কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মান্না দে
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা
বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধুই সারাবেলা
ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
কবে আর আসবে সময় বাসবে ভাল ভাসবে ময়ূরপঙ্খী ভেলা
কি অত বিচার করা অবিচারের ভয় করে যে কি অত হিসাব করা
বেহিসাবের ভুল ধরে যে এখনো ডুব না দিলে
করবে সিনান হয়গো কবে, গাগরী ভরার বেলা অবহেলায় সাংগ হবে
মনেরই সোনা যে হয়আনমনাগো দিন গোনাতে মাটির ঢেলা ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মানবেন্দ্র মুখোপাধ্যায়
আমি এত যে তোমায় ভালবেসেছি ,
তবু মনে হয় এ যেন গো কিছু নয়,
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয় ||
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ওই,
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোঁটে ওই ,
তারা এই অভিমান বোঝে না আমার,
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় |
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয় ||
তুমি তো জান না ওগো তোমার প্রণের ওই সুরের কাছে,
আমার গানের বাণী আহত পাখীর মত লুটায়ে আছে |
তবু এ মাধবীরাতে আমায় যে মালা তুমি পরালে,
যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন ভরালে,
তারা এ দীনতাটুকু দেখে না আমার, বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয় ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মানবেন্দ্র মুখোপাধ্যায়
আমার হৃদয় নিয়ে আর কতকাল বল কাছে এসে দূরে দূরে থাকবে,
মনের সুরভীটুকু মনেই লুকায়ে রাখবে ||
চম্পকবনে শোন বাতাসেরা কি যেন কয়ে যায়,
এমন প্রহরগুলি অকারণে কেন বয়ে যায়,
লগ্ন ফুরালে তুমি কারে আর কাছে বল ডাকবে, মনের সুরভীটুকু---
তখন হয়ত আমি হারায়ে গিয়েছি কোন সুদূরে
হয়তো কাজল মেঘ ছড়ায়ে ওই রয়েছে আকাশ জুড়ে |
দু’জনার মন যদি দু’জনারে কাছে পেতে চায়,
রাত্রি নামেই যদি নামুক না কি বা আসে যায় ||
মনের একটি কথা কত আর তুমি ঢেকে রাখবে, মনের সুরভীটুকু---
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মানবেন্দ্র মুখোপাধ্যায়
ছায়াছবি - মায়ামৃগ
ক্ষতি কি না হয় আজ পড়বে, মেটেরিয়া মেডিকার কাব্য
নয়তো বা ফার্মাকলজিটাই নিয়ে আজ লেকচারে নামব, লেকচারে নামব ||
তারপর দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে,
ষ্টেথিসস্কোপ লাগিয়ে সিম্ টম্ লিখবে
ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমত কানে সুখশ্রাব্য |
নয়তো বা ---- লেকচারে নামব |
হয়তো বা আউট ডোরে এমনি ডিউটিটা কোনও দিন পড়বেই
প্রেসক্রিপশন মতো হয়তো মিকশ্চার গুলো সার্ভ করবে
আউটডোরে এমনি ডিউটিটা পরবে,
প্রেসক্রিপশন মত মিকশ্চার সার্ভ করবে
সবদিকে আগে দেখে তবে তো ডিগ্রী দেবার কথা ভাববে,
নয়তো লেকচারে নামব ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মানবেন্দ্র মুখোপাধ্যায়
কতো আশা নিয়ে তুমি এসেছিলে
কত ভালবাসা নিয়ে তোমারই হলাম
কেন পেয়ে তবু হারাতে হোলো
সাথে যেতে যেতে পিছে রয়ে গেলাম
দুটি চোখ ভরানো সোনার স্বপন
পাখী গানে ভেসে গেলো ভাগ্য এমন
শুধু পথটি জানে কি সেই অপরাধে
তুমি থকতে আমি একা হয়ে গেলাম
আজি বুকে করে ঝরামালা তোমার
ভাবি কোন দিনও দেখা হবে কি আর
তুমি বোঝো নি কি অসহায় ব্যথা
অবসাদ ঘিরে রয়েছে যে আমার
কিছু ভুল বুঝে ফিরে দেকলে না গো
আমি সারাজীবন ব্যথা সয়ে গেলাম
কেন পেয়ে তবু হারাতে হোলো
সাথে যেতে যেতে পিছে---- কতো আশা নিয়ে তুমি-
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর - মান্না দে, কণ্ঠ - আশা ভোঁসলে
আমায় তুমি যে ভালবেসেছ জীবনে যে তাই দোলা লাগানো,
প্রাণের কুঁড়ির ঘুম ভাঙানো ||
দুয়ারে এসেছে মধুমাস
পিয়া দেখে ভরেছে আকাশ-------
অজানা পরশ পেয়ে পৌষে উঠেছে গেয়ে
পাতা কাঁপা সমীরণ জাগানো ||
আজ এই হারাবার আবেশে
মন জানে কার মন খুঁজে পাবে সে |
পথে পথে আলোয় ছায়ায়
বাজে সুর মধুর মায়ায় |
দু’জনার অনুরাগে এমন করেছ, আগে
এ ধরণী ছিল না গো রাঙানো ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর - মানবেন্দ্র মুখোপাধ্যায়, কণ্ঠ - ইলা বসু
প্রেম যদি মোর অভিশাপ হলো তবে
ভাঙা বাসরের ঝরা মালা লয়ে বলো গো কী আর হবে ?
তোমার মনের প্রথম মুকুল
জাগাতে কেন যে হল এত ভুল-------
মধুমিলনের মায়াজাল কেন ঘুমাল সুদূর নভে ?
আঁখি খুলে দেখি তোমার নয়নে গভীর বিষাদ ছায়া,
মাধবীবনের মধুবসন্ত ভুলে গেছে মধুমায়া |
সবই আছে তবু কী যেন নাই
বারে বারে শুধু মনে হয় তাই
তুমি এসেছিলে আমার ভুবনে ব্যথার লগন যবে ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর - কানু ঘোষ, কণ্ঠ - গীতা দত্ত
ওগো আমার মনের চির উদাস আন্ মনা,
সুরের মেলায় দূরের খেলায় কীসের অত ঢেউ গোনা ||
ক্লান্ত আমার পান্থ তুমি ফিরবে বলে
স্নিগ্ধ সোনার আলো ঝরে নদীর কোলে-----
খেয়ার মাঝি ওই যে ডাকে এপার থেকে যায় শোনা ||
সাঁঝের বেলায় বসে আছি শিউলি তলায় একা,
হাওয়ার ব্যথা মেলে ভাবি কখন পাব দেখা |
সন্ধ্যাতারার মুগ্ধ আঁখি আকাশপারে
অন্ধকারে উঠলো জ্বলে সারে সারে ------
তোমার ঘরের প্রদীপ হয়ে আমিও কি জ্বলবো না ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - জগন্ময় মিত্র
অন্তবিহীন নহে তো অন্ধকার ---
কঠিন আঘাতে ভাঙিবে বন্ধ দ্বার ||
সাধন সূর্য রাঙায়ে পূর্বাচলে
জীবন জাগায়ে মুক্তির শতদলে
বিশ্বে বিলাবে আকুল গন্ধভার ||
প্রলয় ভেরীতে করে গেছে আহ্বান
জীবনে বেজেছে মানবেরই জয়গান |
সংশয় ভরে মিথ্যা থেকো না সরি’
বৃথা সংকোচে আপনারে হীন করি’---
মিলিত শক্তি ঘুচাবে দ্বন্দ্ব তার ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
কথা - শ্যামল গুপ্ত
সুর - অনল চট্টোপাধ্যায়, কণ্ঠ - পিন্টু ভট্টাচার্য
জানি পৃথিবী আমায় যাবে ভুলে,
এত সাধ আশা এত ভালবাসা হারালে জীবন নদীকূলে ||
তবু যা পেয়েছি স্নেহ মায়া তারই
কি করে আমি তা ভুলে যেতে পারি-------
মনেরই মাধুরী মিশায়ে স্মৃতিটি ঢেকে যাব ফুলে ফুলে ||
আমার চোখেরই আলো যেন তারা হয়ে জ্বলে,
হাওয়ায় নিঃশ্বাস আমার সেদিন ‘আমি নেই’ যেন না বলে |
আকাশে আমারই হৃদয়ের লেখা
রঙেরই তুলিতে যেন টানে রেখা-----
সাগরে আমারই রাগিনী দোলে গো সুরে সুরে ঢেউ তুলে ||
. ************************
. সূচিতে . . .
মিলনসাগর
অনেক গান আমরা খুব একটা নির্ভরযোগ্য সূত্র থেকে যোগাড় করতে পারি নি। তাই অনেক ভুল-
ত্রুটি থাকতে পারে। এমন কি সব গানই এই গীতিকারের, তাও জোর দিয়ে বলা যাচ্ছে না। তবুও যাঁরা
গানের কথা খুজছেন তাঁদের কথা ভেবে গানগুলি তোলা হোলো। তেমন কিছু দেখতে পেলে আমাদের
জানাবেন, সঠিক সূত্র উল্লেখ করে। আমরা শুধরে নেবো।