কবি সুমন কুমার সাহুর কবিতা
*
মন
কবি সুমন কুমার সাহু

চল মন পালিয়ে যাই
তোকে নিয়ে দূর পালাই
ভালোবাসা আবেগ নেশা
ব্যাথা দিতে মন বোঝেনা I

তবুও ক্যানো ভালোবাসা
মনের মাঝে মধুর ভাষা
এমন খানি স্বপ্ন দেয়
স্বপ্ন নিয়ে দূর পালায় I

তাই তো বলি সমঝে চল
বাঁচিয়ে রাখিস চোখের জল
ভেবে চিন্তে পা বাড়া
নয়তো  মন দূরপালা !

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*


.                                                                                       সূচিতে . . .   


মিলনসাগর
দীপ্ত উচ্ছাস
কবি সুমন কুমার সাহু

আকাশ
ঠান্ডা বাতাস
মেঘ বাদলার পূর্বাভাস
জমানো কথা মনের আশ
আসছে ধেয়ে তোর দীপ্ত উচ্ছাস
রাখব ধরে সেচের জলে বারো মাস
জীবন ক্ষেতে রোপিত হৃদয়ে বেঁচে থাকার চাষ।

.             *************************           
*
অদ্ভুদ জীবনের ছবি
কবি সুমন কুমার সাহু

আজি এ অদ্ভুদ জীবনের ছবি
আমি এঁকে চলি বারে বারে
জীবনের শত রঙ হাতে
তবুএ রঙে ডোবেনি
.              -মোর তুলি  

যে ছবি এঁকেছি আগে
সে কবে ধুয়ে মুছে গেছে
তাই এঁকে চলি বারে বারে
জানি এও যাবে মুছে
.         -এ জীবনের সাথে  

আমার এই অদ্ভুদ  ছবি
কবে গেছে মিশে জীবনের সাথে
শেষ হয়েও রয়ে যাবে সব ই
যদি কোনো দিন হাতে
.            -তুলে নাও তুলি

শত রঙে রঙিও না
আমি যে শুধু তোমার রঙেতে রঙি
সে রঙ যদি না দাও তুমি
হতে প্রস্তুত আমি
.          -অদ্ভুদ জীবনের ছবি।

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
স্বাধীন ভালবাসা
কবি সুমন কুমার সাহু

ভালোবাসতে বলেছিলে-
প্রেম সমুদ্রে ডুবতে বলেছিলে
বলেছিলে প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হতে
বলেছিলে আরো কাছে আসতে
কিন্তু পারিনি!

সেদিন আমি গেছিলাম যুদ্ধে
জন্মভূমির মাতৃটানে –
দেশ মাতাকে বাঁচাতে I
সেদিন লড়ে ছিলাম দেশের দশের হয়ে
অত্যাচারি, অত্যাচারের বিরূদ্ধে;

ফিরে এসেছিলুম দেশ স্বাধীন করে-
এসেছিলুম তোমার আমার মাতৃক্রোড়ে I

কিন্তু  সেদিন তুমি ছিলেনা
তুমি ছিলে দেশ বিভাগের ওপার পারে-
বেড়াজালের ও-ই সূধুরে

তুমি বলেছিলে ভালবাসতে
প্রেম প্রীতি বন্ধনে আবদ্ধ হতে
সত্যি আমি পারিনি !!

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কবিতা তোমাকে
কবি সুমন কুমার সাহু

ভালোবাসা আজ তোমায়
ভাসিয়ে দিয়েছি জলে  
অশ্রুকনা আমার ভাষা
তোমার হৃদয় 'পরে I


অক্ষর  গুলো হৃদয় ধ্বনি  
ধক্,ধক্, কবিতার ছন্দে
কাগজ্-পেনের এ আলিঙ্গন
সৃস্টি আমার ঔরসে I


পাওয়া না পাওয়ার স্বাদ  
কাব্যিক লিলায় মাতে  
তৃপ্তির চরম সুখ
কবিতা তোমাকে॥

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
উষা
কবি সুমন কুমার সাহু

বহুদিন পর আজ
মিশেছে কলম
সাদা নির্জীব কাগজে
সজীব সতেজ মন
উধাও চোখের ঘুম
-জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে

নির্মম শানিত
কলমের ধার
কেটে চলে বুলি খাতার 'পরে
ওই বুঝি ভোর হলো
ওই বুঝি উঠলো রবি
-মন পড়ে রয় জানালার ধারে

রাতের এই অন্ধকারে
মোমবাতি গলে চলেছে
ধীরে ধীরে নিঃশব্দে
ভোরের আলো ওঠার আগে
যদি যায় নিভে
-কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে

মনের এই দ্বন্দ খেলা
কলমের ছুটে চলা
একদিন যাবে থেমে
হয়তো সেদিন ঘুমিয়ে যাবো
মিলিযে যাবো অথৈ জলে
-চোখের বালি মিশে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
পথিক
কবি সুমন কুমার সাহু

সোজা পথের পথিক আমি
চলেছি সুদূর পানে
মনের খেয়াল হৃদয়  নিয়ে
আপন মনে ভাসে

বুকের মাঝে হৃদয় ধ্বনি
ব্যাকুল মনের টান
চোখের দেখা হারিয়ে গেলো
নিয়তির পিছুটান

তবুও স্তব্ধ হয়ে শক্ত আমি
সোজা পথের পানে
সাথে নিয়ে চলেছি আজ
কবিতা তোমাকে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কবি সুকান্ত
কবি সুমন কুমার সাহু

কিশোর কবি, অন্ধকারে তুমি-ই দীপ
শান দেওয়া  তলোয়ারের মতো তোমার পেনের নিব
তুমি দেখেছ- বুঝেছ, লিখেছ কত অস্পষ্ট দৃশ্য
যা ছিল ওদের নিষ্ঠুরতা বর্বরতার কাছে এক চিমটে নস্য
সাত রাজার ধনের তুমি একটি মানিক
হাজার সময়ের মাঝে তুমি ছিলে ক্ষনিক
ক্ষণিকের জন্য এসেও তুমি-
বিনা অমৃত পানে অমরত্ব লাভ করেছ্-
ওগো কিশোর কবি
অনেক দিনের অত্যাচারের প্রতিবাদী বিন্দু তুমি
হাজার প্রেরনার গঙ্গা তুমি, ওগো বিদ্রোহী কবি
তোমার-ই দৃষ্টিতে এসেছিল
'এক মরা চিল'
ছোঁ মেরে কেড়েনিত সব কিছু ,কিন্তু পড়লো ফুটপাতে একদিন
এসেছিল সিগারেট্, সিঁড়ি, রেশন কার্ড ও গরীবের ভাবনা
সত্যি বিদ্রোহী তোমায় ভাবা যায়না  
বিপ্লবীদের আদর্শ তুমি,
বিদ্রোহের মন্ত্র আছে তোমার কবিতায়
সত্যের তীব্র খোঁচা আছে তোমার কথায়
আমাদের মাঝে আদর্শ তুমি
ওগো বিদ্রোহী কবি
তোমার ঞ্জ্যান,ধ্যান  এ নেই কোনো অন্ত
ওগো সবার প্রিয় কবি সুকান্ত I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
ফাইল বন্দী জীবন
কবি সুমন কুমার সাহু

খিড়কি থেকে                  তাকিয়ে থাকি
ফাইল বন্দী জীবন
ছন্দ   ছবি                     ভাসছে প্রেমি
নিঃসঙ্গ এই ভুবন

দেখা যায়  দূরে              আলেয়ার সুরে
কবিতা স্বপ্নময়
যার তরে কাঁদি           সে ফিরিয়েছে মুখি
ভালোবাসা সংশয়

কালিমালিপ্ত                       কাগজে দিপ্ত
অনুভুতি লেখে
সময়ের পরিহাসে               দপ্তর খোঁজে
কবিতা তোমাকে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
আমি এক নারী
কবি সুমন কুমার সাহু

সময়ের খেয়া দোলে
বহিয়েছে মোর তরী
নিজেও বুঝিনা মন
আমি এক নারী

চাওয়া পাওয়ার ঘেরা টোপে
উষ্ণতা আমারে গ্রহন
সম্পর্কের বেড়াজালে
প্রেম ভালোবাসা বন্ধন

কোমল শরীরে নারী মন
গভীর উষ্ণতা খোঁজে
দৃড় মনের ঠিকানাতে
বাজাতে চায় বারে বারে

গোপনোতা মোর ভান
নেশা মায়াজাল প্রীতি
চাহিদা তোমায় সব্-ই দেব সঁপে
নির্যাসে প্রাধান্য স্বীকৃতি

উষ্ণতা শিশুমন
উষ্ণতা মাতৃ রূপী
উষ্ণতা সংগমে লিপ্ত
আমি এক নারী I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর