কবি শ্যামল সিংহের কবিতা
*
বাক্স
কবি শ্যামল সিংহ

ভেড়ার পালের মতো আজকাল সন্ধ্যা আসে
উপহারহীন সন্ধ্যাগুলি নিয়ে
.              আমরা ঢুকে পড়ি বাক্সের ভেতরে

আমাদের পাশাপাশি গড়ায় পাথর
দেয়াল ও পেরেকের সম্পর্ক নিয়ে কথা বলি
কথা বলি উটের ছায়া নিয়ে

সারা শরীরে ঝম্ ঝম্ বৃষ্টি নিয়ে
যুবতীরা চলে আসে আমাদের গল্পে

ডালপালা মেলে নাচতে থাকে বাক্স
নাচতে নাচতে একসময় ঘুমিয়ে পড়ে

.             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ফ্যানটাসি
কবি শ্যামল সিংহ

লোকটি গান গাইছে

‘হাতের লাঠি, ময়ূরপঙ্খী হয়ে উড়ে যা
আমাকে নিয়ে যা’ আকাশ দ্বীপে
হাতের লাঠি, ময়ূরপঙ্খী হয়ে উড়ে যা’

কথা বলছে কে ?  গাছের ওপর ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
হাতের লাঠি উড়ে গিয়ে পড়লো নদীতে
যুবতীর পেটের ভেতর ডুক্ রে উঠলো ভোরবেলা

পিঁপড়ের ঘুমে রাত নেই, দিন নেই
আকাশের মূলে পাখি
বাতাসের মূলে পাখি
হাতে তাই ঝম্ ঝমে বৃষ্টি
পায়ে তাই ঝম্ ঝমে বৃষ্টি

.        *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
স্বাধীনতা দিবস
কবি শ্যামল সিংহ

মেয়েটির চোখে খেলা করে
.                         জাহাজের গল্প

খুনির অহংকার নিয়ে
ছেলেটি লিখছে নিমন্ত্রণ-চিঠি

আজ পাখির জন্মদিন
আজ আকাশ-ভর্তি জামার গল্প
আজ স্বাধীনতা দিবস

.        *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
পয়সা
কবি শ্যামল সিংহ

কীভাবে গল্প শুরু করি
এক আকাশে দুধ
এক আকাশে মদ

পাখি ডাকলে
কুয়োর ভেতর থেকে উঠে আসে আঁধার

শরীর জুড়ে শুধু জন্মদিন
কাঠের ঘোড়ার পেটে ডাকছে
.                                     দুধের মেঘ
কাঠের ঘোড়ার পেটে ডাকছে
.                                     মদের মেঘ
মায়ের অন্ধ চোখ থেকে গড়িয়ে পড়ছে
.                                     পয়সা

.        *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঘোড়ার ছায়া
কবি শ্যামল সিংহ

ঘোড়ার ছায়া মুছে গেলে
চিঠি আসে
.           ‘নদীর সাথে কথা বলো’

নদীতে নেমে
আমি কথা বলেছি নদীর সাথে
অথচ আমার শরীরে লাগেনি
.                                  জল

ঘোড়ার ছায়া মুছে গেলে
চিঠি আসে
.             ‘পাহাড়ের সাথে কথা বলো’

পাহাড়ে হেলান দিয়ে
আমি কথা বলেছি পাহাড়ের সাথে
অথচ আমার লাগেনি ঠান্ডা

ঘোড়ার ছায়া মুছে গেলে
নদীর ওপর দিয়ে পাহাড়ের ওপর দিয়ে
.                           উড়ে যায় চিঠি

.     
        *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
রুমাল
কবি শ্যামল সিংহ

চাঁদ উঠলেই
মেয়েটির বিয়ে ভেঙে যায়
রুমালে রুমালে বাতাস বেঁধে
মেয়েটি রুমাল ছেড়ে দেয় কবিতায়

কবিতার প্রতিটি লাইনে উড়ছে রুমাল
লাল, সাদা ও কালো রুমাল

রুমালের তলায় চিঠি
.                        চিঠিতে বহুতল বাড়ি

বাড়ির তলায় বহে যাচ্ছে
.                        চিঠিতে বহুতল বাড়ি

বাড়ির তলায় বহে যাচ্ছে নদী
নদীতে ভেসে ভেসে উঠছে যুবকের মৃতদেহ

.             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিবাহবার্ষিকী
কবি শ্যামল সিংহ

মেঘ যুবককে ছুঁয়েই
.                  ছুঁয়েছিল যুবতীকে

প্রতি বছর যুবক-যুবতী মেঘ পূজা করে
পূজার রাত চলে যায় হাঁসেদের দখলে

সারারাত প্রদীপের মতো অজস্র হাঁস
.                              ভেসে যায়
.                                     দূর থেকে দূরে

য়ুবকের কোমরের বেল্টে টোকা দেয় যুবতী
বেল্ট থেকে পাতা পড়ে
এভাবেই শুরু হয় বিবাহবার্ষিকী

.          *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর
*
ঘড়ি
কবি শ্যামল সিংহ

শরীর থেকে রক্ত ঝরছে
দীর্ঘ পথে রক্ত ঝড়াতে ঝড়াতে
এঁকেবেঁকে ছুটতে ছুটতে পৌঁছে যাই
.                                    এক ঘড়ির রাজ্যে

ঘড়ির ভেতরে মানুষ ছুটছে অনবরত
ঘড়ির টিকটিক শব্দ ছিটকে পড়ছে
.                                         আমার রক্তে
এখানে, মানুষের পাশে কোনো উট নেই
এখানে, মানুষ কথা বলে না
এখানে, শুধু সমুদ্র কথা বলে

ঘড়ির ভেতর থেকে গভীর রাতে
.                                  মানুষ বেরিয়ে এসে
সমুদ্রের কথা ছড়িয়ে দেয় এক প্রান্ত থেকে
.                                        আরেক প্রান্তে

.       
             *****************             

.                                                                                        
সূচিতে . . .   


মিলনসাগর