কবি সুরেশ বিশ্বাসের মূল পাতায় . . .
উপরে
কবি সুরেশ বিশ্বাসের মূল পাতায় . . .
HOME BANGLA
একটি আবেদন
কবি সুরেশ বিশ্বাসে স্মৃতি ও সৃষ্টি রক্ষার জন্যে একটি আবেদন ---

প্রি
য় পাঠক ও সুরেশ বিশ্বাসের গানের অনুরাগীদের কাছে একটি সনির্বন্ধ অনুরোধ :- -  

কারোর ব্যক্তিগত সংগ্রহে যদি ওঁর প্রকাশিত-অপ্রকাশিত গান, গানের স্বরলিপি, কোনও রচনা, চিঠি বা সুরেশ বিশ্বাস সম্পর্কে
কোনও তথ্য থাকে তাহলে
নিবন্ধকার (রাজেশ দত্ত) অথবা এই ওয়েবসাইট মিলনসাগর-এর কাছে পাঠালে বাধিত হব |

মরা, সুরেশদার কয়েকজন একনিষ্ঠ অনুরাগী ওঁর জীবন ও গান নিয়ে মুদ্রন ও বৈদ্যুতিন মাধ্যমে একটি স্মারক সংকলন
প্রকাশের প্রথমিক পরিকল্পনা করেছি | এই উদ্যোগ এখনও সাংগাঠনিক রূপ নেয় নি, ব্যক্তিগত অনুভব বিনিময় ও
আলাপচারিতায় সলতে পাকানোর কাজটুকু শুরু হয়েছে মাত্র |

ই উদ্যোগটি সম্পূর্ণ স্বাধীন এবং এর কোনও স্বত্বাধিকারী নেই, সুরেশদা তো সব গণসংগীত প্রেমীরই মনের মানুষ ছিলেন |  
তাই তাঁর স্মৃতিরক্ষার্থে  আগ্রহী যে কেউ আমাদের এই কাজে অংশ নিতে পারেন | সকলের সহযোগিতা  আমাদের কাম্য |  
সবারে আমরা স্বাগত জানাই |

মরা এই উদ্যোগকে সফল করার ব্যাপারে আত্মপ্রত্যয়ী হলেও জানি, এটি দুরহ ও পরিশ্রম-সাধ্য কাজ |  কারণ সুরেশদার
বহু গানের কথা, সুর, তাঁর লেখাপত্র, স্বরলিপি, ক্যাসেট অনেকেই হয়তো হারিয়ে ফেলেছেন | ভরসা একটাই অনেক অনুরাগী
এখনও গভীর মমতায় তাঁর ছড়ানো ছিটানো মণিমুক্তো আগলে রেখেছেন | সেই মুক্তরাজিকে একসাথে করে গেঁথে মালা
বানানোটাই আমাদের দায়িত্ব | এই কঠিন কাজটা সকলের সাহায্য ছাড়া আদৌ সম্ভব নয় |  এও জানি এই ব্যক্তিগত
আবেগময়তায় ভরা উদ্যোগকে কেউ কেউ “অসম্ভব” বলে নিরুত্সাহিত করলেও, অনেক বন্ধুই প্রেরণা ও আশাভরসা জুগিয়ে
সহৃদয় আন্তরিকতায় এই প্রয়াসের সাফল্যের জন্য শুভেচ্ছা নিয়ে পাশে এসে দাঁড়াবেন |

ট বছর আগের একদিন সুরেশদা আমাদের ছেড়ে চলে গেছেন | আর বেশি দেরি করলে তাঁর ক্রমবিলীয়মান স্বর্ণস্মৃতির
অবশেষটুকুও হারিয়ে যাবে | তাই আসুন, ইতিহাসের প্রতি দায়বদ্ধতায়, আজ ও আগামী প্রজন্মের নবীন শ্রোতাদের সাথে
চিরসবুজ, চিরনবীন এই সংগ্রামী মানুষটির পরিচয় করিয়ে দিই |  

ই-মেল পাঠান ---
আমাদের ওয়েবসাইটে
মিলনসাগর-এ
srimilansengupta@yahoo.co.in   

অথবা

ফোন করুন, এস এম এস বা ই-মেল পাঠান------
রাজেশ দত্ত
মোবাইল :   ৯৪৩৩৫৬৬৩০২ /  ৯৪৩৪৫১৬৮৯৮ ( চিররঞ্জন পাল )
ই-মেল    :
 rajeshdattain@yahoo.com ,  rajeshdattain@gmail.com

********************************************  

আগ্রহী পাঠকদের জন্য :--
গণ শিল্পী সুরেশ বিশ্বাসের সাক্ষাত্কার পড়ুন---
যুদ্ধজয়ের গান # এবং জলার্ক # সম্পাদনা-- স্বপন দাসাধিকারী ( ১৯৯৭ )
দূরভাষ-- ৯৪৩২২০১২৮৮ /  ৯২৩৯৫০৪২৩২

সুরেশ বিশ্বাসের উপর ৬টি গান---
গণসংগীত সংগ্রহ # সুব্রত রুদ্র সম্পাদিত #
পরিবেশক-- নাথ ব্রাদার্স (পৃষ্ঠা-- ২০৮, ৩৮২--৩৮৪ )

********************************************

...
हिन्दी गणसंगीत...
বাংলা গণসংগীত...
হিন্দী গণসংগীত...
ক্যাসেটের গান...
স্বরলিপি...
সাক্ষাত্কা...
আলোচনা...