কবি শিবরাম চক্রবর্তীর কবিতা
*
প্রেম---?
কবি শিবরাম চক্রবর্তী
সরলা দেবী চৌধুরাণী সম্পাদিত ভারতী পত্রিকার ভাদ্র ১৩৩৩ সংখ্যায় (সেপ্টেম্বর ১৯২৬)  
প্রকাশিত।

প্রেম সে চিরদিনের,---কেঁদে বলছে তারা,
পায় না কোথাও, কেবল খুঁজে চল্ চে তারা!
বল্ চে তারা,--- “দুটি হৃদয় মিল্ লে পরে---
রইবে প্রেমে বাঁধা যুগে যুগান্তরে।”
কিন্তু পথে দিনের আলোয় দেখি
তাদের চলা, ---সত্য সে প্রেম তার চেয়ে কি?
চল্ চে তারা ছাড়িয়ে চলে হারিয়ে চলে,
প্রেমের বাধায় রয় না বাঁধা কুটীর-তলে?
এক ফাগুণে, একটি দিনে, একটি চাওয়ায়,
প্রেম যে ফুরায় মিলন হারায় একটু পাওয়ায়!
সে প্রেম তবি সত্য কি নয়? বুকের কোলে
কাঁটার মত ব্যাথার সুরে বাজল ব’লে?
ক্ষণের মিলন তাতেই তারা দুঃখী-সুখী---
আড়াল হ’লে হয় নাকো আর মুখোমুখী,
মেলেনা আর এই জীবনে এই ভূবনে
কোনোদিনে এই অসীমের কোনও কোণে!
বল্ চে তারা,---“ প্রেম যদি যায় একটু ক্ষণে,
চিরদিনের নয় যা কী তা এই জীবনে!”
জীবনেরই সৃষ্টি তো প্রেম, মনেরই বশ?
জীবন তো মন তাই থাকে না চির দিবস!
দিনের আলো---তাও ক্ষণিকের, রাত্রি আসে,---
তবু তারা দিবসকে চায়---ভালোবাসে!
পূর্ণিমা রাত যায় ফুরিয়ে একটি রাতেই---
তার ক্ষণিকের প্রেমে তারা মুগ্ধ তাতেই!
একটি যেন দীর্ঘ-নিশাস দখিন হাওয়া
কারেও তো চায়---তার ক্ষণিকের আসাযাওয়া?
নদী যে সে নিরুদ্দেশে কেবল বহে,---
সত্য এরা সবাই---কেহ মিথ্যা নহে!
তবে কেন মিথ্যা হবেই অবশেষে
একটু-ক্ষণের-প্রেমের পথিক সঙ্গী যে সে?
যদিও তারে “ভালোবাসি” হয়না বলা,
বারেবারেই অশ্রুধারেই হারিয়ে চলা!
দিনের আলো নিব্ ল বটে আজকে রাতে,---
তাকেই আবার ফিরে যে পাই কাল প্রভাতে?
প্রেম তো কভু হারায় নাকো রয় যে জাগি
অনাগত আরেক-প্রিয়ের মিলন মাগি!
হারিয়ে যারা গেছে তাদের নতুন ভাবে
নতুন বঁধুর মাঝে আবার ফিরে পাবে।
যায়নি তারা লুকিয়ে আছে গোপন-আশায়
তোমার প্রাণে, গানে. তোমার ভালোবাসায়।
মিলবে যবে বঁধুর সাথে মুখোমুখী---
তোমার ও তার চোখে তারাই মারবে উঁকি।
একই বন্ধু---মিলন মাগে ক্ষণে ক্ষণে
নব নব সুন্দরেরই আলিঙ্গনে . . .।
রইবে তবু অস্রু, হাসি, আঁধার-ছলা,
কাছে-পাওয়া, হারিয়ে-যাওয়া, ছাড়িয়ে-চলা।---
প্রেম ও চলা একই---চির-চলার ত্বরায়,
প্রেমও চলে প্রেমিক চলে বসুন্ধরায়।

.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .  


মিলনসাগর
*
রবির প্রসাদ মোরা---রবি হতে আমাদের প্রাণ
কবি শিবরাম চক্রবর্তী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে লেখা কবিতা। রায়বাহাদুর জলধর সেন সম্পাদিত
“ভারতবর্ষ” পত্রিকার ফাল্গুন ১৩৪৪ সংখ্যায় (ফেব্রুয়ারি ১৯৩৮) প্রকাশিত।

রবির প্রসাদ মোরা---রবি হতে আমাদের প্রাণ
মোদের অন্তর মথি’ জন্ম তব ; তোমার উত্থান
আমাদের পঙ্ক হতে---তুমি আমাদের কাছাকাছি ;
রবিরে মোদের চাই, তোমারে আমরা ভালোবাসি।

.                   ****************        
.                                                                                   
সূচীতে . . .  


মিলনসাগর