কবি শ্যামল সিংহের কবিতা
*
আড়াল
কবি শ্যামল সিংহ

রাস্তার ফুটো-ফাটা মাড়িয়ে ছুটে যাচ্ছে গাড়ি
.                                   আকাশের দিকে

অরণ্য জুড়ে বাজছে হুইস্ ল
যে কোনো জিনিসের ব্যাখ্যায় কাচ-ভাঙার শব্দ হয়
ত্রিশূলের যন্ত্রণা নিয়ে, পাতার আড়াল থেকে
.                                   তোমাকে ডাকছি

.             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঘুড়ি
কবি শ্যামল সিংহ

মেয়েটি চলে যাচ্ছে
মেয়েটির পিছে পিছে উড়ে যাচ্ছে ঘুড়ি

মেয়েটির মা ডিম ভাঙছে
মেয়েটির পিছে উড়ে যাচ্ছে ঘুড়ি

মেয়েটির বাবা ডিম ভাঙছে
মেয়েটির পিছে উড়ে যাচ্ছে ঘুড়ি

মেয়েটি চলে যাচ্ছে
মেয়েটির পিছে পিছে উড়ে যাচ্ছে মেয়েটির মা বাবা

.             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
চার্লি
কবি শ্যামল সিংহ

তারপর শুরু হ’ল সেই গল্প
রাতের ঠোঁটে হেঁটে যাচ্ছেন চ্যাপলিন
সিন্দুক থেকে ভেসে আসছে হাততালি
ঘরে নাচছে ফুলদানি
পাতায় পাতায় যতখানি গিয়েছিলাম
ঠিক ততখানি ফিরে এসেছি সুতোয় সুতোয়

.             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
কুয়াশা
কবি শ্যামল সিংহ

কুয়াশার আগে নদীর জলে পা দিয়ে
মিলিটারি আঁকছে যুদ্ধ-জাহাজ ; অস্ত্রশস্ত্র
পাতায় পাতায় কাঁপছে মাঝির ছায়া
নদীতে নৌকা ডুবে যাচ্ছে
কুয়াশার পরে হাঁসের বিয়ে     মুরগির বিয়ে

তারপর ডিম ফেটে জ্যোত্স্না
তারপর ডিম ফেটে জ্যোত্স্না

তারপর জ্যোত্স্নায় উড়ছে পতাকা

.         *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
পয়সা
কবি শ্যামল সিংহ

লোকটি আমাকে বোঝাচ্ছে পয়সার শক্ত ব্যবহার
লোকটি আমাকে বোঝাচ্ছে পয়সার নরম ব্যবহার

পয়সার একদিকে মাথা
মাথার ভেতরে উড়ছে পতাকা
পয়সার আরেক দিকে লেজ
লেজের শেষ প্রান্তে কবর

আমার ডানায় রোদ নিভে গেল
পয়সা গড়িয়ে যায় শ্মশানের দিকে

.         *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
অন্তর্জলি
কবি শ্যামল সিংহ

পাখিকে আড়াল করে
.                          লোকটি লিখছে
জুতোর শেষ প্রান্তে পড়ে আছে মাঠ
এর কোনো মানে হয় ?
এই বলে লোকটির ছেলে ছুটে গেল নদীর দিকে

গাছকে আড়াল করে
.                         লোকটি লিখছে
জুতোর শেষ প্রান্তে পড়ে আছে মাঠ
এর কোনো মানে হয়  ?
এই বলে লোকটি নিজেই ছুটে গেল নদীর দিকে

ঘরের ভেতরে লোকটির বউ
.                          নদী হয়ে যাচ্ছে

.         *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
চিড়িয়াখানা
কবি শ্যামল সিংহ

আমি পেছনে ফেলে এসেছি স্টেশন
আমার হাত ফেটে রক্ত পড়ছে
আমি পেছনে ফেলে এসেছি স্টেশন
আমার পা ফেটে রক্ত পড়ছে

শঙ্খ ভেঙে আমি অঙ্ক শিখেছি
জলের আড়ালে রাখিনি জামাকাপড়
জলের আড়ালে রাখিনি হারমোনিয়াম

আমি ঘুরিয়ে দিচ্ছি বাঘের মুখ
আমি ঘুরিয়ে দিচ্ছি সিংহের মুখ
আমি ঘুরিয়ে দিচ্ছি হাতির মুখ

শিশুদের পা থেকে উঠে আসছে রামধনু

.         *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
গানের খাতা
মায়া বসুকে
কবি শ্যামল সিংহ

একজন গায়কের তিনটি ছেলে
একজন অন্ধ
একজন বোবা
একজন কালা

লোকটি যখন গান করে   অন্ধ ছেলেটি গানের ছবি আঁকে
তখন ফেটে যায় সূর্য
লোকটি যখন গান করে   বোবা ছেলেটি গানের ছব্ আঁকে
তখন ফেটে যায় চাঁদ
লোকটি যখন গান করে   কালা ছেলেটি গানের ছবি আঁকে
তখন ফেটে যায় মাটি

লোকটি গানে গানে সাজিয়ে তুলছে চিতা
চিতার ভেতর থেকে উঠে আসছে অন্ধ ছেলেটি
চিতার ভেতর থেকে উঠে আসছে বোবা ছেলেটি
চিতার ভেতর থেকে উঠে আসছে কালা ছেলেটি

.                *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ক্ষয়
কবি শ্যামল সিংহ

অনেক অশ্লীলতার পর
আমি ক্ষমা চেয়েছি গাছের কাছে
শরীরকে ভুল বুঝেছি বারবার
আয়নায় কুয়াশা মোছার পরও
নিজেকে মনে হয় গত জন্মের খুনি
খুন করে করেই আমি সাজাতে চেয়েছিলাম কবিতা

নদী কামড়ে ধরেছে পা
পাতায় পাতায় ভেঙে পড়েছে ঘর বাড়ি
আমার চোখে ছিল শুধু রবিবার
কুয়ো ধীরে ধীরে খেয়ে ফেলেছে আমার ঘুম

.                *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
আকাশের তারা
কবি শ্যামল সিংহ

আকাশের তারা ধরে শিশুটি বললো
‘মা খিদে পেয়েছে, খেতে দাও’
নদীর ভেতর থেকে শিশুটির মা বললো
.                                      ‘চুপ’
আকাশের তারা ধরে শিশুটি আবার বললো
‘মা খিদে পেয়েছে, খেতে দাও’
নদীর ভেতর থেকে শিশুটির বাবা বললো
.                                      ‘চুপ করো’
শিশুটি ধীরে ধীরে রাত হয়ে গেল

.            *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর