(সংকলিতার প্রতি ) আজকে তোমার প্রতি করেছি যে অন্যায় তাইতো ডুবছে দেশ মৃত্যুর বন্যায় ; বলো তবে দয়া করে কিসে পাব উদ্ধার ঘুচবে কিসের ফলে মৃত্যুর হাহাকার ?
সংকলিতা--- নই আমি অদ্ভুত, নই অসামান্যা, ধ্বনিত আমার মাঝে মানুষের কান্না ---- যেখানে মানুষ আর যেখানে তিতিক্ষা আমার দেশের তরে সেথা চাই ভিক্ষা | আমার দেশের সেই মহামন্বন্তর ঘিরেছে তোমার দেশও ধীরে অভ্যন্তর |
[ মহারাজ ও পিছনে কুবের শেঠের প্রবেশ ]
মহারাজ--- কে তুমি এসেছো মেয়ে আমার দেশে, এসেছ কিসের তরে, কার উদ্দেশে ?
সংকলিতা---- আমার দেশেতে আজ মরে লোক অনাহারে, এসেছি তাদের তরে মহামানবের দ্বারে---- লাখে লাখে তারা আজ পথের দুধার থেকে মৃত্যুদলিত শবে পথকে ফেলেছে ঢেকে | চাষী ভুলে গেছে চাষ, মা তার ভুলেছে স্নেহ, কুটিরে কুটিরে জমে গলিত মৃতের দেহ ; উজার নগর গ্রাম, কোথাও জ্বলে না বাতি, হাজার শিশুরা মরে, দেশের আগামী জাতি | রোগের প্রাসাদ ওঠে সেখানে প্রতিটি ঘরে, মানুষ ক্ষুধিতআর শেয়ালের উদর ভরে ; এখনো রয়েছে কোটি মরণের চেয়ে তাইতো ভিক্ষা মাগি এদেশে এ-গান গেয়ে-----
গান ওঠো জাগো ও দেশবাসী, আমরা যে রই উপবাসী, আসছে মরণ সর্বনাশী | হও তবে সত্বর------ দুয়ারে উঠল মহাঝড় |
সংকলিতা---- কিন্তু তোমরা এই এতবড় রাজ্য এখানে পেলেম নাকো কোনোই সাহায্য |
[ রাজদূতের প্রবেশ ]
রাজদূত--- প্রজারা সহসা ক্ষিপ্ত হয়েছে যে মহারাজ----- রাজপ্রাসাদজের পাশে ভিড় ক’রে আছে আজ |
[ রাজদূতের প্রস্থান ]
মহারাজ--- বল মেয়ে তাদের আমি শান্ত করি কী দিয়ে ?
সংকলিতা--- ধনাগার আজ তাদের হাতে এখুনি দাও ফিরিয়ে |
মহারাজ--- তাও কখনো সম্ভব ? অবশেষে ছাড়বো বিপুল বৈভব ?
ইন্দ্রসেন--- বাঘের ওপর দেওয়া হল ছাগ পালনের ভার, কোতোয়াল হে ! তোমাদের যে ব্যাপার চমত্কার !
কোতোয়াল--- বটে ! বটে ! বড় যে সাহস ? গর্দান যাবে তবে রোস !
সংকলিতা--- ছেলের দলের সামনে সাহস ভারি, যোগ্য লোকের কাছে গিয়ে ঘোরাও তরবারি |
কোতোয়াল--- চুপ করে থাক্ মেয়ে, চুপ করে থাক্ , তুই এনেছিস দেশে ভীষণ বিপাক | যেদিন এদেশে তুই এলি ভিখারিনী অশুভ তোরই সাথে এল সেই দিনই |
সত্যকাম--- কে বলে একথা কোতোয়াল ? ও হেথা এসেছে বহুকাল ; এতদিন ছিল না আকাল | প্রজার ফসল করে হরণ তুমিই ডেকেছ দেশে মরণ, সে কথা হয় না কেন স্মরণ ? জমানো তোমার ঘরে শস্য, তবু তুমি করো ওকে দূষ্য ?
কোতোয়াল--- কে হে তুমি ? দেখছি চোরের পকেটকাটা সাক্ষী, বলছ কেবল বৃহৎ বৃহৎ বাক্যি ?
ইন্দ্রসেন--- কোতোয়ালজী, আজকে হঠাৎ রাগের কেন বৃদ্ধি ? তোমার কি আজ খাওয়া হয় নি সিদ্ধি ?
[ তলোয়ারের আঘাতে আর্তনাদ ক’রে সংকলিতার মৃত্যু ] [ প্রজাদের প্রবেশ ও কোতোয়াল পলায়নোদ্যত ]
জনৈক পথিক--- কোথায় সে কন্যা, অপরূপ কান্তি, যার বাণী আমাদের দিতে পারে শান্তি ; দেশে আজ জাগরণ যার সংগীতে, আমরা যে উত্সুক তাকে গৃহে নিতে | ( সংকলিতার মৃতদেহের দিকে চেয়ে আর্তনাদ ক’রে )
এ যে মহামহীয়সী, এ যে কল্যাণী ধুলায় লুটায় কেন এর দেহখানি ?