কবি মহারাণী সুনীতি দেবী – ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কেশবচন্দ্র সেনের জ্যেষ্ঠা কন্যা।
তাঁর বিবাহ হয় কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভ-প বাহাদুরের সঙ্গে।

কবি মহারাণী সুনীতি দেবী ইংরেজী ও বাংলায় বহু গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে রয়েছে “অমৃত বিন্দু”
প্রথম ও দ্রিতীয় খণ্ড, “কথকতার গান”, “সতী” প্রভৃতি। এই গ্রন্থগুলিতে সঙ্গীত যদিও প্রাধান্য পেয়েছে, তবু এর
কাব্য মাধুর্য্যও লক্ষ্যণীয়।

১৯০৮ সালে তিনি এবং তাঁর বোন  
য়ূরভঞ্জের মহারাণী সুচারু দেবী মিলে শুরু করেন দার্জ্জিলিং-এর
মহারাণী গার্লস স্কুল।

ময়ূরভঞ্জের মহারাণী সুচারু দেবীর মৃত্যুর পর ১৯৩২ সালে তিনি বেঙ্গল উয়োমেন্স এডুকেশন লীগ এর
সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আমরা
মিলনসাগরে  কবি সুনীতি দেবীর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।    


কবি সুনীতি দেবীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০৪.১১.২০১৪
...