আমাকে নামিয়ে দাও এখানে, বিকেলে আমাকে নিও না আর অনির্দিষ্ট উত্তাল উজানে, সমুদ্র কাছেই হবে, কিছু দূর গেলে এমনি আঁকড়ে ধরবে তরঙ্গে-কল্লোলে-গানে, আমি তার থেকে মুক্তি পাব না কখনো ; তার চেয়ে এখানে নামিয়ে দাও, এই নদী বহুক চিরটা কাল ধমনীতে। শোনো,--- অসীম থাকনা দূরে, নাগালের অনেক বাইরে। নদীর এ স্বচ্ছ প্রেম, মানুষের অনুভব ছুঁয়ে ছেনে প্রবাহিত ; তবু, তবু হায়--- নিজেকে সে টেনে অকূল সমুদ্র চায়। দুই তীরে এত পেয়ে,--- এত দিয়ে ভরে নি অন্তর ; সীমা নয় অসীমেই মিলতে উত্সুক! আমি ঠিক বিপরীত তার, পথ নয়, তাই ঘর উপাস্য আমার, প্লেটনিক প্রেম নয়, বাস্তবতা মেনেছি যে সুখ!
আদিতেই আছো তুমি শুদ্ধসত্ত্ব বসু (বিদ্যাসাগরকে উত্সর্গ করা কবিতা)
আদিতেই আছো তুমি, আছো তুমি অন্তিমে অপার ধরতে গেলে জীবনের প্রতিপর্বে, হাতে খড়ি থেকে অ, আ, ক, খ, কর, খল, ঘট, পট, ----এক পাশে রেখে জল পড়ে, পাতা নড়ে----- মন্ত্রগুলি কানে এলে আর কি এক রহস্য বাজে প্রকৃতিকে দেখা ও শোনার ! আমরা মুখোশ পরে সারাক্ষণ থাকি মুখ ঢেকে শুষ্ক কন্ঠে নিজেদের প্রতাপ জানাতে ডেকে হেঁকে গলাবাজি করতেই ধরা পড়ে কি ধাতু আমার ! একান্ড ঘটতে থাকে যখনই তোমার কাছে আসি বিশ্বের দর্পণ তুমি, তোমার ও চোখের দৃষ্টিতে তাবৎ মানুষ দেখি ধরা পড়ে মুহূর্তে চকিতে প্রতিফলিতেরা শুধু নত মুখে প্রচন্ড বিশ্বাসী----- আমরা যে কত ছোট ---- সাগরের দরাজ আর্শিতে বুঝে নিই | অন্ততঃ এ জন্যে তাই জানাই প্রণাম !