১৯০৫ সালে প্রকাশিত "বাঙালীর গান" সংকলনে গ্রন্থের সম্পাদক দুর্গাদাস লাহিড়ি লিখেছেন যে সংগীত-
শাস্ত্রের আলোচনা করাই রাজা শৌরীন্দ্রমোহনের জীবনের মুখ্য ব্রত ছিল |  রাজার অন্যান্য গ্রন্থের মধ্যে
রয়েছে সেতার শিক্ষার উপর গ্রন্থ "যন্ত্রক্ষেত্রদীপিকা", মণি মাণিক্যর উপর একটি বৈজ্ঞানিক আলোচনার গ্রন্থ
"মণিমালা" (রত্নবিজ্ঞান গ্রন্থ), তাঁরই পূর্বপুরুষ, রাজা লক্ষ্মণ সেনের প্রধান মন্ত্রী হলায়ুধ ভট্টর সংস্কৃত ভাষায়
রচিত "কবি রহস্যম" গ্রন্থের টিকা সহ একটি প্রবন্ধ, প্রভৃতি |

আমরা মহারাণি ভিক্টোরিয়ার প্রতি তাঁর রাজভক্তির নিদর্শন হিসেবে কয়েকটি গান এখানে তুলে দিচ্ছি |


উত্স :  দুর্গাদাস লাহিড়ি, বাঙালীর গান ১৯০৫  

আমাদের যোগাযোগের ঠিকানা :-   
মিলনসাগর       
srimilansengupta@yahoo.co.in      
.
মহামান্য মহিমার্ণব শ্রীলশ্রীযুক্ত সার্ রিচার্ড টেম্পল,
.      বার্ট, কো, সি, এস্, আই, বঙ্গদেশের লেপ্টনেন্ট
.               গবর্ণর বাহাদুর মহোদয় মহামহিমাস্পদেষু |


মহাত্মন্ !
পৃথিবীর সৃষ্টিকাল হইতে ভারতবর্ষীয় রাজমুকুট যিনি যিনি ধারণ করিয়াছেন, তন্মধ্যে কি
সূর্য্যবংশীয়, কি চন্দ্রবংশীয় রাজগণ,
.কি পাঠান, কি মোগল অধিপতিগণ, সকলেই "সম্রাট" এই
উপাধি ধারণ করিয়া গিয়াছেন | ভরতবর্ষীয় প্রজাগণ চিরকালই সম্রাটের অধীনেই প্রতিপালিত |
পূণ্যবলে ভারতে সেই পূর্ণশশিরূপ সম্রাটের উদয় হইল | পূর্ণিমাচন্দ্রোদয়ে সাগর যেমন
উচ্ছলিত হয়, তেমনি মহারাজরাজেশ্বরী ভিক্টোরিয়া এত দিনের পর ভারতে "সম্রাট" এই
উপাধি ধারণ করাতে ভারতীয় প্রজাগণের হৃদয়সাগর আনন্দে উচ্ছ্বসিত ও তরঙ্গিত হইতেছে,
সুতরাং আমারও ক্ষুদ্র হৃদয় স্বভাবসুলভ আহ্লাদে উচ্ছ্বলিত হওয়ায় তাহার তরঙ্গ হইতে
দুইটী বিম্বরূপ দুইখানি সঙ্গীত-গ্রন্থ উত্থিত হইল ; ইহার প্রথমখানি "ইংলণ্ডমৃগেন্দ্র" ও
অপরখানি "ভারতকরীন্দ্র" | হে মহোদয়! এই দুইটিকে হিন্দু-সঙ্গীতরূপ কুসুম-দামে সুশোভিত
করিয়া আপনাকে সেই মহারাজরাজেশ্বরীর
.বাঙ্গালার প্রতিনিধি জানিয়া এই মহোত্সব
উপলক্ষে আমার ক্ষুদ্র রাজভক্তির উপহারস্বরূপ আপনার অনুমতি অনুসারে আপনার নামে
উত্সর্গ করিলাম |
.                                                ভবদীয় বিনয়াবনত
.                                                এবং রাজানুগত প্রজা
.                                                শ্রীশৌরীন্দ্রমোহন ঠাকুর,
.                                                                মিউজিক্ ডাক্তার |
কবি রাজা শৌরীন্দ্রমোহন ঠাকুর  - কলকাতার পাথুরিয়াঘাটার জমিদার মহারাজ
যতীন্দ্রমোহন ঠাকুরের ছোট ভাই ছিলেন |

তিনি ছিলেন কবি এবং সংগীতকার | "বেঙ্গল মিউজিক স্কুল" এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন | এ ছাড়াও
তিনি লণ্ডনের রয়াল এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন |


ব্রিটিশ সরকার ও মহারাণি ভিক্টোরিয়ার প্রতি তাঁর রাজভক্তির পরিচয় আমরা পাই ১৮৭৭ সালে, ব্রিটেনের
মহারাণি ভিক্টোরিয়ার
"Empress of Inda" উপাধি গ্রহণ করার কালে, তাঁর প্রকাশিত "ভিক্টোরিয়া-গীতিমালা"
গ্রন্থে |  তাঁর গ্রন্থের ভূমিকায় তিনি নিজেকে "মিউজিক ডাক্তার" বলে সম্বোধন করেছিলেন | এই গ্রন্থের
উত্সর্গের পৃষ্ঠায় তিনি লিখেছেন....