কবি সুনয়নী দেবীর কবিতা
*
একটি কবিতা
কবি সুনয়নী দেবী

সারাদিন বসি গগনের মাঝে
আলোকের খেলা করিয়া শেষ
সাঁঝের বেলায় চলে দিনমণি
ক্লান্ত শরীরে আপন দেশ।
গ্রামের পথটি আঁধারে ঢাকিল
ছেলেরা চলিল আপন ঘর
প্রদীপ জ্বালিয়া কে রেখে দিয়েছে
আলপনা দিয়ে দুয়ার পর।
বধূটি চলেছে ঘোমটায় ঢাকি
কলসি ভরিয়া লইয়া জল
সোপান বাহিয়া চলে ধীরে ধীরে
চরণে তাহার বাজিছে মল।
গগন সাজিল নতুন শোভায়
পরনে নীল শাড়ি হীরার ফুল।
জ্বলিল গগনে হীরক-প্রদীপ
আর নাহি হবে পথের ভুল।
খেয়া তরীখানি বাহিয়া এখনি
আসিবে যে নেয়ে করিয়া পার
বলিবে কে যাবি আয় ত্বরা করি
নাহি কোনও ভয় ভাবনা আর।

.      *************************      
.                                                                               
সূচিতে . . .   



মিলনসাগর