কবি শ্যামল সিংহ – জন্মগ্রহণ করেন জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি গ্রামে। প্রাথমিক শিক্ষা
ওদলাবাড়িতেই শুরু করে, ভর্তি হন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে। জলপাইগুড়ির দেশবন্ধু হাই স্কুল
থেকে পাশ করেন উচ্চমাধ্যমিক ১৯৭০ সালে। ১৯৭৪ সালে জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ অব কমার্স
থেকে স্নাতক হন। কর্মজীবনে তিনি ছিলেন জলপাইগুড়ি পুরসভা পরিচালিত ঊষষী পর্ষটক আবাসনের
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। ১৯৯৩ সালে তিনি বিবাহসূত্রে আবধ্য হন তুলি (স্বপ্না) দেবীর সঙ্গে।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “চাঁদ ও খোঁড়া বেলুনওয়ালা” (১৯৯১), “সূর্যাস্ত আঁকা নিষেধ” (২০০১),
এবং মৃত্যুর ঠিক আগে প্রকাশিত হয় “জেগে উঠেছেন বাঘা যতীন” (২০০৩)।

আমরা
মিলনসাগরে  কবি শ্যামল সিংহের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।




উত্সপ্রবীর রায় ও অতনু বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রকাশিত "নির্বাচিত শ্যামল সিংহ", ২০১৪ কলকাতা
.         বইমেলা।
   

কবি শ্যামল সিংহের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ০৫.০৩.২০১৪
...