কবি শুভ বসু - এর আসল নাম রামচন্দ্র বসু। তিনি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে ( এ.সি. কলেজে )
থেকে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজে থাকাকালীনই তিনি কবি অমিতাভ দাশগুপ্ত, সাহিত্যিক দেবেশ রায়
প্রমুখদের সংস্পর্শে এসে বামপন্থী রাজনীতির সঙ্গে পরিচিত হন এবং ছাত্রাবস্থা থেকেই ছাত্র-রাজনীতিতে
যুক্ত হয়ে পড়েন। ষাটের দশকের মধ্যভাগ থেকে তিনি জড়িয়ে পড়েন বাম ছাত্র সংঘটন ছাত্র ফেডারেশনের
উত্তাল রাজনৈতিক আন্দোলনে। তিনি বাংলা সাহিত্যের অধ্যাপনাকেই পেশা হিসেবে বেছে নেন।
কবি চার দশকের বেশী সময় ধরে “পরিচয়” পত্রিকার পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রকাশিত
কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে "রাত যায় পূবে”, “বিষ প্রহর”, “স্বপ্নে ও বিভ্রমে”, “নশ্বরতাকে দুয়ো দিই”, “জীবনের
কাছে নিরুপায়”, “স্ব-নির্বাচিত কাব্য-সমগ্র” প্রভৃতি।
২৬ মে ২০১৪ তারিখে তিনি কলকাতায় তাঁর বাগুইআটির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজীবন
নিভৃতে প্রচারের বিপরীত স্রোতে তিনি সাহিত্য-সাধনায় নিমগ্ন ছিলেন।
আমরা মিলনসাগরে কবি শুভ বসুর কবিতা তুলে আনন্দিত।
কবি শুভ বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - গণশক্তি পত্রিকা, ৩১শে মে ২০১৪ সংখ্যা ।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ৯.৬.২০১৪
...