তারপর শুরু হ’ল সেই গল্প রাতের ঠোঁটে হেঁটে যাচ্ছেন চ্যাপলিন সিন্দুক থেকে ভেসে আসছে হাততালি ঘরে নাচছে ফুলদানি পাতায় পাতায় যতখানি গিয়েছিলাম ঠিক ততখানি ফিরে এসেছি সুতোয় সুতোয়
একজন গায়কের তিনটি ছেলে একজন অন্ধ একজন বোবা একজন কালা
লোকটি যখন গান করে অন্ধ ছেলেটি গানের ছবি আঁকে তখন ফেটে যায় সূর্য লোকটি যখন গান করে বোবা ছেলেটি গানের ছব্ আঁকে তখন ফেটে যায় চাঁদ লোকটি যখন গান করে কালা ছেলেটি গানের ছবি আঁকে তখন ফেটে যায় মাটি
লোকটি গানে গানে সাজিয়ে তুলছে চিতা চিতার ভেতর থেকে উঠে আসছে অন্ধ ছেলেটি চিতার ভেতর থেকে উঠে আসছে বোবা ছেলেটি চিতার ভেতর থেকে উঠে আসছে কালা ছেলেটি
অনেক অশ্লীলতার পর আমি ক্ষমা চেয়েছি গাছের কাছে শরীরকে ভুল বুঝেছি বারবার আয়নায় কুয়াশা মোছার পরও নিজেকে মনে হয় গত জন্মের খুনি খুন করে করেই আমি সাজাতে চেয়েছিলাম কবিতা
নদী কামড়ে ধরেছে পা পাতায় পাতায় ভেঙে পড়েছে ঘর বাড়ি আমার চোখে ছিল শুধু রবিবার কুয়ো ধীরে ধীরে খেয়ে ফেলেছে আমার ঘুম
আকাশের তারা ধরে শিশুটি বললো ‘মা খিদে পেয়েছে, খেতে দাও’ নদীর ভেতর থেকে শিশুটির মা বললো . ‘চুপ’ আকাশের তারা ধরে শিশুটি আবার বললো ‘মা খিদে পেয়েছে, খেতে দাও’ নদীর ভেতর থেকে শিশুটির বাবা বললো . ‘চুপ করো’ শিশুটি ধীরে ধীরে রাত হয়ে গেল