কবি সুশীলাসুন্দরী দেবীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।  www.milansagar.com
*
বংশী-রবে (খণ্ড কবিতা)
সুশীলাসুন্দরী সেন

এ বাঁশরী রবে
নিমাই ছাড়িয়া যায়,                অভাগিনী শচিমায়,
কাঁদাইয়া নদীয়ার ভক্তগণ সবে ;
বিষ্ণুপ্রিয়া অভাগীর,                ঝরিল নয়ন নীর,
আর ত পেলে না দেখা হৃদয়বল্লভে।
আঁধার ঘিরেছে আসি,                নিদ্রিত নদীয়াবাসী,
নিদ্রাগত বিষ্ণুপ্রিয়া শচিমা দু’জন,
সেই সে গভীর রাতে                বাজে বাঁশী দূর হতে,
পলাইল সে সঙ্কেতে নদীয়া-রতন।


.               ***************             
.                                                                                               
উপরে    


মিলনসাগর
*
প্রকৃতি বিচিত্রা (খণ্ড কবিতা)
সুশীলাসুন্দরী সেন

---অয়িগো প্রকৃতি রাণি!
কভু হাস্য মুখরিত,                সর্ব্বদিক প্রফুল্লিত,
ললিত লাবণ্যে যেন ঢাকিয়াছ তনুখানি।

*        *        *        *

কভু রৌদ্রদীপ্ত দেহে,             উজলি শোভিছ তাহে’
দোলাইছে শস্যগুলি মৃদুল মারুত ;
শ্যামল বসন পরা,                  স্নিগ্ধ কান্তি মনোহরা
ও সৌন্দর্য্য হেরি মন মানস মোহিত।
কভু বা সায়াহ্ন কালে,           সোণালি মেঘের জালে,
আবরিয়া তনুখানি শোভিছে সুন্দর,
কভু বারি বরষিয়া,                জলে দেহ আবরিয়া,
কদম্ব কেতকী গন্ধে প্রফুল্ল অন্তর।
কভু মহা ঝড় বৃষ্টি,                বিনাশিতে যেন সৃষ্টি
মুহুর্ম্মুহু থেকে থেকে বিজলী চমকে ;
কড় কড় শব্দ ঘোরে,                অশনি গর্জ্জন করে,
সে নিনাদ শুনি তুমি হাসিছ পুলকে।


.               ***************              
.                                                                                    
উপরে    


মিলনসাগর