কথা ও সুর---- সুধীন দাশগুপ্ত শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি - জীবন সৈকতে
কেন যে কে জানে যেতে চাই সেখানে তোমাকে যেখানে আরো কাছেতে পাই চলোনা চলে যাই | কেউ যেখানে নেই রয়েছি দু’জনেই এই মনের যত কথা থামে না কিছুতেই, বলো না বলো না যাবে কি যাবে না . বেশী কি আমি চাই. চলো না চলে যাই | মন করেছো জয়, তাইতো মনে হয়, আরো হলে কাছাকাছি দোষের কিছু নয় বলোনা বলোনা মানো কি মানো না . সব হারালাম তাই, চলোনা চলে যাই |
ও কথা বলবোনা শুনবো না রে ভুলেছি সব গিয়ে বলিস তারে আমি যে মরেছি তারই তরে ভালোবাসাতে আর মরবো না রে || প্রেমে কি যাতনা নিশি পোহাবেনা . দিবসে ভাবনা যাবে না রে কেঁদে কেঁদে একা মুছবে কাজল রেখা . চোখে দেবে দেখা বরষায়ে || সে যেন আসে না ভালো বাসিতে যাবোনা যাবোনা কলঙ্ক নিতে | এ নব যৌবনে জ্বলে অকারণে . রাখিনি তো মনে বাসনা রে যেন কি না পেয়েআমি গিয়েছি হারিয়ে . সরিয়ে নিয়েছি আপনাকে ||
কথা ও সুর---- সুধীন দাশগুপ্ত শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম . নুপূর পায়ে কে যায় গো . নুপূর পায়ে কে যায় !
ধুন ধুন ধুন ধুন . কাঁকন কে বাজায় গো কে বাজায় || চলে যেন নাচে ময়ূরী, রূপ দেখে তার মরি . গগরী ভরনে ঠমকী ঠমকী . ফিরে ফিরে কেন চায় গো . ফিরে ফিরে কেন চায় ||
নীল প্রজাপতি যেন মেলেছে পাখা . আঁচলে হংস মিথুন আঁকা | মুখে তার কি যে হাসি . মন যে চায় ভালোবাসি রুপসী চকিত চমকে চমকে চলে ভীরু ভীরু পায় গো . চলে ভীরু ভীরু পায় ||
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত শিল্পী - আশা ভোঁসলে, ছায়াছবি - ছদ্মবেশী
আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতেই পিছু হটে না || যে আলো ছড়ালো এই দুটি চোখে সে কেন এল না তারই আলোকে ? তাকে না দেখে আর মন ওঠে না || কি করি কি করি এ প্রেম কোথায় যে রাখি, আসবে কখন সেই দুরন্ত পাখি ? সে এসে দাঁড়াবে সেই কথা বলে যে কথা তখনই তারই বলা চলে --- সে না এলে মনে ফুল ফোটে না ||
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত শিল্পী - আশা ভোঁসলে, ছায়াছবি - প্রথম কদম ফুল
ডেকে ডেকে চলে গেছি কত দূরে মনের প্রান্তে তার ঘুরে ঘুরে সে জানে না সে মানে না | দিন দিন এই ক্ষীণ আশা রেখে ভয় হয় সে নয় তাকে দেখে ; সে যেন নিজেরই আড়ালে থেকেও নিজেকে কাছেতে আনে না || মনকে হাওয়ার মত তাড়িয়ে নিয়ে সে সামনে দিয়ে বুঝি যাবে হারিয়ে | যায় যায় মন চায় ধরে থাকি, পায়ে পায়ে ভাবনায় বেঁধে রাখি, সে যেন ঝড়েরই আঘাতে ভেঙেও হৃদয়ে তবু তো ভাঙে না ||
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত শিল্পী - বনশ্রী সেনগুপ্ত
একদিন সেইদিন সঙ্গীবিহীন পথে চলে যেতে হবে, একদিন সেইদিন ক্লান্তিবিহীন স্রোতে ভেসে যেতে হবে কি হবে ভেবে কী হবে কী না হবে, কি হবে চেয়ে কে রবে কে না রবে, জানিনা কী হারাবে কবে || গুন্ গুন্ গুন্ গুন্ সেই সময়েরই ওই ভ্রমর আসে যায় ঝুর ঝুর ঝুর ঝুর সেই ঝরা ফুলের কোন্ আশা যে হারায়--- যা ছিল যেখানে থাকে না সেখানে বোঝো না কেন তবে || রিম ঝিম রিম ঝিম ঝড় বাদলেরই রাত আসে গেলে দিন, শন্ শন্ শন্ শন্ কোন্ হাওয়া এসে কি খোঁজে আলোহীন--- তবু তো আঁধারে থাকে না বাধা রে, কে পড়ে থাকে কবে ||