কবি সুবোধ পুরকায়স্থের গান
*
কথা - সুবোধ পুরকায়স্থ
সুর - হিমাংশু দত্ত
শিল্পী - উমা বসু

চাঁদ কহে, চামেলি গো, হে নিরুপমা,
ফিরালে যদি গো চলো যাই----
যে কালিমা তুমি মোর করনি ক্ষমা
যাবার বেলায় বলে যাই  ||
নীলিমার নিবিড় মমতা মোর লাগি ছিল ধ্যানরতা,
বিফল করিনু তারে নিঠুর ঘাতে
বহি আমি সে ব্যথা ছারাই ||
তোমার সুরভি মাখা কুঞ্জছায়ে পান্থ আমি যে এসেছিনু,
ভুলে যেও যে রাগিনী ভাসানু বায়ে, ভুলে যেও ভাল বেসেছিনু |
পাতায় পাতায় বাজে মানা,
‘যাও ফিরে হে পথিক না না,’----
অকারণে যদি প্রাণ সহসা কাঁদে
ফিরিয়া দেখিবে সে তো নাই ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা- সুবোধ পুরকায়স্থ
সুর - শৈলেশ দত্তগুপ্ত
শিল্পী - গৌরীকেদার ভট্টাচার্য

আজি মিলন নিশি ভোরে
জেগে দেখি গেছ চলে কখন ঘুমঘোরে ||
ডাকি যতই সাড়া না পাই
বাতাস কহে নাই সে তো নাই---
বিদায় নিলে জানালে তাই ছিন্ন কুসুমডোরে ||
স্বপন এনেছিলে আমার রাতের জাগরণে,
শুধাই তোমায় প্রভাতে তার কিছু কি নাই মনে |
রয়ে রয়ে ফুলের বাসে
সেই কথা মোর মনে আসে---
রাতের তিথি ক্ষণে ক্ষণে ভাসায় আঁখিলোরে ||

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
কথা-- সুবোধ পরকায়স্থ
সুর-  কমল দাশগুপ্ত
শিল্পী- মান্না দে

মেনেছি গো হার মেনেছি --- তব পরাজয় মোর পরাজয়
বারে বারে তাই জেনেছি--- হার মেনেছি----মেনেছি গো হার মেনেছি----
ফাল্গুনে ধরা দিল যে মলয় কুসুমে গন্ধে বাজে, বাজে তারই জয়
দূরে গিয়ে যত কাঁদানু তোমায় বেদনা কুড়ায়ে এনেছি, হার মেনেছি
অভিমান আজ ভুলেছি ক্ষমা করো যদি থেকোনা দাঁড়ায়ে রুদ্ধ দুয়ার খুলেছি
এনেছ ভরিয়া তব তনুমন মন আমার আনন্দ ঘন
তোমার নহেগো হেলায় আঘাত আপনারই বুকে হেনেছি, হার মেনেছি

.           *************************  

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর