কবি শুদ্ধসত্ত্ব বসু - জন্মগ্রহণ করেন কলকাতায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ.
পাশ করেন।
তিনি রাজনৈতিক কর্মের জন্য কিছুকাল কলকাতার প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন রাজবন্দী হিসেবে।
প্রথমে তিনি ভারতীয় রেল-এ চাকরি নেন এবং পরে বিভিন্ন কলেজে অধ্যাপনা ও অধ্যক্ষতা করেন।
তিনি “ত্রৈমাসিক একক” পত্রিকাটি সম্পাদনা করতেন। তাঁর উপন্যাসের মধ্যে রয়েছে “পুষ্পলাবী”, “অচেনা”
প্রভৃতি। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে “আধুনিক বাংলা কাব্যের গতি প্রকৃতি”, “রবীন্দ্র কাব্যের
গোধূলী পর্যায়” প্রভৃতি।
তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “কয়েকটি সনেট”, “আজন্ম”, “ঘুমভাঙার গান” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি শুদ্ধসত্ত্ব বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
উত্স - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয়, দ্বিতীয় খণ্ড
কবি শুদ্ধসত্ত্ব বসু-র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৬০৬.২০১৩
...