কবি স্নেহলতা চট্টোপাধ্যায় - জন্মগ্রহণ করেন নদীয়া জেলার শিবনিবাস গ্রামে। বর্তমানে তিনি কলকাতায় বসবাস করছেন।
তিনি এম.এ. পাস করে ভারতীয় বাষা পরিযদ (সাহিত্য সূচনা কেন্দ্র) এর সাথে যুক্ত ছিলেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সত্যবদ্ধ উচ্চারণ” (১৯৭৮), “নিজের বিরুদ্ধে প্রতিদিন” (১৯৮১), “এ অরণ্য এ নির্জনে” (১৯৮৮) প্রভৃতি। তিনি সুব্রহ্মণ্য ভারতীর কবিতা অনুবাদ করেছেন।
আমরা মিলনসাগরে কবি স্নেহলতা চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আনন্দিত।