পুতুল নাচ
কবি সোনালি বেগম
( নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত দামিনী কাব্য সংকলন থেকে নেওয়া )

ইতিহাসের পাতায় কাঠপুতুল কথা বলে ওঠে।
এগারো শতাব্দীর ভারতবর্ষে কোনো মহাকাব্য বা
মিথ-এর পরিপ্রেক্ষিতে নেচে উঠতো কাঠপুতুল।
১৯৮৬-এর ডাডি পদমজি বিভিন্ন শিল্পীর
সহায়তায় পুতুলনাচের ট্রাডিশন উজ্জিবিত
করলেন। আরো কিছু পুতুলের কথা বলি।
২৭ জানুয়ারি ২০১০ “ইশারা ইন্টারন্যাশনাল
পাপেট ফেস্টিভ্যাল”-এ দিল্লীর কামিনী
অডিটোরিয়াম উজ্জ্বল হয়ে উঠলো। ব্রাজিল,
ইরান সুইটজারল্যাণ্ড, ইটালি-র শিল্পীরা
ভঙ্গিমায় এবং ঐশ্বর্যে মেতে উঠলেন।
আলোর পথের দিশারী লুই ব্রেইল-এর
জীবন আলেখ্য নিয়ে হাজির ইজরায়েল,
রঙিন জঙ্গল নিয়ে নেচে উঠল ব্রাজিল।
সৃর্যরশ্মি আর মাটির নিবিড় বন্ধনে
অক্সিজেন মিশে যেতে থাকলো ক্রমশ . . .

.           ******************       
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
কবি সোনালি বেগম-এর কবিতা
*
যাদুদণ্ড
কবি সোনালি বেগম
( নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত দামিনী কাব্য সংকলন থেকে নেওয়া )

বছরের শীতলতম দিনটি, এসো, উষ্ণতম স্পর্শ নিই।
জুপিটার সেই আফ্রিকান সিংহটি দুটি বিশাল থাবা
জড়িয়ে আনা জুলিয়া টেরেস-কে কৃতজ্ঞ চুম্বনে ভরিয়ে
দিল। কলম্বিয়ার এই ফ্লোরেন্সে নাইটিংগেল ঘিরে
অসংখ্য জন্তু-জানোয়ার যেন সবুজ ব্যালকনি। গাছের
পাতায় ভোরের সূর্য। বোগেনভিলিয়া ঝোপ ঘিরে
প্যারাকীট-সংসার। গিরগিটির সচল জিহ্বা।

কিছু স্পর্শিত দৃষ্য বুকে করে এই বেঁচে থাকা।
সঠিক দ্রব্য আর দ্রাব্য মিলেমিশে দ্রবণ হয়ে যায়।
প্রেমসাগরে পেট্রল-ডিজেল, নীল কাচপাত্রে
দুলে ওঠে আশ্চর্য জাদুদণ্ড।

.           ******************       
.                                                                             
সূচিতে . . .   


মিলনসাগর
*