কবি সুস্মেলী দত্তর কবিতা
*
কলঙ্ক
কবি সুস্মেলী দত্ত

ফুলকি আগুন ছুঁয়ে দেখো
.                        কোনো একদিন
বিষণ্ণ দুপুরে পাবে নীল পারিজাত
শরীরে শরীর রাখো উসকো খুসখো
.                        চাপ চাপ রক্ত---
আধখানা মেয়ে
ওড়াবে পোড়াবে ছাই সরল সংলাপে
বুনে যাবে পলাশের চারা
ফুটকি ফুটকি।

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
বোধ
কবি সুস্মেলী দত্ত

নিছকই গন্তব্য নয়
কেজো নিয়মানুবর্তিতা নয়---
টুকরো বৃত্তের বাইরে আর একটা বৃত্ত
ক্রমশ ঘুরছে, ঘুরছে . . . , কেন্দ্রের আশেপাশে
মুহূর্তের আবেগে ওরা দিন কিংবা রাত
প্রকৃতির নিয়ম কখনো বদলায় না
বদল হয় সময় ও সম্পর্কের চতুর টানাপোড়েন।

.         *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর
*
চরিতার্থ
কবি সুস্মেলী দত্ত


অনেকের মতো তুমিও বলতে বোকা
পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে খামচে তুলতাম
মাটি আর দাঁতে দাঁতে চেপে
গর্ভযন্ত্রণা . . . বোকা, বোকার
মতো প্রসব করলাম মৃত সন্তান


‘এ বড়ো ঝকমারি’ এটুকু বলে তুমি
কামড় বসাতে নোনতা বিস্কুটে আর
আমি নিরীহ টমিটার মতোই কালো
চোখে সাগ্রহে লক্ষ করতাম ওই ধূর্ত
ইলেক্ট্রন ও প্রোটনের সপ্রতিভ
স্বচ্ছ যাতায়াত


কাটা ফলের মতো আমার দুটো হাত
পা, পেট, মুণ্ড, স্তন সব . . . সবটুকুই
সাজিয়ে রেখেছ, দামি ডাইনিং টেবিলে

মুখশুদ্ধির জন্য রেখেছ
পরিপাটি মশলা ও পান।

.       *****************

.                                                                                          
সূচিতে . . .   


মিলনসাগর