সুশীলাসুন্দরী সেন - জন্ম গ্রহণ করেন অবিভক্ত বাংলার যশোহর জেলার কালিয়া গ্রামে। বালিকাবস্থায়
তাঁর বিয়ে হয় বিক্রমপুরের মূলচর গ্রাম নিবাসী সাব ডেপুটি কালেক্টর হরিহর সেনের সাথে। একমাত্র কন্যা
চারুবালার জন্মের পরই হরিহরের মৃত্যু হয়। নাতনী হবার পর কবির কন্যারও মৃত্যু হয়। সুতরাং তাঁর
জীবন ছিল ব্যক্তিগত দুঃখ-শোকে জর্জ্বরিত।
"বঙ্গের মহিলা কবি" গ্রন্থের রচয়িতা যোগেন্দ্রনাথ গুপ্ত ১৯৩০ সালে লিখেছেন যে সুশীলাসুন্দরীর জন্ম তখন
থেকে ৬০-৬২ বছর পূর্বে হয়েছিল। তার উপর ভিত্তি করে আমরা কবির জন্মের সাল আনুমানিক ১৮৭০
ধরলাম।
তাঁর একমাত্র কাব্যগ্রন্থ “অশ্রুমালিকা” প্রকাশিত হয় ১৯০৫ সালে।
তাঁর কবিতা বেশীরভাগই ব্যক্তিগত শোকগাথা। কিন্তু কিছু কবিতায় লোকহিতকর এবং ভাগবৎ প্রেমের
অভিব্যক্তি অতি মনোরম।
আমরা মিলনসাগরে তাঁর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রয়াসকে সার্থক মনে
করবো |
কবি সুশালাসুন্দরী সেনের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - যোগেন্দ্রনাথ গুপ্ত, বঙ্গের মহিলা কবি, ১৯৩০
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
...