কবি সুধীন দাশগুপ্তর গান ও কবিতা
www.milansagar.com
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - প্রথম কদম ফুল

শহর থেকে আরো অনেকদূরে চলো কোথাও চলে যাই,
আকাশটাকে শুধু চোখে রেখে, মনটাকে কোথাও হারাই ||
কি চাইনি, কি পাইনি সবই ভুলে যেতে চাই ||
ঐ সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে চলো দূরেই ততো
সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই ||
এই ফেরারী মন যদি খোজেই কিছু, ঢেউ কখন উঁচু হয় কখন নীচু,
সেই অন্তবিহীন সন্ধানেতে এসো হৃদয় বাড়াই ||
          

.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - কখনো মেঘ

এক দুই তিন শুনি যে সারাদিন, হৃদয়ে বাজে বীন বুঝি সে জানে
ও মন ভুলেছে দুয়ার খুলেছে, তারই ছোঁয়া সে গানে |
চোখেতে সহসা একি আলো, হারিয়ে গেল যে সবই কালো,
সেই আলোকে প্রতি পলকে, তারই ছবি শুধু কাছে টানে ||
ইচ্ছে করে হয়ত কিছু করি, নয়ত দেখি স্বপ্ন আহামরি |
এ যেন পৃথিবীর খুশীর মেলা, আকাশ ভরা কত রঙের খেলা
এই বসন্তে পথেরই প্রান্তে, পায় পায় যে ছন্দ আনে ||

        

.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - ছদ্মবেশী

আমি কোন্ পথে যে চলি, কোন কথা যে বলি,
তোমায় সামনে পেয়ে খুঁজে বেড়াই মনের চোরাগলি
সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমায় দাঁড়িয়ে আছে একি,
( উঃ ) ভয়েরই খাঁড়াতে হয়ে গেলাম পাঁঠাবলি |
এখন আমি লেংচে মরি ওরে বাবা লেংচে মরি-----
পালিয়ে যাবার রাস্তা ধরি |
হয়তো মনের জানালা খুলে তুমিও ছিলে বসে,
ভেস্তে গেল সুন্দরীগো সবই কপাল দোষে
করেছি কি ভুল নিজেই নিজের দু’কান মলি  ||


       

.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - ছদ্মবেশী

বাঁচাও কে আছো মরেছি যে প্রেম করে রাগ করোনা,
আমি আসবোনা, আমি আসবোনা, ভালবাসবো না
আগেই মরেছি আর মেরোনা, মেরোনা মেরোনা না না |
পালাবো বিদেশে আমায় ডাকে যে বিদেশিনী
নেচে নেচে বেড়াবো আর হবে সে নৃত্যসঙ্গিনী
ওপারে যে চেয়ে আছে পথ চেয়ে সেথায় কি যাবোনা ||
আর বেশী এগিয়ো না বিপদে পড়োনা |
আমি যে সেই মেক্সীকোরই বিজয়ী বীর
ডেকোনা আর আমায় এখন তুমি তো উদাসিনী
চলে যাবো তাদের কাছে যত সুন্দরীদের চিনি,
ভালো বেসে কাছে এসে তারা কি নেবে না ||


   

.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - পিকনিক

একদিন দল বেঁধে ক’জন মিলে
যায় ছুটে খুশীতে হারাতে-----
সেই পথ খুঁজে সব ভয় মুছে,
কেউ তো জানে না মনেরই ঠিকানা ||
চায় যে ওরা প্রেমকে ধ’রে চলতে এগিয়ে,
কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে,
বন্ধ ঘরেতে বন্দী হলে সেই একি তো ভাবনা |
কেউ তো জানে না মনেরই ঠিকানা ||
কি হবে কার তাই নিয়ে আজ, ওরা যে চঞ্চল
নিঃস্বতার এই যন্ত্রণাতে, প্রেমটুকু সম্বল |
সন্দেহে যে মন সঙ্গীকে যখন বুঝেও তো বোঝেনা  |
কেউ তো জানে না মনেরই ঠিকানা ||




.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা  ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - পিকনিক

কাশ্মীরে নয় শিলংয়েও নয় আন্দামান কি রাঁচিতেও নয়,
আরও যে সুন্দর, আকাশ প্রান্তর
রয়েছে কাছে এইখানে এই মনে প্রাণে আরো নির্ভয় ||
যদি চাও জীবনে রাখবে না ঝঞ্ঝাট,
সাড়া দাও এসেছে এক প্রেমের সম্রাট,
এসোনা এগিয়ে পড়োনা পিছিয়ে
যে কোন খানে চুপি চুপি মুখোমুখি কোন কিছু চাইলেই হয় ||
পেয়েছ ভগবানের এই আশীর্বাদ, দিওনা সখীদের কাউকে এ সংবাদ,
ইনিয়ে বিনিয়ে বাহানা বানিয়ে কি হবে বলো
তাড়াতাড়ি এসো কাছে আসো কাছে হোক অসময় ||


.       ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - তিন ভূবনের পারে

জীবনে কি পাবোনা,                     ভুলেছি সে ভাবনা |
সামনে যা দেখি                          জানি না সে কি
.                   আসল কি নকল সোনা ||
যদি সব ছাড়িয়ে                          দুটি হাত বাড়িয়ে
হারাবার খুশিতে                          যাই শুধু হারিয়ে
যেতে যেতে কারো ভয়ে                 থম্ কে দাঁড়াবো না |
ভালো  আর মন্দ কে যে                 তার খবর রাখিনা,
কে তুমি নন্দিনী                           আগে তো দেখিনি
চলেছ এই পথে                           রূপে যে রঙ্গিনী
চিনে নিতে যদি চাই                      একটু থামো না |



.                      ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - মান্না দে, ছায়াছবি - তিন ভূবনের পারে

হয়ত তোমারই জন্য,                        হয়েছি প্রেমেরি বন্যা
জানি তুমি অনন্যা,                           আশার হাত বাড়াই
যদি কখনও একান্তে,                         চেয়েচি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে                       ছুটে ছুটে গেছি তাই
আমি যে নিজেই মত্ত,                        জানি না তোমার শর্ত
যদি বা ঘটে অনর্থ                            তবু তোমায় চাই
আমি যে দুরন্ত,                               দু’চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়ে                            স্বপ্ন ছড়াই |
তুমি তো বলোনি মন্দ,                       তবু কেন প্রতিবন্ধ
রেখোনা মনের দ্বন্দ্ব                          সব ছেড়ে চলো যাই |


.                     ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - সুবীর সেন

এত সুর আর এত গান যদি কোনদিন থেমে যায়
সেই দিন তুমিও তো ওগো, জানি ভুলে যাবে যে আমায় | এত সুর
কতদিন আর এ জীবন, কত আর এ মধু লগন
তবুও তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে-----
আমি তো গেয়েছি সেই গান, যে গানে দিয়েছি এ প্রাণ
ক্ষতি নেই আজ কিছু আর ভুলেছি যত কিছু তার
এ জীবনে সবই যে হারায় , জানি ভুলে যাবে-----



.                     ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - সুবীর সেন (গণসঙ্গীত)

ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙীন,
ছুটে আয়রে লগন বয়ে যায়রে মিলন বিন
ঐ তো তুলেছে তান, শোনো ঐ আহ্বান
তারই সুরে সুরে বাজে গুরু গুরু হোক গানে গানে পথ চলা শুরু শুরু
আজ অন্তর অন্তরে প্রান্তরে প্রান্তরে কন্ঠে ছড়াব এই গান | ছুটে আয়রে------
আয় আয়রে ছুটে আয় বাঁধন টুটে আনি মুক্তো আলোর বন্যা,
আয় সুখকে ছুটে আয় শান্তি জাগাই, শ্যামলী ধরণী হবে ধন্যা
এ আকাশ বাতাসে দোলা লাগলো আজ জীবনে জোয়ার বুঝি জাগলো,
নব উচ্ছল উচ্ছালে উদ্দাম উল্লাসে ছন্দে জাগাবো এই প্রাণ | ছুটে আয়রে--


.                     ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর