বেগম সুফিয়া কামাল – জন্মগ্রহণ করেন বরিশালের শায়েস্তাবাগে।
নিজের আগ্রহে তিনি বাংলাভাষা ও সাহিত্য চর্চা করেন।
অশ্বিনীকুমার দত্তর ভ্রাতুষ্পুত্র সুকুমার দত্তর সম্পাদিত পত্রিকা “তরুণ”-এ তাঁর লেখা একটি ছোটগল্প সম্ভবত
১৯২৪-২৫ সালে প্রথম প্রকাশিত হয়।
তাঁর রচনার মধ্যে রয়েছে “কেয়ার কাঁটা” (১৯৩৬ গল্পসংগ্রহ), “সাঁঝের মায়া” (১৯৩৮ কবিতা), "মায়াকাজল",
"উদাত্ত পৃথিবী", "অভিযাত্রিক" প্রভৃতি।
১৯৩৮ সালে রবীন্দ্রনাথ তাঁকে লিখেছিলেন “তোমার কবিত্ব আমাকে বিস্মিত করে। বাংলা সাহিত্যে তোমার
স্থান ঊর্ধ্বে এবং ধ্রুব তোমার প্রতিষ্ঠা।” ১৯৬১ সালে তিনি শিশুসাহিত্যের জন্য বাংলা অ্যাকাদেমি পুরস্কারে
ভূষিত হন।
আমরা মিলনসাগরে বেগম সুফিয়া কামালের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স – শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
. নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সরল দে সম্পাদিত পাঁচশো বছরের কিশোর কবিতা, ১৯৮৮।
কবি বেগম সুফিয়া কামালের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১২.০৮.২০১৩
...