কবি সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গান |
তোমায় আমায় ক্ষণেক দেখা রচনা – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় শিল্পী -- কুমারী সুচিত্রা মুখোপাধ্যায় (সুচিত্রা মিত্র) সুর -- আবদুল আহাদ , ১৯৪৬ ( স্বপন সোম সংকলিত, গানের ভিতর দিয়ে ১, ১৯৯৮ থেকে) তোমায় আমায় ক্ষণেক দেখা নয় মালতী নয় অশোক-বনে, নয় নিরালা জ্যোত্স্না-রাতে, নয় গো ফাগুন-সমীরণে || তবু সে কোন্ বাসন্তিকা, অলকার কোন্ মালবিকা, এমন ভালোবাসতে পারে, বেসেছে বা কোন জনে || শ্রাবণ দিনের সজল-আকাশ, স্বপন-দেশের ঝরা-বাতাস, তোমার ভালোবাসার পরশ জাগায় পলক শিহরণে | তোমার আঁখি সাঁঝের তারায়, পথে চলার ব্যথা হারায়, আমার নিখিল তোমারে ঘেরি, মিশে আছে দেহে মনে || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |