কবি সুচারু দেবীর কবিতা
*
একটি কবিতা
কবি সুচারু দেবী

.        আমি শুধু একা!
.        কেহ নাহি কাছে
.        কেহ নাহি আশেপাশে
.        যাই কার কাছে?
কোথা জন্ম, কোথা গম্য, কোথা জন্মস্থান?
.        কোন উত্পত্তি,
.        কোথা স্থিতি,
.        কোথা মের লক্ষ্যস্থল?
.        এ প্রশ্ন চিরন্তন।

.        এ কি সত্য? স্বাধীন ভারত
এ ত নহে মিথ্যা, নহে কল্পনা, নহে স্বপন
.        এ যে সত্য--- নিত্য সত্য
.        ভারত আমার হয়েছে স্বাধীন

.        মুক্ত আকাসে মুক্তির বারতা
.        আমরা সব ভারত মায়ের সন্তান!

.          *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর   
*
নিশান্তে
কবি মহারাজকুমারী সুচারু দেবী
সচ্চিদানন্দ ভট্টাচার্য সম্পাদিত “বঙ্গশ্রী” পত্রিকার শ্রাবণ ১৩৪৫ (আগস্ট ১৯৩৮) সংখ্যা
থেকে পাওয়া।


করুণ সুন্দর ছবি, স্নিগ্ধধীর নিশান্ত-পবন,
প্রসুপ্ত নীরব ধরা, রুদ্ধ দ্বার যতেক ভবন।
প্রভাত মেলেনি তার অভিনব আলোক ইঙ্গিত,
কলকণ্ঠ পক্ষিকুল ধরে নাই প্রভাত সঙ্গীত,
পক্ষে পক্ষে জাগরণ চঞ্চলতা উঠে নি কাঁপিয়া,
বিপুল প্রাণের সাড়া জাগে নাই ভুবন ব্যাপিয়া,
আসন্ন মৃত্যুর ভয়ে ভীতা নিশি পাণ্ডুর আননে
আপনা লুকাতে চায় তরুতলে কাননে কাননে।

প্রতীচী-গগন-মূলে হীনপ্রভ অর্দ্ধ-অঙ্গ শশী,
অপেক্ষিছে নিরুপায় মৃত্যু-বেলা---সূর্যোদয় বসি।
আমি বসে ভাবিতেছি কেন এই নিষ্ঠুর বিধান,
পরম লগন কেন নাহি আসে সকলে সমান।
প্রাপ্তির পূর্ণতা নিয়ে একে যবে প্রসন্ন অন্তর,
হাসিবে গাহিবে সুখে, অন্যজন হ’বে সতন্তর।
সমগ্র প্রাণের সাধ চক্ষে আনি চা’বে লুব্ধপ্রায়,
পাগল পাগল কবি, এ কি চিন্তা পেয়েছে তোমায়।

প্রহেলিকা প্রহেলিকা---অর্থ তার বৃথায় ভাবন,
অহেতুক প্রাণপণে আলেয়ার পশ্চাতে ধাবন।

.          *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর