বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্যমনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কী পাবে, নিজেকে হারাবে | বন্ধ ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে | ভয়ের সঙ্গে ভাব করেছি, ভয় দেখিয়ে ডেকো না | অন্ধ লোভে লোকালয়ে থাকে তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে | অনেকটা পথ পার হয়েছি থমকে যাব ভেবো না || . *************************
যাক যাক দিন যাক রাত চলে যাক একবার ভুল ভেঙে যাক | যাক যাক মন যাক মন ভেসে যাক যাক তোমার কাছে ধরা দিয়ে, যাক যাক একরাশ মেঘ উড়ে যাক ওই চোখে হারিয়ে গিয়ে || বার বার মনে হয় তুমি আর দূরে নও, দূরে নও---- তবে কেন সহচরী সরে গিয়ে ছায়া হও, ছায়া হও--- যদি ভুল কর, আমি কি করে করি ভুল তোমায় নিয়ে || দিনরাত শুধু কেন ভাবনার মাঝে রও, মাঝে রও, নাহয় বাতাস হয়ে দূর থেকে কথা কও, কথা কও--- যদি তুমি পার আজি এই প্রাণে প্রাণ মন দাও মিলিয়ে ||
এতটুকু আমি কতটুকু পারি দিতে এই পৃথিবীতে যতটুকু পাওয়া তারও বেশি দেওয়া ভাঙা মন জোড়া দিতে || কত নেভা মুখ নিভৃতে জ্বলেছে সুরের আগুনে পাষাণ গলেছে কত ভেজা চোখ মুছিয়ে দিয়েছি রিক্ত হৃদয় সংগীতে || তটিনীর মত এই চলা মোর একদিন শেষ হবে হয়তো আমার দুই তটে শুধু কিছু কিছু স্মৃতি রবে | আলো জ্বেলে যাই সবার আঁধারে নিজের ছায়ায় রহি কাঁদিবারে---- হয়তো এ আমি বেঁচে রব শুধু ছিঁড়ে ফেলা কাহিনিতে ||
এমন মধুর ধ্বনি আর শুনিনি তার চরণ নূপুরে--- বাজে কত যে লাজে আলো নেভা সাঁঝে আমার হৃদয় জুড়ে || মনের দুয়ার খুলে রাখি যদি সে আসে আকুল নয়নে চেয়ে যে থাকি যদি সে আসে--- মনে হয় এত কাছে নয় সে তো দূরে || পথের প্রান্ত হল আলো তারই আলোতে ঘরের প্রদীপ নিভে গেলো তারই আলোতে--- ছায়া তার ধরা দিল মায়াভরা সুরে ||