এই নিবিড় বাদল দিনে কে নেবে আমায় চিনে, . জানিনে তা | . এ নব ঘন ঘোরে, . কে ডেকে নেবে মোরে কে নেবে হৃদয় কিনে, . উদাসচেতা | পবন যে গহন ঘুম আনে, তার বাণী দেবে কি কানে, . যে আমার চিরদিন . অভিপ্রেতা ! . শ্যামল রঙ বনে বনে, . উদাস সুর মনে মনে, অদেখা বাঁধন বিনে . ফিরে কি আসবে হেথা ?
. ৭ ও কে যায় চলে কথা না বলে দিও না যেতে তাহারই তরে আসন ঘরে রেখেছি পেতে . কেন সে সুধার পাত্র ফেলে . চলে যেতে চায় আজ অবহেলে রামধনু রথে বিদায়ের পথে উঠিছে মেতে ||
. রঙে রঙে আজ গোধূলি গগন . নহেকো রঙিন, বিলাপে মগন| . আমি কেঁদে কই যেয়ো না কোথাও, . সে যে হেসে কয় মোরে যেতে দাও, বাড়ায়ে বাহু বিরহ-রাহু চাহিছে পেতে ||
কিছু দিয়ে যাও এই ধূলিমাখা পান্থশালায়, কিছু মধু দাও আমার বুকের ফুলের মালায় | . কত জন গেল এ পথ দিয়ে . আমার বুকের সুবাস নিয়ে কিছু ধন তারা দিয়ে গেল মোর সোনার থালায় | পথ চেয়ে আমি বসে আছি হেথা তোমার আশে তুমি এলে যদি কাছে বসো প্রিয় আমার পাশে | . কিছু কথা বল আমার সনে, . ঢেউ তুলে যাও নীরব মনে, এইটুকু শুধু দাও তুমি ওগো আমার ডালায় ||
কোন অভিশাপ নিয়ে এল এই . বিরহ বিধুর-আষাঢ় | এখানে বুঝি বা শেষ হয়ে গেছে . উচ্ছল ভালবাসার | বিরহী যক্ষ রামগিরি হতে পাঠাল বারতা জলদের স্রোতে প্রিয়ার কাছেতে জানাতে চাহিল . সব শেষ সব আশার ||
আমার হৃদয়ে এল বুঝি সেই মেঘ, সেই বিহ্বল পর্বত-উদ্বেগ | . তাই এই ভরা বাদল আঁধারে . মন উন্মন হল বারে বারে হৃদয়ে তাইতো সমুখীন হল . বিপুল সর্বনাশার ||
ভুল হল বুঝি এই ধরণীতলে, তাই প্রাণে চিরকাল আগুন জ্বলে . তাই আগুন জ্বলে |
. দিনের শেষে . এক প্লাবন এসে জানি ঘিরিবে আমার মন কৌতূহলে, . নব কৌতূহলে | . আমার জীবনে ভুল ছিল না বুঝি, . তাই বারে বারে সে আমারে গিয়াছে খুঁজি | . দিনের শেষে আজ বাউল বেশে ঘুচাব মনের ভুল নয়ন জলে, . মোর নয়ন জলে ||