সুরমাসুন্দরী ঘোষ জন্ম ৪ঠা ভাদ্র ১২৮১, মৃত্যু দিবস জানা নেই ০৯. ০৮. ১৮৭৪ ~ ১৯৪৩
মিলনসাগরে আমরা, ২০১১ সালের ডিসেম্বর মাসে, তাঁর মাত্র তিনটে খণ্ড কবিতা নিয়ে সুরমাসুন্দরী দেবীর কবিতার পাতা প্রকাশিত করি। কিছুকাল পর আমাদের হাতে আসে কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ “রঞ্জিনী”। পরবর্তিতে কবি দিলীপকুমার বসুরআগ্রহে আমরা এই কবির "রঞ্জিনী" কাব্যগ্রন্থ থেকে আরও ২৫টি কবিতা এবং বিভিন্ন পত্র-পত্রিকা থেকে তাঁর আরও ৫টি কবিতা সংগ্রহ করে এখানে তুলতে সক্ষম হই।
<<<< কবির এই ছবিটি আমরা পেয়েছি ১৯৩০ সালে প্রকাশিত কবি যোগেন্দ্রনাথ গুপ্তর “বঙ্গের মহিলা কবি” গ্রন্থ থেকে।