যে ছেলেটি নাম ধরে ডাকল প্রথম, তার সে প্রথম প্রেম। খড়খড়ি ফাঁকে তার প্রেমময় চোখ ফিরেছে আমাকে ঘিরে, তার সে প্রথম প্রেম। তখন আমার প্রেম রাজহংসী গ্রীবা নিয়ে খেলা করে অন্য সরোবরে। অবজ্ঞায় ফিরিয়েছি ওকে। স্পর্ধা তার এনেছে বিস্ময়, শব্দের কর্কশতায় আহত করেছি তাকে ফিরে গেছে ম্লানমুখে।
আমার প্রথম প্রেম আদর পেত না যদি। হ’ত যদি অবজ্ঞাত, অনাঘ্রাত কুল, অবহেলা ভরা চোখে বিদ্ধ হ’ত আমার সে প্রেম, তবে আমি প্রেমস্বর্গ থেকে নীচে নেমে, নীচে নেমে সে ছেলেটি সাথে আরও কত দরিদ্র এমনজন দাঁড়াতাম এক সমভূমে।