কবি ষোড়শীবালা দাসীর কবিতা
*
নিশীথে পাপিয়া
(আংশিক)
কবি ষোড়শীবালা দাসী

হাসে চাঁদ হাসে ধরা,                সকলি হাসিতে ভরা,
হাসে অই নিরমল সরসী-জীবন।
হরিত পত্রের কোলে,                ফল ফুল হেসে দোলে,
হাসে অই মনোরম শ্যাম তরুগণ!
মৃদুল বাতাস হাসে, হাসে লতাগণ।
লতার ললিত অঙ্গে,                মুকুলেরা কত রঙ্গে,
হেলে দুলে হাসে কিবা নয়ন রঞ্জন।

*        *         *

যে জন গড়েছে এই সিন্দর ভূবন,
এই চাঁদ মনোহর,                এ সুস্নিগ্ধ শশিকর,
এই যে তারকামালা হীরক মতন,
ইহাদের যেই জন,                করেছেন বিতরণ,
এ হাসি, আমিত তাঁরি হাতের গঠন ;
কেননা হাসিব তবে ইহারা হাসিলে?
কেননা এদের সনে,                মিশাইব এ জীবনে,
কেন না নাচিব আমি মৃদুল অনিলে?

.        *************************        
.                                                                                               
সূচিতে . . .      



মিলনসাগর