কবি সৌরিন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গান
*
গ্রন্থ লেখা
কবি সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়
ভারতী পত্রিকা, শ্রাবণ ১৩১৬ সংখ্যা (জুলাই ১৯০৯) থেকে নেওয়া।

গ্রন্থ লেখা --- সেটা এমন কঠিন কিছু নয়,
(শুধু) খাতাখানি বেঁধে পাতা ভ’রিয়ে যেতে হয়!
ভরাবে যে, চাইত কিছু? ভাবনা করোনাক ;
আবোল তাবোল মনে এলেই অমনি লিখে রাখো!
ছেপে বাহির করো, দাদা, কিছু নাইক ভয়!
ছাপাখানাই গ্রন্থকারের জন্মক্ষেত্র জেনো।
সমালোচকেরেই ‘হর্ত্তা’-‘কর্ত্তা’ বলে মেনো।
(এখন) কেষ্ট বিষ্টুর সময় গেছে, শীতলারি জয়!
অর্থ যদি থাকে তা’লে চলে যাবে সাফ্
প্রথমশ্রেণীর লেখক, তো ছাই লেখ ছুচো-সাপ
এসে যাবেনাক ; অর্থেই লেখার পরিচয়!
বাঙলা দেশে যতই আকাল হোক না কেন, তবু
গ্রন্থকারের অভাব, দাদা, ঘটছে নাক কভু!
ছাপা, কাগজ শস্তা যখন, মগজে কি হয়?

.           *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর