শিশিরকুমার দাশের কবিতা |
মশা কবি শিশিরকুমার দাশ ছোট্ট একটা মশারে ভাই রাজবাড়িতে থাকে | বসবি তো বোস বসল এসে মহারাজেক নাকে | দৌড়ে এল লোকলশকর নিয়ে লাঠি ঝাঁটা রাজার নাকে কেমন করে লাগায় জোরে চাঁটা! দৌড়ে এলেন মন্ত্রীমশাই এলেন সেনাপতি সবাই বললে, "মশারে, তোর কেন এ দুর্মতি?" রানি বললেন,"আহা বাছা ছেলেমানুষ মশা থাকনা বাপু একটুখানি নাকের ওপর বসা ; রাত্রে যখন নাক ডাকবে নানারকম সুরে ভয়ের চোটে মশা তখন নিজেই যাবে উড়ে |" বদ্যি বললেন, "দিচ্ছি ওষুধ একান্ন বার হাঁচি শুনেই মরবে এই রাজ্যের সকল মশামাছি |" রাজা রইলেন অচল অটল নেইকো নড়ন চড়ন সবাই বললে, "পালা মশা নইলে হবেই মরণ |" স্থির চোখেতে তাকিয়ে দেখে বললে মহারাজা, "হতভাগা মশাটাকে দেব কঠিন সাজা |" "হাত তুললেই উড়ে যাবে সে তো আমি জানি ; করব না তা, ও করেছে রাজার মানহানি |" "সেনাপতি দিলাম ওকে আমি মৃত্যুদণ্ড তরোয়ালে মশাটাকে কর খণ্ড খণ্ড |" এগিয়ে এসে সনাপতি মারলে একটা কোপ মশা উড়ল ফুড়ুৎ করে, রাজার নাকটি লোপ | সবাই দেখে মহারাজের শরীর ভরা রক্ত চেঁচিয়ে বলে "জয় মহারাজ" রাজার যত ভক্ত | ছোট্ট মশা এবার থেকে হবে যে সাবধান ; নাক দিয়ে আজ শ্রীমহারাজ রাখলেন সম্মান | . *********** . সূচিতে . . . মিলনসাগর |