কবি সুনন্দা চক্রবর্তীর কবিতা
*
আমার ভুবন
কবি সুনন্দা চক্রবর্তী

এ সন্ধ্যা সমুদ্র পার. . .
গীতিমাল্য হাতে,
এ রাত ওই পুবের গলি বেয়ে আসে,
আসে, হাঁটে ওড়ে. . .
কেউ কেউ যেমন একা আর ফাঁকা
জীবন পঞ্জিময় ঘোরে শুধু ঘোরে।

আমার ভুবন শুধু ছুঁতে চায়
চেনা দিগন্তটুকুকে . . .
চলে যেতে চায়
যেদিকে দিন রাত্রি সবাই চলেছে।

সমস্ত রহস্য ভেদ চাইনি, চাইনি কখনও
তাই আজও এক্কা দোক্কা খেলি,
মনে মনে বলি, এই হল দিন আর এই রাত ;

গোলার্ধ মিটি মিটি হাসে
রেখাহীন আমার গোলার্ধ,
বর্ষায় বর্ষাতি মোড়ে . . .
কবিতায় শিক্ত বাঁশঝাড় . . .
সন্ধ্যা নামে জোনাকি মালায়

যখন অন্ধকার ঝিঁ ঝিঁ গাঢ় বেণুবন।

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
লজ্জিত প্রেম
কবি সুনন্দা চক্রবর্তী

যে ছেলেটি নাম ধরে
ডাকল প্রথম, তার সে
প্রথম প্রেম। খড়খড়ি ফাঁকে
তার প্রেমময় চোখ ফিরেছে
আমাকে ঘিরে, তার সে প্রথম
প্রেম। তখন আমার প্রেম
রাজহংসী গ্রীবা নিয়ে
খেলা করে অন্য সরোবরে।
অবজ্ঞায় ফিরিয়েছি ওকে।
স্পর্ধা তার এনেছে বিস্ময়,
শব্দের কর্কশতায় আহত করেছি
তাকে ফিরে গেছে ম্লানমুখে।

আমার প্রথম প্রেম আদর
পেত না যদি। হ’ত যদি
অবজ্ঞাত, অনাঘ্রাত কুল,
অবহেলা ভরা চোখে
বিদ্ধ হ’ত আমার সে প্রেম,
তবে আমি প্রেমস্বর্গ থেকে
নীচে নেমে, নীচে নেমে
সে ছেলেটি সাথে
আরও কত দরিদ্র এমনজন
দাঁড়াতাম এক সমভূমে।

.      *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর