কবি শিবরাম চক্রবর্তীর কবিতা
*
হাতে হাতে আরাম   
শিবরাম চক্রবর্তী

"ডাকাতারবাবু! ডাক্তারবাবু!! হেঁচকি উঠছে এন্তার |"
এই না বলে হর্ষবর্ধন যেই না কাছে গেলেন তাঁর---
কী ক'রে এক চড় কষিয়ে দিয়েছেন তাঁ বাঁ গালে,
সহর্ষে শ্রীহর্ষকে যেই পেয়েছেন নাগালে |
মিলনসাগর   
"হাতে হাতে পেলেন তো ফল, দেখুন কেমন দাবাইটার,
এমনি করে একটি চড়ে হেঁচকি সারাই সবাইকার |
মোটে হাতের একটি চোটে এক চাপটের এ টোটকায়
হাতুড়ে-গোবদ্যি বলে তবু সবাই ঘোঁট পাকায়
যা বলে লোক বলুক না হক, ভয় করে না এ ডাক্তার
আরাম করে আরাম দিয়ে আরাম যা পাই আকছার |
সেরে গেলেন, তবু দেখি মুখ যে বেযায় গোমারা-ভার?"
মিলনসাগর   
---"আরে মশাই! আমার কি ছাই! হেঁচকি যে ভাই গোবরাটার!"


.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .    


মিলনসাগর
*
কে যেন ডাকিল---ওরে যাত্রী
“মানুষ” (১৯২৯) কাব্যগ্রন্থ থেকে
শিবরাম চক্রবর্তী

কে যেন ডাকিল---“ওরে যাত্রী,
পুরাতন বত্সরের জীর্ণ ক্লান্ত রাত্রি
.        ওই কেটে গেল, এল নবীন প্রভাত!”
শুনিয়া জাগিনু অকস্মাৎ |
মিলনসাগর   

নববর্ষ আসিয়াছে ?---এলো কি সুন্দর ?
.                এলো রুদ্র, এলো ভয়ঙ্কর ?
দারুণ দুর্যোগ হানি’ এলো কি বৈশাখী ?
আকাশের ঝঞ্ঝা ফেরে ধরিত্রীর বন্যারে কি ডাকি ?
.                এলো কি প্রলয় ?
বনে বনে শুষ্ক পাতা ঝরিবার নাই আর বাকি ?
নিদারুণ প্রসব ব্যথায় এলো নব-সৃজনের জয় ?
আঁধারের কালো বুকে ঝলিলো কি আলোর কৃপাণ ?
.                তারই আগমনী
মিলনসাগর   
মানুষের দেহে মনে রূপে রসে উঠেছে কি রণি’ ?

.        হে দরদী, বল শুনি আজ---
মরুভূর তৃষাতুর তটে দৃষ্টিহীন আঁধারের মাঝ
প্রভাতের যত যাত্রী যুগে যুগে হারায়েছে পথ,
ধরণীর চোরাবালি গ্রাসিয়াছে যাহাদের রথ---
সার্থক হোলো কি আজ তাদের ব্যর্থ অভিযান ?

মানুষের নববর্ষ আসিলো কি নবীন জীবনে ?
মানুষের ললাটে আজ পড়িলো কি রাজটিকা ?
.        শেষ তার নিত্য পরাজয়
মিলনসাগর   
লভিতে অমৃত-ভাগ ভূবন-মন্থনে ?
.        কিম্বা বন্ধু, মানুষের নববর্ষ নয়,---
এ শুধু নূতন পাতা খুলিয়াছে প্রাচীন পঞ্জিকা ?

সম্মুখে চাহিয়া দেখি---দীনহীন মানুষের দল
চলিয়াছে রাজপথে ক্ষীণকণ্ঠে করি’ কোলাহল---
.        জীবনের ভিখারী তাহারা!

আজিকার এ প্রভাত দেয় নাই কিছুমাত্র সাড়া
.        তাহাদের পুরানো জীবনে ;
সাহারা পারায়ে তারা চলিয়াছে আক্লান্ত চরণে---
.        যেমন চলেছে কাল তারা |

.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .    


মিলনসাগর
*
শূন্যসম মূল্যহীন এরা---মানুষের আর দাম নাই |
.        তাই তার এত হেলাফেলা
মানুষ-জীবন নিয়ে চিরদিন ছিনিমিনি খেলা!
.        জীর্ণপত্রে পুঁথির বিধান---
তারো মূল্য আছে, আছে তাহারো সম্মান!
কীট-দষ্ট দলিত পুঁথির আছে দম্ভ, আছে অধিকার,
কোটি কোটি মানুষের জীবনে ব্যর্থতা রচিবার!
যুগজীর্ণ কঙ্কালের নির্দ্দেশের ফেরে
মানুষের প্রেম রদ্ধ, গতি রুদ্ধ---
.                মানুষ না ছোঁয় মানুষেরে!

.        সনাতন শাস্ত্রের আদেশ---
আলোকের আনন্দের দেশে রমণীর চির-অপ্রবেশ!
ভূবনের রূপে রসে প্রেমে যৌবনেস্বতন্ত্রে নাই দাবী,
জীবনে কেবল তার এক কারাগার হ’তে
.        অন্য কারাঘরে পড়ে চাবি!
সেই জীর্ণ পত্র মাঝে জীর্ণতর ছত্র নিয়ে চলে খুনোখুনি ;
মানুষের জীবনের নব নব কুরুক্ষেত্র
.                রচে নিত্য নব কৃষ্ণ নূতন ফাল্গুনী!

মানুষের জেদের নিকটে মানুষের জীবনের দাম
লেখে নিত্য অস্ত্রমুখে নব নব ডায়ার ও শ্রীপরশুরাম!
.        নির্ব্বিচারে শিশুবৃদ্ধ করিয়া সংহার
দেশে দেশে পূজ্য হয় তারা, খ্যাত হয় নব অবতার!
.        রাষ্ট্র-ধর্ম্ম-শাস্ত্র-গুরু-মন্ত্র-তন্ত্রে দিয়া সিংহাসন
.        ষড়-যন্ত্রে চলিতেছে মানুষের শোষণ-শাসন!



.        আমি আজ চাহি তার নাম---
কোন্ যুগে মানুষের জীবনের কেবা দিল দাম ?
.        কে বলিল উচ্চকণ্ঠে ডাকি,
জীবন কেবল সত্য,---শাস্ত্র রাষ্ট্র সব-কিছু ফাঁকি ?
জীবন ভরিতে হবে আলোকে পুলকে প্রেমে প্রাণে
জীবন-বিরুদ্ধ যাহা মিথ্যা তাহা, নাই তার মানে ;
শত শত শাস্ত্র চেয়ে একটি জীবন মূল্যবান---
রাষ্ট্র লাগি নয় কেহ, মানুষের লাগি তার স্থান
সৌন্দর্য্যেরে, সম্পদেরে, রমণীরে করি’ অবরোধ
জীবন জীবন নহে---শুধু প্রকৃতির প্রতিশোধ!

.        কোন বুদ্ধ কহিল শুধাই ?---
রিক্ত করি’ ব্যর্থ করি’ নহে---পূর্ণ করি’ জীবনেরে চাই ?
.        যুগে যুগে নব নব ধর্ম্ম-অধিকারী
মানুষেরে করিল কসাই---কিম্বা তারে করিল ভিখারী!



.        ক্ষুদ্র শিল নোড়ানুড়ি মাটির পুতুল
মানুষ তাহারো কাছে তুচ্ছ, নহে সে তাহারো সমতুল!
.        জীর্ণ ইঁট-কাঠে-গড়া মসজিদ্ মন্দির---
ঝরিলো তাহারো লাগি, বহু রক্ত, বহু অশ্রুনীর!
ওই বুঝি ধর্ম্ম গেলো---মানুষের চোখে নাই নিদ্,
দেখেনা সে ধর্ম্ম তার জীবনের ভীতে কাটে সিঁদ!
মানুষে মানুষ মারি’ ধর্ম্ম রাখে, হয় ধর্ম্মবীর ;---
ধর্ম্ম ঠেলে মরণের পথে নির্ব্বোধ দুর্ভাগাদের ভিড় |
ধর্ম্ম ? হায়, নগ্ন চোখ মেলি’ দেখ তার ভয়াবহ রূপ---
জীবনের রক্ত মাংসে সে যে---মরণের কঙ্কালের স্তূপ!
তার লাগি আত্মদান! নরহত্যা! ব্যর্থতা-বরণ!---
জীবনের সৃষ্টি আজ জীবনের কাছে আবরণ!

.        তুচ্ছ মিথ্যা ভাবের ফনুস---
মানুষ সৃজেছে ধর্ম্ম, ধর্ম্ম কভু সৃজেনি মানুষ |
কিন্তু হায় তারো মূল্য আছে---প্রাণ দিয়ে শোধ করা চাই,
.        মানুষের কোনো মূল্য নাই!



মানুষের-গড়া মিথ্যা ভৌগলিক সীমা
তাহারো মর্যাদা আছে, রয়েছে মহিমা!
তারো লাগি সৈন্যদল পুষ্ট হয় বন্য বৃত্তি তরে,
.        লাঙ্গলের ফাল ভাঙি’ তরবারি গড়ে |
এরদল মানুষেরে সর্বভাবে করিয়া বঞ্চিত
জীবন্ত অস্ত্রের মত কেল্লাঘরে রাখে সুসজ্জিত,
.        চিরবন্দী হিংস্র পশুদল---
মানুষেরে মারিবার তরে তাহাদের জীবন কেবল |
.        দেশের সম্পদ যত, সৃষ্টি যত, যত কিছু ধন
.        সব নিয়ে চলে শুধু মানুষ-মারার আয়োজন!
মানুষেরে মারিবার তরে মানুষ যোগায় রাজকর,
.                        মানুষে খাটায় মাথা,
রচে বসি’ হিংসা-শাস্ত্র, ঘাতকের বীরত্বের গাথা---
.        নব নব অস্ত্র গড়ি’ বিজ্ঞানের বলে
.                        মানুষেরে বানায় বর্ব্বর |
পৃথিবীরে ভাগ-যোগ করি’ মানুষ রচিল নানা দেশ,
.        হেথা হ’তে হোথা যদি যাবে
.        কেন নাহি যায় বন্ধুভাবে---
কেন পরে ভাতৃরক্ত-মাখা দেশজয়ী জল্লাদের বেশ ?
পায়ের মাটিরে দিলো কিনা মানুষ মাথারো বড় ঠাঁই,
মাটিরো রয়েছে কিছু দাম, মানুষের কোনো দাম নাই |



.        কখনো শুনেচ কারো মুখে---
বাঘেরে খেয়েছে বাঘ, ভালুক ভালুকে ?
মানুষে মানুষ খায়, খেয়ে বেঁচে থাকে প্রতিদিন---
রক্ত খায়, মাংস খায়, মেদমজ্জা খেয়ে করে ক্ষীণ,
খায় মন-আত্মা, খায় জীবনের অর্দ্ধের নিশ্বাস---
অবশেষ-জীবন্ত-কঙ্কাল ফেলে দেয়, করো কি বিশ্বাস ?
যাও---যেথা যেথা কল-কারখানা, যাও গ্রামে গ্রামে,
স্বচক্ষে প্রত্যক্ষ কর মনুষ্যত্ব চড়োছে নিলামে |
.        মনুষের জীবনের হেলাভরে খেলা
.        যেথায় চলেছে দুই বেলা |
খনি ভেঙে কুলি বহে শিরে করি’ কয়লার চাপ---
তারি সাথে বহে যেন দুনিয়ার তিক্ত অভিশাপ |
.        জঙ্গল কাটিয়া তারা বসায় সহর
তার রক্তে বহে সেথা বিলাসের বিষম বহর |
সে সহরে বিলাসীর লাগি রমণীরা রূপ দেয় ডালি,
নারীর নারীত্ব পায়ে দলি’ পুরুষেরা দেয় করতালি |
অমৃতের মৃতপ্রায় পুত্রগণ দাস হ’য়ে নগরীর পথে,
দুর্ব্বহ জীবন-বোঝা টেনে নিয়ে চলে কোনো মতে |
মানুষের মূল্য
“মানুষ” (১৯২৯) কাব্যগ্রন্থ থেকে
শিবরাম চক্রবর্তী


.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .    


মিলনসাগর
*
ভুল ভাঙা
কবি শিবরাম চক্রবর্তী
সরলা দেবী চৌধুরাণী সম্পাদিত ভারতী পত্রিকার জ্যৈষ্ঠ ১৩৩১ সংখ্যায় (জুন ১৯২৪)
প্রকাশিত।

(রবীন্দ্রনাথের ভুলভাঙা পড়িয়া)
সত্য হে কবি, এ যে ভুল ভাঙা
.                আর এক ভুল ধরিতে!
এ যে তটিনীর এক কুল ভাঙা
.                আর এক কুল গড়িতে!
প্রেম বহে যায় বাঁধাত রহেনা,
তাই ফেলে যায় বোঝাত বহেনা---
কেন চাহ তারে একটী স্বপনে
.                        ভরিতে!
সুখ বেদনার এ যে ফুল রাঙা
.                কালই নিশাশেষে ঝরিতে
মানব মনের এই দখিনারে
.                রেখনাক সখা বাঁধিয়া,
অনেক সুরভি নিতে হবে তারে
.                অনেক কুসুম সাধিয়া!
এরে তুমি বহু জীবন ফুটিবে
সার্থ হয়ে এনেকে টুটিবে,
এ যদি বন্দী রহে গো অপরে
.                        বাঁধিয়া---
ব্যর্থ করিয়া ব্যর্থতা ভাবে
.                মরিবে কাঁদায়ে কাঁদিয়া।
জীবন নিত্য-ক্ষণিক-স্বপন
.                অনন্ত কাল বয় তো,
এক কোণে এক কালেতে বপন
.                করিবার ধন নয় তো!
এক মধুনিশা একটী জীবন
অনন্ত মাঝে দুইই একক্ষণ ;
কোটী বঁধু সেও একজন প্রেম-
.                        ময় তো!
যাহা ফেলে যায় বহে চলে যায়
.                তারেই জীবন কয়তো!
ভুবনে ভুবনে জীবনে জীবনে
.                বাজিছে প্রেমের বাঁশী যে
চলিবার টানে তাই প্রাণে-প্রাণে
.                বাঁধিছে মোহের ফাঁসি যে!
তাই যৌবন লীলা অনন্ত
নিখিল বিশ্বে চির বসন্ত,
চাই নিশিদিন অনাহত বীণ
.                        বাজিছে!
কভু প্রেমঘোর কভু আঁখিলোর
.                নয়নে নয়নে সাজিছে!
ক্ষণিকেরই তরে নাও যারে চাও---
.                মোহের স্বপনে ভুলায়ে,
আপনাক মালা তার গলে দাও
.                তার মালা নাও দুলায়ে!
ফুল যাবে ঝরে রবে শুধু ডোর
চুম্বনস্মৃতি-ভরা-আঁখিলোর
পরিমল-ব্যথা রবে কিছু ওর
.                        কুলায়ে!
ক্ষণিকের আছে চির-আনন্দ
.                অসীম জীবন গুলায়ে!

.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .    


মিলনসাগর
*
বর্ষা-স্বপন
কবি শিবরাম চক্রবর্তী
সরলা দেবী চৌধুরাণী সম্পাদিত ভারতী পত্রিকার শ্রাবণ ১৩৩৩ সংখ্যায় (আগস্ট ১৯২৪)  
প্রকাশিত।

ওগো সেদিন গগন পারে---
.        পাগল মেঘে বাদল এল
.        হেথায় কাহার খোঁজ সে পেল
.                নেবে এল ধারার পথে
.                        ধরার অভিসারে!
শ্রাবণ ধারার সুরে সুরে
কোন্ সে সুদূর বঁধুর পুরে
.        পেতে কি ধন ফিলছিল মন
.                সে কোনে জনার আশে---
.                ঘন বাব্ লা বনের পাশে
.                        ভরা পাগ্ লা নদীর ধারে!
আমি হঠাৎ পেলাম তারে
আমার আঁধার কুটীর-দ্বারে
একটী চাওয়াই ঘা দিল মোর
.                        হৃদয়-তন্ত্রীটারে!
.        ও তোর বিজলী-চমক্ চাওয়া
.        সাথে বর্ষা মেঘের হাওয়া
.                        মেঘকালো তার চুলে
.        কোমল বাদল হাওয়া দুলে---
.        তার ঐ বর্ষা বেশের রূপে
.        কখন হারিয়ে গেলা চুপে
.                কথা হয়নি কিছুই ভুলে!
.        দেখি শূন্য ঘরের কাছে
.        শুধু দাগ্ টী পায়ের আছে!
.        ও সেই সিক্ত পায়ের ছাপে---
.        বৃথাই পারণ আমার কাঁপে!
.        কখন্ মিলিয়ে গেছে সে যে
.                        ঘন শ্রাবণ প্লাবন ধারে!

.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .    


মিলনসাগর