে ঝঞ্ঝায় আকাশে মেঘের সিঁদুর বকুলের গন্ধে ভরে’ সে সকাল-দুপুর ||
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর - ভি. বালসারা | এটাই ভি. বালসারার জীবনের প্রথম সুর দেওয়া বাংলা গান | শিল্পী -অপরেশ লাহিড়ী ১৯৫৫ সাল
সামনে পিছে ডাইনে বামে চলতি বাসে কিংবা ট্রামে এখানে যাও সেখানে যাও লাইন লাগাও লাইন লাগাও॥
হাট-বাজারে পথে-ঘাটে হাসপাতালে খেলার মাঠে ঘরের থেকে পা বাড়িয়ে দেখবে আছে লোক দাঁড়িয়ে। রেলের গাড়ির টিকিট কাটে বায়স্কোপে শ্মশানঘাটে এ দিকে চাও যে দিকে চাও লাইন লাগাও লাইন লাগাও॥
ছোট-বড় আট বা আশি মিষ্টি-মুখের মুচ্কি হাসি চলবে না আর চলবে না আর চলবে না আর। সব খানেতে লাইন আছে লাইন রাখার আইন আছে চল্ তি পথে সবার কাছে আইন ভাঙার “ফাইন” আছে নিয়ম কানুন নয় তো মিছে আসলে পরে সবার পিছে পিছনে যাও পিছনে যাও পিছনে যাও॥