কবি সুরবালা ঘোষ – পিতা, বিখ্যাত প্রাবন্ধিক নীলমণি দের তৃতীয় সন্তান ছিলেন। কবির মা কুমুদিনী
ছিলেন দেশনায়ক ও সমাজ সংস্কারক কিশোর চাঁদ মিত্রের কন্যা। তাঁর বিবাহ হয় অতুলচন্দ্র ঘোষের সঙ্গে
যিনি ১৮৭৮ সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ছিলেন।

কবির মৃত্যুর পরে তাঁর পুত্র সাহিত্যিক মন্মথ ঘোষ কবির কাব্যগ্রন্থ “মধুরা” প্রকাশিত করেন।

আমরা
মিলনসাগরে  কবি সুরবালা ঘোষের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের কৃতজ্ঞতাস্পরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স --- নমিতা চৌধুরীঅনিন্দিতা বসু সান্যাল সম্পাদিত “মহিলা কবিদের কবিতা সংকলন ১৪০০-২০০০
দামিনী”।    


কবি সুরবালা ঘোষের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ০৭.১১.২০১৪
...