কবি শ্যামল গুপ্তর গান ও কবিতা
*
নতূন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামে
কথা - শ্যামল গুপ্ত
সুর - মৃণাল বন্দ্যোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

নতূন গানের রঙিন খামে পাঠিয়ে দিলাম তোমার নামে
আজকে নিমন্ত্রণ ও আমার বন্ধু চিরন্তন  |
ভালবাসার সাজি আমার স্মৃতির ফুলে ভরুক আবার
তোমার প্রেমের পরশ যে চায় আমার পরম শুভক্ষণ
হাতে করে নাইবা কিছুই আনলে তুমি আর
দুচোখ ভরা খুশি তোমার সেইতো উপহার
প্রীতির ডোরে বাধবে যখন আনন্দে আজ ভরবে ভুবন
তাই “স্বাগত” লিখলো কথা সুরের আলিঙ্কন  ||

.       ************************     
.                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
নানা দেশ ঘুরে যেখানেই গান গেয়েছি
কথা - শ্যামল গুপ্ত
সুর - মৃণাল বন্দ্যোপাধ্যায়, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

নানা দেশ ঘুরে যেখানেই গান গেয়েছি
আমি দেখতে তোমায় পেয়েছি
দেখতে পেয়েছি সেই দুটি চোখ প্রথম সারির ভিড়ে
গানের পাখীকে ডাকে সে প্রাণের নীড়ে
তোমার মনের সুরভি দিয়েই আমার এ মন ছেয়েছি
জানিনা ঠিকানা আমি জানিনা তোমার নাম তাই গান গেয়ে শেষ
অনুরোধ জানালাম, সেদিন গানের সভা থেকে আর কোন ডাক
আসবে না, অচেনার মত হয়ে যাবে সব চেনা
শুধু সামনে দাঁড়িয়ে একবার যেমন দেখতে চেয়েছি  |

.               ************************     
.                                                                                
সূচিতে . . .    




মিলনসাগর
*
অসময়ে নেমে বরষা দিয়েছে আমার মুখ রেখে
কথা - শ্যামল গুপ্ত
সুর- অজয় দাস, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

অসময়ে নেমে বরষা দিয়েছে আমার মুখ রেখে
না হলে সবাই আড়ালে হাসতে আসেনি দেখে
ওরা পারেনা সইতে সইতে পারেনা আমাকে
সইতে তোমার ভালবাসাকে
লুটালে ধুলায় গরব খুশী ওরা হবে সব থেকে |
যাকে কেউ কখনো না কখনো কোন দিন ভালবাসেনি
এখনও তো চোখে আসেনি  | তবে কিসেরই কারণ কে জানে
আমারি বেলা যে দীর্ঘশ্বাস ওদের ফেলা যে
কেনবা লুকিয়ে আমি যা পেলাম রাখবো তা ঢেকে |

.               ************************     
.                                                                             
সূচিতে . . .    




মিলনসাগর
*
সবার চেয়ে দামি জানি যা পেয়েছি আমি
কথা - শ্যামল গুপ্ত
সুর-মান্না দে, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

সবার চেয়ে দামি জানি যা পেয়েছি আমি
আমার এই ছোট্ট ঘরে অনেক ভালবাসা
ছোট্ট মাটির টবে নানান ফুল ফোটানোর আশা
তাকে যত্ন করে বুকে রাখি ধরে
বারান্দা এক চিলতে আমার দু’পা হেটেই শেষ
তাও ভালই লাগে বেশ সেখানে সোনালী রোদ ঝরে
রূপালী জোছনা হেসে লুটিয়ে পড়ে তাকে যত্ন করে বুকে রাখি ধরে
এলে আর দিইনি যেতে বসন্তকে
রেখেছি লুকিয়ে তাকে মনে মনে চোখে চোখে
ছোট্ট আমার পিদিমটাকে যে বাড়ায় আলোর হাত
যখন নামে আধার রাত, দেখি সে জড়িয়ে সোহাগ ভোরে
রাতকে দেয় মিলিয়ে নতুন ভোরে, তাকে যত্ন করে বুকে রাখি ধরে ||

.               ************************     
.                                                                            
সূচিতে . . .    




মিলনসাগর
*
আমার ভষ্ম ছড়িয়ে দিওনা বিন্ধ্য বা হিমাচলে
কথা - শ্যামল গুপ্ত
সুর-ভূপেন হাজারিকা, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

আমার ভষ্ম ছড়িয়ে দিওনা বিন্ধ্য বা হিমাচলে
ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা উদার বনাঞ্চলে
অথবা সাগর জলে নীল সাগরের জলে
যে পথে মানুষ যায় পায়ে হেঁটে ঘড়ে ফিরে আসে সারাদিন খেটে
আমার ভষ্ম ধুলো হয়ে থাকা তাদের চরণ তলে
এক মুঠো রোদ ছুড়ে দিয়ে বলি কখনো লুকায় মেঘে
তেমনই আমার এই কটি গান ঘুমাক নিমেষে জেগে
বুক ভরা যত আশা ভালবাসা দিল যত সুর যতটুকু ভাষা
যাদের প্রেরণা ছিল তার পিছে আমিও তাদেরই দলে  |

.               ************************     
.                                                                            
সূচিতে . . .    




মিলনসাগর
*
একটি ছোট্ট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার
কথা - শ্যামল গুপ্ত
সুর-মান্না দে, কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

একটি ছোট্ট দ্বীপ সমুদ্রে ঘেরা চারিধার
যেখানে শব্দ শুধু অশান্ত ঝড়ের হাতিয়ার
যেমন চায় না হতে কোন দিনও আমার এমন
জীবনকে ভালবেসে গান হোক আমার জীবন
যেখানে স্তব্ধ হয়ে বনকে ভাষায় ফুলের মিছিল
আলো আর মেঘ নিয়ে রঙ বদলায় আকাশের নীল
আসলকে বেছে নিক সেখানে আমার দুনয়ন
যেখানে স্বপ্ন সাধ ভেঙে ভেঙে যায় না সেটা ব্যথায়
চলার আবেগ পথ হারায় শুধু জটিল ধাঁধায়
সেখানে আশার গীত গেয়ে যাক আমার চরণ  |

.               ************************     
.                                                                             
সূচিতে . . .    




মিলনসাগর
*
আমি তার ছলনায় ভুলবোনা
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

আমি তার ছলনায় ভুলবোনা |
কাজ নেই আর আমার ভালবেসে
চোখে জল নিয়ে  দিন গুনবো না রে সই
কাজ নেই আর আমার ভালবেসে |
পোড়া মন জ্বালাতন করে যা করুক, লোক লাজ ভয়ে টলবো না
ক্ষমা করো, বলে সাধে যে সাধুক আমি মিষ্টি কথায় গলব না  |
অজুহাত কোনো আর শুনবোনারে সই
কাজ নেই আর আমার ভালবেসে |
ভেঙে যায় যদি মন কাঁচেরই মতন, জোড়া দিলেও দাগ ঘুচবে না
কপালের যা লিখন থাকে আজীবন শত চেষ্টাতেও মুছবে না
সোজা পথ ছাড়া আর চলবোনারে সই,
কাজ নেই আর আমার ভালোবেসে  ||

.           ************************     
.                                                                              
সূচিতে . . .    




মিলনসাগর
*
চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে ?
জীবনে তোমায় য়দি পেলাম না,
শ্বেত পাথরের রাজ প্রাসাদে, থেকে আর কি হবে ?
জীবনে তোমায় যদি পেলাম না  ||
নহবৎ সানাই বাজুক, জড়োয়া অঙ্গে সাজাক,
আজ আমার ফুল ছাওয়া, চতুর্দোলা যাক্ বা না যাক্
আগুনের ফুলকি ঝরা আতস বাজির উৎসবে, কি হবে  ?
জীবনে তোমায় যদি পেলাম না
শুনি যেই শঙ্খধ্বনি চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে
মধুরাত স্বপ্ন ভরুক, আতরের গন্ধ ভরুক
আজ আমার বরণ ডালার, হাজার বাতি উজ্জ্বল করুক
সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে কি হবে------
জীবনে তোমায় যদি পেলাম না |

.           ************************     
.                                                                                
সূচিতে . . .    




মিলনসাগর
*
ঝরা পাতা ঝরতে থাকে বলে তুমি নাও আমাকে
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - সন্ধ্যা মুখোপাধ্যায়

ঝরা পাতা ঝরতে থাকে বলে তুমি নাও আমাকে
আমাকে কেন একটি বারো ডাকলে না  ?
লতা যেমন ফুল শাখাকে, ভালোবেসে জড়িয়ে থাকে
আমার হ’য়ে তেমনি কেন থাকলে না ?
সাগর দেখার ইচ্ছে নিয়ে তোমার নদী উতল হোলো
হায়রে তবু ভুল ঠিকানায় বালুর চরে মুখ লুকালো
সে ও তো যদি বৃষ্টি পেতো, ফল্গু হয়ে বয়ে যেতো
আমায় কেন তোমার কাছে রাখলে না  ?
চাঁপাকলি যেমন ডাকে, চৈতী রাতের ঐ হাওয়াতে
আমায় কেন একট বারও ডাকলে না
রাতের আঁধারে ঘিরলো তোমার
সঙ্গীহারা আকাশটাকে
লক্ষ তারা যতই জ্বলুক দুঃক তবু তার কি ঢাকে ?
চাঁদকে যদি পেতো বুকে তবেই সে রাত জাগতো সুখে
কেন আমায় সোহাগ রেণু মাখালে না ?
ঝিনুক যেমন মুক্তোটাকে বুকে করে ধরে রাখে
আমায় কেন তোমায় ক’রে রাখলে না

.           ************************     
.                                                                             
সূচিতে . . .    




মিলনসাগর
*
আমি নিরালায় বসে
কথা - শ্যামল গুপ্ত
সুর ও কণ্ঠ - মান্না দে
এই গানটি আমাদেরই ভুলবশত, গৌরীপ্রসন্ন মজুমদারের রচনা হিসেবে তাঁর
গানের পাতায় তোলা ছিল। আমরা কৃতজ্ঞ শ্রীমতী শ্রুতি গুপ্তর কাছে জিনি আমাদের এই
ভ্রম সংশোধন করে চিঠি দিয়েছেন। তাঁর ইমেল -
mail2shrutigupta@gmail.com     


আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ বীণ।
একি বেদনার মত বেঁধেছি আবার হারান দিন।
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন।
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকায়ে ছায়া মায়া জড়ায়।
কবে চলে গেছে সে কথা যখন ভুলেছি
ভুল করে শুধু ফুলের ফসল তুলেছি
তারার মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন॥


ই গানটি, ২০১৫ সালে প্রকাশিত, শিশির চক্রবর্তী সংকলিত "এ শুধু গানের দিন"  
সংকলনে এভাবে রয়েছে।

আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ,
এ কি বেদনার মতো বেজেছে আবার হারানো দিন।
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙা হৃদয় করেছ লীন॥
ফাগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়,
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায়।
কবে চলে গেছ সে কথা কখন ভুলেছি,
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি---
তারার মালা-না-গাঁথার খেলায় শুকালো হে উদাসীন॥

.          *************************      
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
অনেক গান আমরা খুব একটা নির্ভরযোগ্য সূত্র থেকে যোগাড় করতে পারি নি। তাই অনেক ভুল-
ত্রুটি থাকতে পারে। এমন কি সব গানই এই গীতিকারের, তাও জোর দিয়ে বলা যাচ্ছে না। তবুও যাঁরা
গানের কথা খুজছেন তাঁদের কথা ভেবে গানগুলি তোলা হোলো। তেমন কিছু দেখতে পেলে আমাদের
জানাবেন, সঠিক সূত্র উল্লেখ করে। আমরা শুধরে নেবো।