কবি শিবদাস বন্দ্যোপাধ্যায়ের গান ও কবিতা
*
কথা - শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী- রুমা গুহঠাকুরতার পরিচালনায়
ক্যালকাটা ইয়ুথ কয়্যার

তোমার আমার ঠিকানা
পদ্মা মেঘনা যমুনা
গঙ্গার স্রোত ধরে
পেয়েছি চলার নিশানা  ||

কন্ঠের সুর কোনও মানে না ভাষা
হৃদয়ের ভাষাতেই মেটে পিপাসা
সাত মহাসাগরের উজানে ভেসে
আমরা যেখানে থামি ----সেই সীমানা  ||

যেখানে কান্না আর রক্ত মেঘে
আঁধারের বাঁধ ভেঙে সূর্য ওঠে আকাশে আবার
সেখানে নিশানা আছে এগিয়ে যাবার |

যখন আখের স্বাদ নোনতা লাগে
লবঙ্গ বনে ঝড়ের হাওয়ারা জাগে
এক বুক ভালবাসা উজাড় করা
যেখানে ফসল ফলে প্রাণের সোনা ||

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর - মৃণাল বন্দ্যোপাধ্যায়
শিল্পী -সুধীন সরকার

শোন’ শোন’ শোন সবাই ‘সাতের পাঁচালী’
সংখ্যা সাতের কেরামতির কথাই শুধু বলি
.                     শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত পুরুষের ভাগ্য ভালো যদি ঘরের বউ
সাত চড়ে ‘রা’ নাহি কাড়ে মুখে ঝড়ে মউ
সাত জন্মের পাপের বোঝা
যদি সে হয় দশ ভূজা
সাতপাকের ঐ সাথী যদি স্বভাবে হয় ‘মা কালী
.                     শোন’ ‘সাতের পাঁচালি’ ||

সাত-সকালে ঘুমের থেকে  উঠেই সপ্তসুরে
গিন্নী যখন  বিসমিল্লার সানাই দেন জুড়ে
‘বাজারে যাও’ -------লাগায় তাড়া
তখন ভাবি,  ‘হে মা তারা’
ভুল করে হায় কেন আমায় ‘স্বামী’ করে পাঠালি  ?
.                    শোন’ ‘সাতের পাঁচালি’  ||

সাতের রাজার ধন একটি মানিক ঘরে যদি আসে
শূন্য ঘরে চাঁদের আলো ঝিলিক্ দিয়ে হাসে
সাতেও নেই পাঁচেও নেই
তবু তো রেহাই নেই
সাত-সতেরো না ভেবে এই করে গেলাম হেঁয়ালী
.                    শোন’ ‘সাতের পাঁচালি’ ||

.             *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর শৈলেন মুখোপাধ্যায়
শিল্পী -ইলা বসু

কত রাজপথ জনপথ ঘুরেছি
.                মরুভূমি সাগরের সীমানায়
সাতটি সে পৃথিবীর বিস্ময়
.                তুমি তারও চেয়ে বেশি মনে হয় ||

আজ ইতিহাস কত কথা বলছে
মাটি আর নেই চাঁদে চলছে
পরাজিত হিমানীশ হিমালয়
.               তুমি তারও চেয়ে বেশি নিশ্চয় |

.       এই পৃথিবীর যত কিছু সুন্দর
.       দেখেছি যা, বিস্মিত বিস্ময়
.       তুমি তারও চেয়ে বেশি নিশ্চয়  |

ঐ দূরন্ত নদী হার মানছে
আর, বারে অজানাকে জানছে
দুই চোখে সে তো আজ কিছু নয়
.           তুমি তারও চেয়ে বেশি মনে হয়

.             *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -কিশোর কুমার

যখন আমি অনেক দূরে           থাক্ বো না এই মাটির ঘরে
তখন কি আর পড়বে মনে আগের মতন করে,
.                 আমায় আগের মতন করে ?

আমার প্রাণের পরশ পেয়ে  বেজেছিল যে গান
ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান
আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম
.                তোমাদের এই জল্ সারে |

তোমাদের এই ভালবাসা  আমার গানের পুরস্কার
যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার
আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি
.                  রেখেছি এই হৃদয় ভ’রে  ||

.             *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -কিশোর কুমার

সংলাপ - প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র
.          ঝরিয়ে চলে যায়॥

প্রেম বড় মধুর
কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোটায়
কাঁদিয়ে যায় সে দূর ||

প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু’টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে
মিলনের গান গায়
বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর ||
ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে
কখনো যে সুর বিধূর ||

প্রেম যেন নারী আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া কখনো আলেয়া
মায়াবিনী দু’টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
বকুলের গন্ধে
ভরে’ সে সকাল-দুপুর ||

.     *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -কিশোর কুমার

সংলাপ ॥ দু’চোখে দেখি না তোমায়। তবু আছো, তুমি আছো॥

হাওয়া,
মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরি ঝিরি এলে বহিয়া
খুশীতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া ||

এতদিন কোথায় ছিলে
পথ ভুলে তুমি কি এলে
প্রেমের কবিতা তুমি
শোনালে য়ে গান গাহিয়া
কুহু কুহু কুহু কোয়েলিয়া
“ভালোবাসো” যাও বলিয়া  ||

তুমি এলে তাই ফোটে ফুল
তুমি এলে তাই ভাঙে ভুল
মন আজ কিছু মানে না
হৃদয় সাগর আকুল |

তুমি এলে প্রিয়ার বেশে
ভরে দিলে মন আবেশে
দক্ষিণা বাতাস তুমি
জুড়ালে দহন হিয়া
সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া
শুনে, সবে যাই ভুলিয়া ||

.     *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর - ভি. বালসারা | এটাই ভি. বালসারার জীবনের প্রথম সুর দেওয়া বাংলা গান |
শিল্পী -অপরেশ লাহিড়ী
১৯৫৫ সাল

সামনে পিছে
ডাইনে বামে
চলতি বাসে
কিংবা ট্রামে
এখানে যাও
সেখানে যাও
লাইন লাগাও
লাইন লাগাও॥

হাট-বাজারে
পথে-ঘাটে
হাসপাতালে
খেলার মাঠে
ঘরের থেকে
পা বাড়িয়ে
দেখবে আছে
লোক দাঁড়িয়ে।
রেলের গাড়ির
টিকিট কাটে
বায়স্কোপে
শ্মশানঘাটে
এ দিকে চাও
যে দিকে চাও
লাইন লাগাও
লাইন লাগাও॥

ছোট-বড়
আট বা আশি
মিষ্টি-মুখের
মুচ্কি হাসি
চলবে না আর
চলবে না আর
চলবে না আর।
সব খানেতে
লাইন আছে
লাইন রাখার
আইন আছে
চল্ তি পথে
সবার কাছে
আইন ভাঙার
“ফাইন”  আছে
নিয়ম কানুন
নয় তো মিছে
আসলে পরে
সবার পিছে
পিছনে যাও
পিছনে যাও
পিছনে যাও॥

.     *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী -অপরেশ লাহিড়ী

এই কি পৃথিবী সেই ?
যেথায় আশার আলো ছলনা করে
চোখের পাতায় কান্না যে শুধু ঝরে
তবু কি মমতা পৃথিবীর বুকে নেই ?
.                এই কি পৃথিবী সেই ?

উপরে আলোর দুরন্ত শুদু খেলা
নিচে মানুষের হাহাকার সারাবেলা
অন্তবিহীন ব্যথা শুধু ছড়াতেই
.                এই কি পৃথিবী সেই ?

বোঝনি কি তুমি নিজেকে কাঁদাও নিজে
আঁধার যে রয় প্রদীপ শিখার নিচে।

কতদিন আর শুধে যেতে হবে দেনা
প্রাণের মূল্যে জীবনের বেচা-কেনা
অশ্রু সাগরে দু’টি চোখ ভরাতেই
.                এই কি পৃথিবী সেই ?

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা - শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর - ভূপেন হাজারিকা
শিল্পী - ইলা বসু
১৯৬৩

আকাশের সিঁড়ি বেয়ে
যখন সন্ধ্যা-মেয়ে
এক-পা এক-পা করে নামতে থাকে
তখন আমার মন
মনে হয় ফুলবন
একটি একটি ফুল ফুট্ তে থাকে॥

বিন্দু বিন্দু ঐ তারার আলো
ছন্দে গন্ধে মন আজ ভরালো
অল্প অল্প করে তোমার ছবি
একটু একটু করে হৃদয় আঁকে॥

লজ্জা লজ্জা রাঙা সন্ধ্যা এলে
লক্ষ লক্ষ তারা সাজায় গগন
স্বপ্ন স্বপ্ন মনে হয় যে তখন।

মন্দ মন্দ ঐ ফাগুন হাওয়া
লগ্ন মগ্ন করে কাছেই চাওয়া
আস্তে আস্তে তাই কখন জানি
এক্ লা এক্ লা মন ভাবতে থাকে॥

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা - শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর - অলোকনাথ দে
শিল্পী - ভূপেন হাজারিকা
(
কবি বীরেন্দ্র চট্টপাধ্যায় কে মনে রেখে)

কবিতা কি তাই ?
কবিতা কি শুধু তাই ?
মনের খেয়ালে কাগজে-কলমে
.                শব্দ সাজাই ?

কবিতা কি শুধু রম্য-রচনা
ফুল পাখি আর চাঁদের জোছোনা
প্রিয়ার সঙ্গে জল-তরঙ্গ
.                নৌকো ভাসাই ?

কবিতা কি শুধু “ওমর খয়াম”
অথবা বিরহী যক্ষের নাম
প্রেমের অনলে একাকিনী জ্বলে
.                “বিরহিনী রাই” ?

কবিতা বন্দী চার-দেওয়ালে
তোমার আমার চোখের আড়ালে
কবিতাকে আনো রাজপথে আজ
.                মিছিলে চাই॥

.        *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর