কবি সুবোধ পুরকায়স্থ - বাংলা গানের স্বর্ণযুগের একজন গীতিকার। তিনি জন্মগ্রহণ করেন অবিভক্ত
বাংলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামে। সেই সময় ব্রাহ্মণবাড়িয়া ছিল ত্রিপুরার অন্তর্ভুক্ত। ১৯৪৭ এর দেশভাগের পরে
তা পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত হয়। বর্তমানে তা বাংলাদেশের একটি পূর্ণ জেলা। পিতা
বিপিনবিহারী পুরকায়স্থ।
তিনি কুমিল্লার সবুজসংঘের সদস্য ছিলেন। কাজী নজরুল ইসলামের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ পরিচয় ছিলো।
তিনি প্রধানত তাঁর বাল্যবন্ধু সুরকার হিমাংশু দত্তর জন্যই গান লিখতেন। তাঁদের গান কলকাতার
আকাশবাণী থেকে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। HMV খেকে তাঁর অনেক গান রেকর্ড করা হয়।
সেই সময়ে গ্রামাফোন রেকর্ডে গীতিকারের নাম লেখা থাকতো না। এ নিয়ে শ্রী অতনু বর্মন আমাদের
জানিয়েছেন ... “সুবোধ পুরকায়স্থ সর্বপ্রথম রেকর্ডে গীতিকারের নাম মুদ্রিত করার দাবি জানান এবং তাঁর
চেষ্টায় তা কার্যকর হয়। ১৯৫০ সালে মনোমালিন্য হবার কারণে গ্রামাফোন কোম্পানি থেকে বেরিয়ে এসে
জুটমিলে কাজ নেন। আজীবন সংগ্রামী মানুষটি ১৯৮৪ সালে প্রয়াত হন। জন্ম ত্রিপুরার ব্রাহ্মণবাড়িয়া গ্রাম।”
অতনু বর্মন ও কাকলি দাসের উদ্যোগে “নেপথ্যের স্টার, তিনি গীতিকার” সিরিজে সুবোধ পুরকায়স্থর ওপর
কাজ হয়েছে ইউটিউবে। তার জন্য Atanu Barman official ইউটিউব চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন . . .।
এছাড়া সংসদ বাংলা চরিতাভিধান থেকে জানা যায় যে সিনেমার সংগীতকারের নিজেদের ইচ্ছেমতো
গীতিকারদের দিয়ে গানের বাণীর রূপান্তর করিয়ে নেবার রেওয়াজও তিনি মান্য করেননি। গীতিকারদের
গান পিছু মাত্র দশ টাকা দক্ষিণার প্রতিবাদে HMV এর বিরুদ্ধে গীতিকারদের সম্মিলিত আন্দোলনের
পুরোভাগে তিনি ছিলেন। ইংরেজ কর্তৃপক্ষ তাঁকে মোটা টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে নিতে বললে
তিনি তাতে রাজি হননি। HMV এরপর থেকে তাঁর লেখা গান রেকর্ড করা বন্ধ করে দেয়। মর্মাহত হয়ে,
১৯৫০-৫১ সাল নাগাদ তিনি গানের জগত থেকে স্বেচ্ছাবসর নিয়ে করণিকের চাকরি বেছে নেন।
তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে “পড়ে গেছ তুমি ধরা”, “খুঁজে দেখা পাইনি যাঁহার”, “মিলনে সে ছিল দূরে
দূরে”, “অলখে যে ধরা আঁখি ঝরে”, “চাঁদ কহে চামেলী গো”, “বল হিম ঋতু বল”, “ধীর ধীর চরণে”, “আজি মধু
রাতে কার বাঁশী বাজে হায়”, “জানি না সে অজানারে”, “জানি গো জানি সে মোর”, “তব স্মরণখানি”, “আবেশ
আমার যায় উড়ে”, “মেনেছি গো হার মেনেছি”, “আজি মিলন নিশি ভোরে” প্রভৃতি।
আমরা কৃতজ্ঞ শ্রী অতনু বর্মনের কাছে যিনি আমাদের কবির এই ছবি এবং তাঁর সম্বন্ধে কিছু তথ্য
পাঠিয়েছেন। তাঁর ইমেল - mr.atanubarman@gmail.com ।
আমরা মিলনসাগরে কবি সুবোধ পুরকায়স্থের কবিতা ও গান তুলে আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে
পারলে আমাদের এই প্রচেষ্টা সার্থক মনে করবো।
কবি সুবোধ পুরকায়স্থের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবি সুবোধ পুরকায়স্থের গান শুনতে নিচের লিঙ্কগুলিতে ক্লিক করুন।
http://www.hummaa.com/music/artist/subodh-purakayastha/19771
http://www.dhingana.com/subodh-purakayastha-songs-search#
http://imusti.com/#/music/album/track/88007/Aaj-phaguner-protham-dine-
Atanu Barman official ইউটিউব চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন . . .।
উত্স -
- সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাংলা চরিতাভিধান।
- অতনু বর্মন দ্বারা পাঠানো কবির ছবি ও তথ্য।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৩.৫.২০১৩
এই পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৯.৩.২০২২
...