কবি শ্রীজাত -  জন্মগ্রহণ করেন কলকাতায়। তাঁর পুরো নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। কবিতার প্রতি
তাঁর আগ্রহ কিশোর বয়স থেকেই। তিনি একালের বিশিষ্ট কবিদের মধ্যে অন্যতম। ছায়াছবির গানের
গীতিকার হিসেবেও তিনি খ্যাত হয়েছেন। তার মধ্যে ০৩৩, অটোগ্রাফ প্রভৃতি উল্লেখযোগ্য।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “শেষ চিঠি” (২০০০), “উড়ন্ত সব জোকার” (২০০৪), “ছোটদের
চিড়িয়াখানা” (২০০৫), “এমনি বই” (২০০৯), “কফির নামটি আইরিশ” (২০০৮), “অকালবৈশাখী” (২০০৭),
“কাতিউশার গল্প” (২০০৬), “বম্বে টু গোয়া” (২০০৭) প্রভৃতি।

কবির প্রাপ্ত পুরস্কার ও সম্মানের মধ্যে রয়েছে সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার (২০০০), কৃত্তিবাস পুরস্কার
(২০০৪), আনন্দ পুরস্কার (২০০৪), উড়ালপুল পুরস্কার (২০০৯) প্রভৃতি।

আমরা
মিলনসাগরে  কবি শ্রীজাতর কবিতা তুলে আনন্দিত।


উত্স – দেশ-এর কবিতা ১৯৮৩ – ২০০৭
.        
উইকিপেডিয়া        

      
কবি শ্রীজাতর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।    
কবির ফেবুক-এর পাতায় যেতে এখানে ক্লিক করুন।       

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রকাশ - ১১.০৭.২০১৩
...