কবি সোনালি বেগম – জন্মগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরে।
তিনি প্রেসিডেন্সী কলেজ থেকে স্নাতক এবং রাজাবাজার সায়েন্স কলেজে থেকে স্নাতকোত্তর এম.এসসি ডিগ্রি
লাভ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউনিয়ান ক্রিশ্চিয়ান চ্রেনিং কলেজে রামন
স্পেক্ট্রোকপি-র উপর গবেষণা শুরু করেন। গবেষণা অসমাপ্ত থেকে যায়।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “ক্লাভিকর্ড”, “জেনেসিস”, “পতঙ্গবাজি”, “অস্তিত্ব”, “মোম”, “ট্যাট্ট্যু
ডিজাইন”, “সুর”, “ক্ষেত্র”, “হান্টিং ট্রিপ” প্রভৃতি। তাঁর একশ আটটি কবিতা রাজস্থানী ভাষায় অনুদিত হয়েছে
“মাহারী কবিতামা” নামে।
আমরা মিলনসাগরে কবি সোনালি বেগম-এর কবিতা তুলে আনন্দিত।
কবি সোনালি বেগম-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - নমিতা চৌধুরী ও অনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত, মহিলা কবিদের বাংলা কবিতার সংকলন
. “দামিনি ১৪০০ – ২০০০”।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রকাশ - ২৯.৬.২০১৪
...