কবি সুধীন দাশগুপ্তর গান ও কবিতা
www.milansagar.com
*
কথা ও সুর - সুধীন দাশগুপ্ত
শিল্পী - বনশ্রী সেনগুপ্ত

অন্ধকারকে ভয় করি এসো না তোমার
হাত ধরি
দুজনে যাবো না হয় হারাবো
দুচোখে রেখে আলোর প্রহরী
অন্ধকারকে ভয় করি |

রাত যেন কোন দুঃসাহসে এগিয়ে যেতে চায়
কোন রহস্যের আলো দেখিয়ে অন্ধকার না চায়
চমকে দিয়ে যায় আতঙ্কে ছায়ার সহচরী |

দূর থেকে কে ডাকে কি হারিয়ে যায়
কে লুকিয়ে থাকে থমকে কে দাঁড়ায়

পথ যেন এক কান্না দিয়ে লুটিয়ে থাকে পায়
নিঃশ্বাসে কি মন্ত্রণা তার ছড়িয়ে রেখে যায়
কোন রহস্যের হাত যেন ওই
বাড়ায় ভয়ঙ্করী
অন্ধকারকে ভয় করি |

  ************************     
.                                                                                           
সূচিতে . . .    




মিলনসাগর