কবি সুমন কুমার সাহুর কবিতা
*
জীবন সংগ্রাম
কবি সুমন কুমার সাহু

মেঘলা আকাশ ছেয়ে
ঝির ঝির সারাদিন
বেলা বয়ে যায় নদীর জলে
যাত্রা অন্তহীন

ঢেউ ওঠে মনে
ঢেউ ভাঙে মনে
বয়ে যায় স্রোত মন সাগরে
একলা নাওয়ে বসে
শক্ত হাল ধরে
সময় ফেরি পারাপারে

ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে
মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কে তুমি
কবি সুমন কুমার সাহু

তুমি রাত গভীরে আসো
ঠক ঠক কড়া নাড় মনে
আমি একাকী তখন
খোলা আকাশের নিচে

আমি চিনতে চেষ্টা করি
কে তুমি এসেছ দোরে
জেনেও না জানি
কে তুমি আসো বারে বারে

তুমি নিয়ে আসো এক রাশ গল্প
কবিতার ভাষা গানের সুরে
তুমি দিয়ে যাও এক থালি স্বপ্ন
বুভুক্ষু হৃদয়ে এ জীবনের মাঝে

কে তুমি কে তুমি
আঁধারে রয়েছে মিশে
দিন লিপি জীবনের
এক আকশের নিচে ||

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
তীরের খোঁজে
কবি সুমন কুমার সাহু

একলা মনের রাত্রি কাঁদে
হায়েরে ভালবাসা
গভীর চোখের সরোবরে
ঝিলমিল আলেয়া

পলক ফেলে মুক্ত ঝরে
শোকায়ে গভীর নিশ্বাসে
আকাশ কালো ঘন মেঘে
এখনো বুকের মাঝে

কাটছে সময় ভাঙছে ঢেউ
ভালবাসার তীরে
অথেই জলে আমার কেউ
রয়েছে তীরের খোঁজে ||

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
মন বাউল
কবি সুমন কুমার সাহু

মন বাউলে কারে খোঁজে
একাকিত্বের নেশার ঘোরে
এক তারা মন কেঁদে ওঠে
টেরা কোটা ওই বুকের খাঁজে

ধুলায় মরম পথের সাথে
ডুবকি তালে ভবঘুরে
ভাবের ভাষা স্বপ্ন বাঁধে
ব্যাকুল হৃদয় গানের সুরে

দোতারা কে বাজায় প্রাণে
দূর দিগন্ত ওই রাঙা পথে
মন বাউলে কারে খোঁজে
ওই লাল পাহাড়ির দেশে ||

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
একলা মনে
কবি সুমন কুমার সাহু

তোমার কথা ভাবলে পরে
জল আসে চোখে
বুকের ভেতর শুন্য লাগে
একলা মনের মাঝে

রয়েছো তুমি তোমায় নিয়ে
আমার থেকে দুরে
নেমে আসো দুগাল বেয়ে
তোমায় ভাবলে পরে

বুকের মাঝে মেঘ হয়ে
থেকো চিরতরে
ভালোলাগার স্বপ্ন ধুয়ে
বৃষ্টি নামাও চোখে।

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
জীবন
কবি সুমন কুমার সাহু

আঁকছে ছবি    ভাবছে কবি    মরমি গল্পের ছোঁয়া
শক্ত মলাটে    কুঞ্চিত ললাটে    গ্রাম্য জীবন কথা

তুলির টানে    ভিজছে ঘামে    গরুর গাড়ির চাকা
দোয়াত কালি    লেখক কবি    মেঘে ঢাকা তারা

এইতো জীবন   ভাবের ভুবন     সাহিত্য মোড়কে
গানের ছবি      গল্প কবি       কবিতা তোমাকে।

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
স্বপ্ন দেখি তোমায় নিয়ে
কবি সুমন কুমার সাহু

আমি স্বপ্ন দেখি
তোমায় নিয়ে
আমি কবিতা লিখি
তোমার তরে
আমি গর্ব করি
তোমার হয়ে
আমি ভালোবাসি
তোমার সাথে
তুমি ডোবাও আমায়
তন্দ্রা দিয়ে
তুমি ভাবাও আমায়
উদাস করে
তুমি মহান হয়ে
আমার হৃদয়
আমার প্রেমে
ডোবাও তোমায়

ভোরের আলোয় চমকে উঠি
এই হলো বুঝি তোমার ছুটি
সারা দুপুর উদাস মনে
কবিতা লিখি তোমার তরে
সন্ধ্যে হলে মনের ফাঁকে
স্বপ্ন রঙিন তোমার ছবি আঁকে

নীল সাগরের ঢেউয়ে
তুমি উঁকি মারো
অমনি আমি বলি
আরো কাছে এসো
পানসি মেঘে ঘুরে বেড়াও
নীল আকাশ পথে
রাম ধনু রং রাঙিয়ে তোলো
আমার হৃদয় জুড়ে
স্নিগ্ধ শুভ্র কুয়াশা হয়ে
সবুজ পাহাড় ধরে
গর্মী শ্বাসে ঝরে পড়
শিশির বিন্দু হয়ে

তবুও আমি স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি তোমায় নিয়ে ।

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
জীবন নদী
কবি সুমন কুমার সাহু

জীবনের নদী                  মরনের তরী
প্রকৃতির সাথে সাথে
ঘটে দিনরাত          জীবনের পাঁচসাত
সময় ধারার বেগে;
জীবনের গড়া              জীবনের ভাঙা
তবু প্রেম ভালোবাসা
জীবনের ধারা             মরনের খেয়া
প্রকৃতির আশা।
এই নিয়ে বয়ে চলে         জীবনের নদী
      আপনার তরী II

স্তব্ধতা এসে             অন্ধকারে মিশে
নিঝুম প্রকৃতি
চঞ্চল করে মন          হৃদয়ের ঝন ঝন
ভাঙা গড়া স্মৃতি ;
উত্তাল ঢেউ             কাছে নেই কেউ
হৃদয়ের ছোট্ট আশা
কাছে নিয়ে আমি         যেন এক তরী
সে যে প্রেম ভালোবাসা।
এই নিয়ে বয়ে চলে        জীবনের নদী
আপনার তরী II

আষাঢ়ে বাতাসে            একাকী বসে
অঝোরা পৃথিবী
কম্পিত হৃদয়ে              স্তব্ধতা বয়ে
নিশ্চুপ আমি;
হাল ধরে আমি         হাল ছেড়ে আমি
হালায় একাকী
তবু আমি শক্ত         তবু আমি স্তব্ধ
নিয়তির সাথী।
এই নিয়ে বয়ে চলে        জীবনের নদী
আপনার তরী II

আমি যদি কবি        আমি তবে ভাবি
স্বপ্ন জীবন মোর
আমি যদি প্রেমি        তবে ভালোবাসি
বাসনা  জীবন ঘোর ;
আমি যে আমি            জীবনের নদী
বাস্তব জীবন স্রোত
জীবনের গড়া            জীবনের ভাঙা
ক্ষনিকের শ্লোথ I
এই নিয়ে বয়ে চলে        জীবনের নদী
আপনার তরী II

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
বিশ্ব কবি
কবি সুমন কুমার সাহু

হে বিশ্ব কবি -
দিগন্ত থেকে শুনেছি তোমার বার্তা I

তুমি এসেছিলে
ঐ পূব দিগন্ত থেকে
আলোক ঝরনা ধারা নিয়ে
তপোবনে তপন স্নিগ্ধ মরুচ্ছাস,
ওহে রবীন্দ্রনাথ I

বৈশাখে নব রবি
উঠেছিলে পূবে
সোনালী কিরন ধরে
নেমে ছিলে জোড়াশাকোয়
ঠাকুর পরিবারে ;
সারদা মায়ের কোল থেকে নেমে
এসেছো বঙ্গ মায়ের স্নেহাচলে
সাজিয়েছো তারে নূতন সাজে
"রূপসী" কখনো "সোনার বাংলা" রূপে I

আলোক ছ্টা স্বর্নমালা
আলোক রজনী
ফোটাও খুশি পূবাচলে
অন্ধকারের গ্লানী,
তন্দ্রাচ্ছন্ন বিশ্ববাসী
উঠলো জেগে জেগে
ধরলো জেঁকে দিবস ছ্টা
মনে প্রানে জেঁকে ,
উষার হাসি খিল খিলিয়ে
জাগায় মনে ছবি
জানালা ধারে উদাস মনে
কলম ধরে কবি I

ভাবের ঢেউয়ে জোয়ার আসে
কবির কলম 'পরে
রঙ বেরঙের আলোক ছ্টা
কবির অঙ্ক কষে
পূবাচলে আবির মেখে
অমোঘ দ্যুতি কবি
"সোনার তরী" বাঁধছে বসে
ওযে ছোট্ট রবি I

ওহে রবীন্দ্র -
তোমার লেখনী ঝরনা ধারায়
ফুটেছে কুসুম কবিতালয় ,
তোমার কবিতা তোমার লেখা
অমৃত প্রানে প্রেমে গাঁথা ,
তোমার সুরে সুরেলী স্নেহা
তোমার পরশে মোদের কায়া ,

কবিতার সেরা কবিতা লেখো
গল্পের সেরা গল্প  
এথায় কতো ফোটাও ছবি
ফোটাও মধুর কল্প I

তোমার গৌরব যশ  
বাড়াতে আমরা হব নিরলস
এ প্রতিঞ্জা তোমার চরনে
তোমার মহিমা তোমার কৃতি
তোমার ই গরিমা হয়ে রবে গীতি
সকল হৃদয়ে জীবনে-মরনে II

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
মন বধুয়া
কবি সুমন কুমার সাহু

আজ সন্ধ্যে থেকে
একাকী ছাদে
রয়েছি শুয়ে
আকাশের দিকে চেয়ে ,

সারা দিনের শেষে  
ক্লান্ত দাবদাহে
উত্সুক চোখ   
রাতের অন্ধকারে I

বিশাল এ জলসা  
ঝিকমিক আলেয়া  
ঘুট ঘুটে কালো ক্যানভাসে  
চোখ জল ঝাপসা  
খোঁজে মন বধুয়া  
আকাশের মাঝে কবিতা তোমাকে  |

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর