কবি রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুরের গান যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে। |
ভূপখাম্বাজ ---চৌতাল (বঙ্গীয় রাজভক্তি) প্রকৃতি তোমায় রাণি, দিবসে আরতি করে, জ্বালিয়ে তপন-দীপ হীরকের থালোপরে | (সমবেত গীত) জয় জয়, জয় জয়, রাজরাজেশ্বরীর জয়, আজি রে বঙ্গরাজ্যে অতুল আনন্দময় | (বঙ্গীয় রাজভক্তি) নিশাতে গগন-থালে, কোটি কোটি দীপ জ্বেলে, আবার আরতি করে, তোমার মঙ্গল তরে | (সমবেত ধুয়া) (বঙ্গীয় রাজভক্তি) এ বঙ্গের ঘরে ঘরে, তোমার আরতি করে, গাইয়ে তোমার গুণ সকলে হরষ ভরে | (সমবেত ধুয়া) (বঙ্গীয় রাজভক্তি) আজি সুখ মহোত্সব, হইতেছে শঙ্খ-বর, অতুল হৃদয়োচ্ছাস, হৃদয়ে নাহিকো ধরে | (বঙ্গীয় রাজভক্তি) রাজরাজেশ্বরী তুমি, তব অনুগতা আমি, সাদরে আরতি করি এ হেতু আজি তোমারে | (সমবেত ধুয়া) (বঙ্গীয় রাজভক্তি) চিরকাল সুখে থাকো, প্রজাগণে সুখে রাখো ; বঙ্গীয় রাজভক্তি তোমারে ভক্তি করে | (পূর্ণ সমবেত গীত) জয় জয়, জয় জয়, রাজরাজেশ্বরীর জয়, আজি রে বঙ্গরাজ্যে অতুল আনন্দময় || . **************** উপরে মিলনসাগর |
|
বাগেশ্রী --- আড়াঠেকা রানিরে তারোহে, চিরায়ু করহে ঈশ্বর | করোহে জয়িনী, মহিমাশালিনী, সবার পালিনী হে ঈশ্বর | কলহ থামুক জ্ঞানাদি বাড়ুক, শান্তি বিরাজুক, আশিসো নাথ | দেহো দয়া করি, ভিক্টোরিয়া-পরি কুশলমান | কৃষি রাজগণ, জাতি সাধারণ, মানুক শাসন, ঘুষুক নাম | সদা নিজ করে রক্ষা করো তাঁরে, অধীশ্বর | পুরব পশ্চিম গা'ক হয়ে সম--- "রাখো রানি --- প্রাণ, হে ঈশ্বর" || . **************** উপরে মিলনসাগর |
ভারতেশ্বরীর কল্যাণ গান (১৮৯৭ সালের ভারতেশ্বরীর হীরক জুবিলি উপলক্ষে) রানিরে তারোহে, চিরায়ু করহে, ভো ভগবান | করো হে জয়িনী, মহিমাশালিনী, সবার পালিনী ভো ভগবান || (যুদ্ধ বা শান্তি সময়ে মহারানির সৈন্যগণের কল্যাণার্থ গেয় |) জগদীশ, উরো, অরি করো দূর, বধিয়ে প্রাণ | সুখী করো বীর, যুঝে রানি তরে, আমা সবাকারে, করো হে ত্রাণ || (বিপ্লবে গেয়) জগদীশ উরো, অরি করো দূর, বধিয়ে প্রাণ | রাজদ্রোহে শাসো, রিপুচক্র নাশো, হে রাজ রাজেশ, শকতিমন || দেহ দয়া করি, ভিক্টোরিয়া পরি, কুশলমান | নব নব মুখ, সুখিনী করুক, সকলে ঘুষুক রানির নাম || হে সুখ সাগর, করুণা আকর, দীন প্রাণ | সুতামাত্য সহ, রানির করহ, মঙ্গল বিধান || ভো ভগবান || . **************** উপরে মিলনসাগর |
বিভাসখাড়ব --- মধ্যমান বিশাল তড়াগনীরে শোভে যথা কমলিনী | অয়ি মাতঃ ভিক্টোরিয়ে, য়ুরুপে তুমি তেমনি | রত্নকারে রমা যথা, অথবা বিজলি লতা জলদে যেমতি, তথা ইংলণ্ডে তুমি গো রানি | নীলনভে শশীমতো, মহাবংশে উদ্ভূত হয়েছ, জননী তুমি, সেই সেতু তোমার, পুরব পুরুষগণ, ঘুরিয়া তোমার পুনঃ কীর্তিরাজি বরণিব পুরিত যাহে ধরনি || . **************** উপরে মিলনসাগর |