কবি শিবশম্ভু পাল - একালের একজন বিশিষ্ট কবি। তিনি কলকাতায় জন্ম গ্রহণ করেন।
শিক্ষকতা তাঁর পেশা।

কবি ছোট বড় সব পত্রিকায় লিখে থাকেন। দেশ পত্রিকায় লিখতে শুরু করেন ১৯৫৩ সাল থেকে।

কবি বামপন্থী আন্দোলনে যুক্ত ছিলেন। জরুরী অবস্থার সময়ে (১৯৭৫-৭৭ সাল) জ্যোতির্ময় দত্ত প্রমুখদের
সঙ্গে কবি শিবশম্ভু পালও কারাবরণ করেছিলেন।

তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ঘরে দূরে দিগন্ত রেখায়” (১৯৬৯)।


কবির জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা কৃতজ্ঞতা স্বরুপ তাঁর নাম এই
পাতায় উল্লেখ করবো।

আমরা
মিলনসাগরে  তাঁর কবিতা প্রকাশিত করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এই
প্রচেষ্টা সার্থক বলে মনে করবো।

কবি শিবশম্ভু পালের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন

.                     
উত্স:
অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয় ২, সাহিত্য আকাদেমি, ১৯৯৩,

আমাদের ই-মেল
- srimilansengupta@yahoo.co.in      


এই পাতার প্রথম প্রকাশ - ২২.৭.২০১২

...