কবি শ্বেতা চক্রবর্তী
- জন্মগ্রহণ করেন কলকাতায়। তাঁর শিক্ষাগত যোগ্যতা এম.এ., পি.এচডি.। তাঁর
পেশা শিক্ষকতা।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “স্নান”, “ধারা সরস্বতী”, “মর্মরিত রাত্রি তখন কথকতা”, “সুধা
পারানি”, “শ্রেষ্ঠ কবিতা” প্রভৃতি।
কবি কৃত্তিবাস পুরস্কারে ভূষিত হয়েছেন।
আমরা
মিলনসাগরে
কবি শ্বেতা চক্রবর্তীর কবিতা তুলে আনন্দিত।
উত্স
-
নমিতা চৌধুরী
ও
অনিন্দিতা বসু সান্যাল
সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতা সংকলন
. দামিনী ১৪০০ - ২০০০।
. দেশ-এর কবিতা ১৯৮৩ - ২০০৭।
কবি
শ্বেতা চক্রবর্তী
র মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন
।
আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২২.০৬.২০১৩
...