কবি সুনয়নী দেবী – জোড়াসাঁকোর ঠাকুরবাড়ীর মেয়ে। পিতা গুনেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সৌদামিনী
দেবী। কবি তাঁদের কনিষ্ঠা কন্যা এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের পৌত্রী ছিলেন।
সেই অনুয়ায়ী তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও দিগম্বরী দেবীর প্রপৌত্রী। তাঁর বিবাহ হয় রজনী
চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি ৯২ বছর পর্যন্ত জীবিত ছিলেন।

সুনয়নী দেবীর পৌত্র হলেন চিত্রশিল্পী এবং পাশ্চাত্য সঙ্গীতের বিশেষজ্ঞ কিশোর চট্টোপাধ্যায়।  

কবিতা রচনার পাশাপাশি সুনয়নী দেবী চিত্রশিল্পীও ছিলেন। তিনিই বাঙালী মহিলা চিত্রশিল্পীদের পথিকৃত
বলা চলে। তিনিই প্রথম বাঙালী (সম্ভবত ভারতীয়) মহিলা শিল্পী যিনি প্রথম তাঁর ছবির প্রদর্শনী করেছিলেন।
এছাড়া তিনি জানতেন গান।

তাঁর কবিতায় উঠে আসে গ্রাম ও প্রকৃতি।

আমরা
মিলনসাগরে  কবি সুনয়নী দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।    


কবি সুনয়নী দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০৮.১১.২০১৪
...