যাদুদণ্ড কবি সোনালি বেগম ( নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত দামিনী কাব্য সংকলন থেকে নেওয়া )
বছরের শীতলতম দিনটি, এসো, উষ্ণতম স্পর্শ নিই। জুপিটার সেই আফ্রিকান সিংহটি দুটি বিশাল থাবা জড়িয়ে আনা জুলিয়া টেরেস-কে কৃতজ্ঞ চুম্বনে ভরিয়ে দিল। কলম্বিয়ার এই ফ্লোরেন্সে নাইটিংগেল ঘিরে অসংখ্য জন্তু-জানোয়ার যেন সবুজ ব্যালকনি। গাছের পাতায় ভোরের সূর্য। বোগেনভিলিয়া ঝোপ ঘিরে প্যারাকীট-সংসার। গিরগিটির সচল জিহ্বা।
কিছু স্পর্শিত দৃষ্য বুকে করে এই বেঁচে থাকা। সঠিক দ্রব্য আর দ্রাব্য মিলেমিশে দ্রবণ হয়ে যায়। প্রেমসাগরে পেট্রল-ডিজেল, নীল কাচপাত্রে দুলে ওঠে আশ্চর্য জাদুদণ্ড।