কবি সুমন কুমার সাহুর কবিতা
*
তুমি
কবি সুমন কুমার সাহু

তুমি আমার ভোরের আকাশ
স্বপ্ন মাখা দিন
তুমি আমার ঘুম ভাঙা চোখ
অনুভুতি দূরবিন   
তুমি আমার মেঘলা হাওয়া
বিদ্যুত ঝলকানি
তুমি আমার দুরন্ত রোদ্দুর
আলোক সন্ধানী
তুমি আমার গোধূলির সুর
সন্ধ্যা রজনী
তুমি আমার রাতের তারা
মিটিমিটি লজ্জবতী
তুমি আমার হৃদয়ের স্পন্দন
শব্দ সৃজনে
তুমি আমার জীবন কথা
কবিতা তোমাকে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
বৃষ্টি
কবি সুমন কুমার সাহু

তোকে আমি খুঁজি
সীমাহীন দিগন্ত জুড়ে
মেঘ বাদলার ইসারা বলে
তুই তো আছিস,আছিস আমার্-ই প্রানে

তুই আমার ফোঁটা ফোঁটা ছোঁয়া
হালকা মিষ্টি মেঘের হাওয়া
তুই ভিজিয়ে ও ভিজাসনা মন
তুই যে অতৃপ্ত ভালোবাসা চাওয়া

কখনো বা তুই আভাস ছড়াস
আসবি আসবি বলে
ঘন কালো মেঘের সাথে
হাওয়ায় উড়ে যাস যে চলে

কখনোবা না চাইতেই জল
ক্যামোন ছলনা তোর বল
দমকা হাওয়ায় আসিস ছুটে
ফেলে যাস ছোঁয়া লুন্ঠিত হৃদয়ের মাঝে

আমি যে ভিজতে চাই
তোর ঝরনা ধারায়
আপ্লুত মন সিক্ত দেহে
মিষ্টি ছোঁয়া ভালোবাসায়

তাই ঝির ঝির সারা দিন
তৃষ্ণার্ত এ হৃদয়ের মাঝে
ভেজাস মনের উষ্ণ চাওয়া
দীর্ঘ্শ্বাসে আলিঙ্গনে II

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
রাতের নিঃস্তব্ধতা
কবি সুমন কুমার সাহু

গভীর রাতের নিঃস্তব্ধতা ভাঙে
ঝমঝম বর্ষার মাঝে
ঘন অন্ধকারের মায়াজাল বুনে
বিদ্যুত চমকাতে চমকাতে

এখনো গাছ্তটে বসে
নাও বেঁধে ঘাটে
কে পথিক আসবে তুমি
এ জীবন-নদ পারাপারে
বেঁধেছি জীবন স্বপ্নে
ওদিকে বৌ আছে ঘরে
ওই বুঝি দেয় ডাক
খিদে পেটে চিতকার
না হয় রাত হলো বটে
বাচ্চাগুলো যেন ঘুমিয়ে থাক
ওই বুঝি ওর মা
ফিস ফিস দেয় তা
উতসুক মনে উতকন্ঠা নিয়ে
ভাবছে আমার ফেরা

এদিকে গভীর রাতের নিঃস্তব্ধতা ভাঙে
ঝমঝম বর্ষার মাঝে
ঘন অন্ধকারের মায়াজাল বুনে
বিদ্যুত চমকাতে চমকাতে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
মন কথা কও
কবি সুমন কুমার সাহু

তুমি নিশ্চুপ কেন
কথা কও
তুমি তো চঞ্চল থাক
হৃদয়ে যখন বও
তুমি ঝরনায়ে ঝরে পরো
হৃদয় গুহার মাঝে
তুমি ডানা ঝাপটাও
মন আকাশের 'পারে

তুমি নিশ্চুপ কেন কথা কও
তুমি নিশ্চুপ কেন তুমি কি আমার নও!

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
স্বপ্ন নিয়ে
কবি সুমন কুমার সাহু

আমি যেন শুধু তোমার কবি হই
আমি আর কারও কবি নই

তুমি ই তো আমার মনের ভাষা
স্বপ্ন আকাশ মুক্ত ছোঁয়া

আমি কাব্যের রসে নীল কন্ঠ কবি
ভেদাভেদ হীন মানুষের গান বাঁধি

তোমায় গড়েছি কবিতায়
অনুভুতি প্রেম দিয়ে
তুমি আমি মানুষের ভাবনায়
আগামীর স্বপ্ন নিয়ে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
জীবনের কবিতা তোমাকে
কবি সুমন কুমার সাহু

স্বপ্নের সিড়ি ভেঙ্গে
দিন যেত চলে
সকাল সন্ধ্যে পার হত
এ জীবনের তালে

পার হতে হতে
পেরিয়েছি কত দিন
যেন কোনো আলেয়ার সুরে
দিন গুনে চলি দিন

পদ্য টেনেছে মোরে
গোধুলি বেলার শেষে
তবু খুঁজে ফেরি কারে
এ কাব্যের রসে

এক নব প্রাতে
তুমি এলে কাছে
স্বপ্ন মাখা ছন্দ বেশে
দিলাম কবিতা তোমাকে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
ভলোবাসার তীরে
কবি সুমন কুমার সাহু

যে হৃদয় উড়ত ভেসে  
আপন খুশি মেজাজ নিয়ে
আজকে হঠাত থমকে গেলো
ভলোবাসার তীরে এসে  

যে সময়ের সস্তা দামে  
উড়ত ক্ষনিক পাখনা মেলে
সেই সময়ের দোহাই দিয়ে
ক্ষনিক এখন তোমার বেশে  

ছিলাম আমি বিশাল নিয়ে
নীল সমুদ্রের বক্ষপেতে
এখন আমি আছড়ে পড়ি
ভালোবাসার তীরে এসে

কেন-ই আকাশ মিলতে এলে
দিগন্ত ওই স্পর্শ জুড়ে
পানসি মেঘের ছাউনি দিয়ে
কাল বৈশাখী ঝড় টি দিলে

ভালোবাসার মনের পাখী
অবুঝ ভাসা কেন-ই পেলে
জেনেও যেদিন হারাবে সেদিন
ভালোবাসার তীরে এসে

পাখীর ডাকে ঘুমিয়ে পড়ি
তোমার ডাকে জেগে
তোমার কথা ভেবে ভেবে
আজ সূর্য্য গেছে ডুবে

বিকেল বেলা গন্ধ ছাড়ে
ভোরের বাসি ফুল
সন্ধ্যে বেলাই আভাস ছাড়ে
ভোরের তাজা ফুল

এমন করে কাটছে জীবন
হৃদয় গেছে থেমে
সকাল সন্ধ্যে পূর্ন গ্রহন
ভালোবাসার তীরে এসে

হয়তো যেদিন বুঝবে তুমি
আসবে নদী ধরে
লিবার্টি হয়ে থাকবে সেদিন
ভালোবাসার তীরে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
কবি সুমন কুমার সাহু

জানি আজ বহু দূরে
সাত সমুদ্র তেরো নদীর 'পারে
সময় গিয়েছে চলে
শুধু অপেক্ষI ঘনো কালো রাত্রির আগমনে

তবুও মন আজ ও তাজা
সেতো পাউসী মেঘে বাঁধা
ঘুরে বেড়াই কাঁদা পায়ে
গাঁয়ের পাড়ে হাঁটা I
দুই ধারে সবুজ খেত
আলে আলে ছোটা
ছুটতে ছুটতে নদীর পাড়ে
ঘাটে বাঁধা নৌকা,
মায়ের দেওয়া পয়েসা খানি
ট্যাঁপেই থাকুক গোঁজা
সাঁতরে আমি পেরিয়ে যাবো
নীল নদের ভেলা;
নাওয়ের পালে হাওয়া লাগে
অগ্র্রগতির ধারা
হৃদয়ে মাঝে ভালোবাসা
আজও আমার বাংলা-গাঁ I

সময়ের সাথে ভাসতে ভাসতে
হয়তো কাছে-দূরে
তোমার স্মৃতি তুলে ধরে
আমার মোবাইল রিংটোনে ,
মন যখন মোবাইল হয়
ভাইব্রেসান প্রানে
বাংলা মায়ের মুখ খানি আজ
ল্যাপটপে ভাসে II

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর
*
দিন সাগরে
কবি সুমন কুমার সাহু

মেঘলা আকাশ নদীর জলে
বইছে স্রোত বুকের মাঝে
পাল তুলেছে ইচ্ছে গুলো
মন মাঝিরে ভালোবেসে

ইলশে গুড়ি তোমার ছোঁয়া
জাগায় আশা স্বপ্ন জালে
দোহাই তোমায় হাল টা ধরো
এগিয়ে যাব দিন সাগরে I

.             *************************           

.                                                                                       
সূচিতে . . .   


মিলনসাগর