কবি সুকান্ত ভট্টাচার্য আধুনিক বাংলা সাহিত্যের অসামান্য জনপ্রিয় এবং শক্তিমান কবি ছিলেন |
কৈশোর থেকেই তিনি যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে | পরাধীন দেশের দুঃখ দুর্দশাজনিত
বেদনা এবং শোষণ মুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্ম জীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য
সংগ্রাম তাঁর কবিতার মূল প্রেরণা | তাঁর প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র (১৯৪৮) বাংলা সাহিত্যে বিষয়বস্তুর
অভিনবত্বের চেয়েও প্রকাশ ভঙ্গির বলিষ্ঠতা এবং প্রতিমা নির্মাণের অভিনবত্বের জন্য পাঠক সমাজে অকুণ্ঠ
প্রশংসা পেয়েছে | ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), মিঠে কড়া (১৯৫২) প্রভৃতি কবির প্রতিভার উজ্জ্বল
সাক্ষ্য |
. --- উত্স: ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩
কবির মৃত্যুর প্রায় ৬০ বছর পরেও ২০০৬ সালে সিঙ্গুরে একটি মোটর গাড়ীর কারখানার জন্য জমি
অধিগ্রহণকে কেন্দ্র করে সপ্তম বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে কৃষকের জমি বাঁচাও আন্দোলন শুরু হয়, সেই
আন্দোলনে এই কবির একাধিক কবিতা যে এত ভীষণভাবে প্রাসঙ্গিক হবে তা দেখে সবাই আশ্চর্য হয়েছেন |
আমাদের যোগাযোগের ঠিকানা :-
মিলনসাগর
srimilansengupta@yahoo.co.in
.