কবি সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গান
*
ফিরে চলো, ফিরে চলো
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  কৃষ্ণচন্দ্র দে, সুর রাইচাঁদ বড়াল
ছবি -    চণ্ডীদাস ( ১৯৩২ ),
(স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

ফিরে চলো, ফিরে চলো
.         আপন ঘরে |
চাওয়া-পাওয়ার হিসাব মিছে,
.         আনন্দ আজ, আনন্দ রে !
আকাশ-ভরা জ্যোত্স্নাধারা,
বাতাস বহে বাঁধন-হারা
প্রেমের সুরে ভরা ভুবন,
.         ব্যথা-বেদন ঘুচিল রে !
মরণ-নীল সাগর হতে
জীবন বহে সুধার স্রোতে,
জীবনে মরণ, মরণে জীবন,
.         ভয় কিবা, কিবা দুঃখ রে !
আকাশে পাখি কহিছে ডাকি,----
মরণ নাহি মরণ নাহি |
রজনী-দিন জীবন-ধারা
.         বইছে জোরে বইছে রে !

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
তোমায় আমায় ক্ষণেক দেখা
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  কুমারী সুচিত্রা মুখোপাধ্যায় (সুচিত্রা মিত্র)
সুর --    আবদুল আহাদ , ১৯৪৬
( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

তোমায় আমায় ক্ষণেক দেখা
নয় মালতী নয় অশোক-বনে,
নয় নিরালা জ্যোত্স্না-রাতে,
নয় গো ফাগুন-সমীরণে  ||
তবু সে কোন্ বাসন্তিকা,   অলকার কোন্ মালবিকা,
এমন ভালোবাসতে পারে,    বেসেছে বা কোন জনে ||
শ্রাবণ দিনের সজল-আকাশ,
স্বপন-দেশের ঝরা-বাতাস,
তোমার ভালোবাসার পরশ
জাগায় পলক শিহরণে |
তোমার আঁখি সাঁঝের তারায়,  পথে চলার ব্যথা হারায়,
আমার নিখিল তোমারে ঘেরি,   মিশে আছে দেহে মনে ||

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ফিরে তুমি আসবে না
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  কুমারী সুচিত্রা মুখোপাধ্যায় (সুচিত্রা মিত্র),
সুর --     আবদুল আহাদ
( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

ফিরে তুমি আসবে না
.        তবু আমি তোমায় ডাকি !
আমার মনের বিজন ঘরে
.        দুয়ারখানি খুলে রাখি |
নিত্য ফুলের মালা গাঁথি
ঘরে জ্বালি গন্ধবাতি
পথ ভুলে আস যদি
.        বাতায়নে চেয়ে থাকি ||
আশা আমায় ভুলায় ছলে
দুনয়নে ভরে জলে---
সকলি তোমা মগন
.         মনের তীরে আঁধার ঘিরে
.         হৃদয়ে আলো রয় জাগি ||

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
এই চাঁদিনী যামিনী, মধুর-সমীরণে
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়       
সুর ও শিল্পী – পঙ্কজকুমার মল্লিক ,  ১৯৩৭
( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

এই চাঁদিনী যামিনী, মধুর-সমীরণে |
কাহার মুখ আজি জাগিছে মোর মনে ||
.        কাহার আঁখিতারা জাগিছে ঘুমহারা,
.        আকাশে হাসি কার, জোছনা সুধাধারা,
কাহার মধুবাণী ভাসিছে পবনে ||
.         দেহের সুরভি কার কুসুম-সুবাসে ছায়,
.         কাহার কথা শুনি বিভল পাখি গায় |
.         কাহারে খুঁজে ফিরি আকুল দিশি দিশি,
.         নিখিল ভরি মোর কে যেন আছে মিশি,
বিবশ রহি কার অধর-চুম্বনে  ||

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
কি চেয়ে হায় কিসের লোভে
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  মৃত্যুঞ্জয় ব্যানার্জি, সুর –পঙ্কজকুমার মল্লিক,  ১৯৩৫
সৌজন্যে – স্বপন সোম, সংকলক, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ |

কি চেয়ে হায় কিসের লোভে
.               বেরিয়েছিলেম পথের পরে
পিছনে সব ডেকেছিল যাসনে পথে
.               থাকবে ঘরে |
লোকের ভীড়ে দিশেহারা
ঘুরে ঘুরে দিশেহারা
ঘুরে ঘুরে হলাম সারা
ঝড়ের মানে নয় চড়া রোদ
.                শ্যামল ছায়া গেল সরে |
চেয়েছি যা পেলাম না তায়
ছিল য়া, তা গেল কোথায় !
আজ নাই রে পুঁজি বিরাম খুঁজি
.                দু’নয়ন জলে ভরে !

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
জীবনে জেগেছিল মধুমাস
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
সুর ও শিল্পী – পঙ্কজকুমার মল্লিক, ১৯৩৭
( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

জীবনে জেগেছিল মধুমাস
রঙে রাঙা হয়েছিল আমার আকাশ ||
মনে চাঁপা বকুল চেয়েছিল মেলি আঁখি,
শাখে শাখে গেয়েছিল কত পাখি,
বাতাসে ভাষা কার কয়েছিল ডাকি, “এসেছি দ্বারে
জাগো জাগো, করো আঁখি-মুকুল বিকাশ” |
কী আমার হয়েছিল সেদিন, রহিনু কিসে ভুলি,
বারে বারে ডাকিল সে, দেখিনি আঁখি তুলি |
পাখি আর গাহেনা গাহেনা জাগেনা জাগেনা ফুল,
যে এসে ডেকেছিল, তার চেয়ে মন আকুল
চাহি গো চাহি তারে, নাহি সে নাহি দ্বারে,
বাতাসে মিলায় গো আজি আমার মনের হুতাশ ||

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
সেই যে বাঁশি বাজিয়েছিল যমুনারি তীরে
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  কৃষ্ণচন্দ্র দে, সুর রাইচাঁদ বড়াল
ছবি -    চণ্ডীদাস ( ১৯৩২ ),
( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে)

সেই যে বাঁশি বাজিয়েছিল যমুনারি তীরে,
সুরে তার প্রেমের ধারায় ভাসিয়ে দিলে ধরণীরে |
আকাশ-বাতাস উতল-আঁখি,             গাইল যে সুর বনের পাখি,
উজল হল সারা নিখিল সিনান করি প্রেমের নীরে ||
আজ তুমি হায় ভুলেছো শ্যাম, তোমারি এ শ্যামল-ধরা,--
দেখি, রক্তরেখায় হিংসা-লেখায়          কলুষে তার চিত্ত ভরা !
.             এসো এসো দুঃখ-হরণ,       আর্ত-জনের জীবন-শরণ,
এসো তেমনি-সুরে বাজিয়ে বাঁশি,        এসো, এসো, এসো ফিরে ||

.                   *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
আমারে ভালোবেসে আমারি লাগিয়া
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
সুর ও শিল্পী—পঙ্কজকুমার মল্লিক , ১৯৩৪

আমারে ভালোবেসে আমারি লাগিয়া
.         সয়েছো কত ব্যথা বেদনা অপমান |
আজ তা নিয়ে আমি যাই গো দূরে যাই,
.         তোমার সব দুখ হউক অবসান ||
আমারে স্মরি প্রিয়, অধীর চঞ্চল
হোয়োনা যেন তুমি, ফেলোনা আঁখিজল,
.         আমি যা নিয়ে যাই, তুলনা তারি নাই---
.         তোমার শত স্মৃতি কত সে কথা গান ||

.             *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ও কেন গেল চলে কথাটি নাহি বলে
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
সুর ও শিল্পী – পঙ্কজকুমার মল্লিক, ১৯৩৪

ও কেন গেল চলে কথাটি নাহি বলে
.               মলিন মুখে আঁখি ভরিয়া নীরে |
চাহিয়া কারে পথে বিফল মনোরথে
.               আকুল ব্যথা ভরে অভিমানী রে |
ফাগুনে গাছে গাছে কী ফুল ফুটিয়াছে,
মাধবী শাখে পাখি গাহিয়া উঠিয়াছে,
আলোয় আলো দিশা এমন মধু-নিশা
গন্ধ গান যত আঁধারে ঘিরে |
দখিন বাতায়নে সমীর হা হা স্বনে
আসিয়া বলে যায়, নয়ন মোছ হায়,
চলে যে যায়, আর আসে না ফিরে ||

.          *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
ঘর ছেড়ে আর ঘুরবি কত
রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
শিল্পী --  মৃত্যুঞ্জয় ব্যানার্জি, সুর : পঙ্কজকুমার মল্লিক, ১৯৩৫

ঘর ছেড়ে আর ঘুরবি কত
.         ওরে অবোধ পান্থ
বেলা ফুরায় সন্ধ্যা নামে
.         চরণ যে তোর শ্রান্ত !
আয় ফিরে আয় স্নেহের তীরে
মায়ের বুকে আপন নীড়ে
তোর সকল দুখে বিরাম পাবি
.        বেদন হবে শান্ত !
পথে বাদল তপ্ত তপন
ঝরিয়ে দেছে প্রাণের স্বপন
পথ ভুলানো মরীচিকায়
.         হোসনেরে দিক্ ভ্রান্ত ||

.       *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর